আগামীকাল থেকে টানা ১০ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা।

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই রাজ্যজুড়ে বর্ষার আগমন ঘটেছে। কিন্তু বর্ষার আগমন ঘটলেও খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা ছুটি পেতে চলেছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকার মাধ্যমে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী তথা অভিভাবকের উদ্দেশ্যে আগত ছুটি সম্পর্কে জানানো হয়েছে।

কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায়?

আদালতের নির্দেশ অনুসারে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ৮ ই জুলাই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত ভোটের আয়োজন করা হবে। আর তাতেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে, যে সমস্ত অঞ্চলগুলিতে পঞ্চায়েত ভোটের আয়োজন করা হতে চলেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির কর্মীরা এনআই অ্যাক্টে ছুটি পেতে চলেছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত কর্মীদের তুলনায় ছাত্র-ছাত্রীদের ছুটির সংখ্যা অনেক বেশি। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে যে, পঞ্চায়েত নির্বাচনের কারণে রাজ্যের নানাবিধ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে পোলিং স্টেশন রূপে ব্যবহার করা হবে। যার জেরে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু করে ১০ তারিখ পর্যন্ত ছুটি থাকতে চলেছে। অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের ২২ টি জেলার সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীরা ৪ ঠা জুলাই ২০২৩ তারিখ, আগামীকাল থেকে শুরু করে ১০ ই জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত ছুটি পেতে চলেছেন।

আরও পড়ুন:- এবার সোশ্যাল মিডিয়ায় ১০ হাজার ফলোয়ার্স থাকলেই সরকার দেবে হাজার হাজার টাকা।

ভোটগ্রহণের ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য আগে থেকেই পোলিং স্টেশন কিংবা ভোট কেন্দ্রগুলিকে প্রস্তুত করা অত্যন্ত জরুরী। আর তাই এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোট গ্রহণের উপযুক্ত ব্যবস্থাপত্র করার জন্যই ৪ ঠা জুলাই থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। মনে করা হয়েছিল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও ৯ ই জুলাই তারিখ পর্যন্ত ছুটি থাকবে। কিন্তু পঞ্চায়েত ভোটের আগের দিন ও পরের দিন ভোটগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য কাছাকাছি স্কুল এবং কলেজগুলিকে স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হয়, আর তাতেই ১০ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। তবে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা যে ছুটি পেতে চলেছে তা নয় পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির ছাত্র-ছাত্রীরাও পঞ্চায়েত ভোটের কারণে ৪ ঠা জুলাই থেকে শুরু করে ১০ ই জুলাই পর্যন্ত ছুটি পেতে চলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আগস্ট মাসের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সেকেন্ড সামেটিভ টেস্ট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। সদ্য ছাত্র-ছাত্রীরা গরমের ছুটি কাটিয়ে উঠেছআ, আর এরই মধ্যে আবার পঞ্চায়েত ভোটের জন্য স্কুলগুলি ছুটি দেওয়া হল, যার জেরে ছাত্র-ছাত্রীদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রস্তুতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন শিক্ষক এবং অভিভাবকেরা। ইতিপূর্বেই শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ জারি করা হয়েছিল যাতে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করা হয়। তবে ভোটের ছুটি কাটিয়ে তা কতদূর সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন শিক্ষক এবং অভিভাবকেরা।