সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া ইলেকট্রিসিটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত (Electricity Bill)। তবে এই বিদ্যুতের বিল (Electricity Bill) আমজনতার চিন্তারও কারণ। কারণ মাসের শুরুতে অত্যাধিক হারে বিদ্যুতের বিল (Electricity Bill) দিতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। সকলের বাড়িতেই কম বেশি বৈদ্যুতিক সামগ্রী রয়েছে।
আর সেই সকল সামগ্রীর জন্য বিদ্যুতের খরচের প্রতিফলন দেখা যায় বিল আসলেই (Electricity Bill)। জনতার প্রশ্ন বিদ্যুতের বিল (Electricity Bill) কমানোর কি কোন উপায় আছে? বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার, তাদের রক্ষণাবেক্ষণের উপর ইলেকট্রিসিটি বিল (Electricity Bill) অনেকটাই নির্ভর করে বলে জানা যায়।
আপনি যদি সঠিকভাবে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করেন তাহলে মাসের শুরুতে বিল (Electricity Bill) অনেকটা কম আসতে পারে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বিদ্যুতের বিল কমানোর মোক্ষম কয়েকটি উপায় সম্পর্কে। এই সিক্রেটগুলি জানলে আপনিও বিল কমাতে পারবেন (Electricity Bill)। আপনাদের প্রয়োজনে এমনই কিছু পন্থা উল্লেখ করা হলো।
Electricity Bill কমানোর মোক্ষম ছয়টি উপায়
১) বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করে প্ল্যাগ খুলে রাখুন
আমাদের বাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী থাকে। সেগুলি আমরা ব্যবহারের পরেও প্ল্যাগ লাগিয়ে রাখি। আর এখান থেকেই খরচ হয় অতিরিক্ত বিদ্যুৎ। তাই সব সময় বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের পর সব সময় উচিত তার প্ল্যাগ খুলে রাখা। তা না হলে বিদ্যুৎ কিন্তু খরচ হবে। আর বিদ্যুতের খরচের জন্য বিল (Electricity Bill) আসবে যথেষ্টই বেশি।
২) নির্দিষ্ট বৈদ্যুতিক সামগ্রী বিল কমায়
আপনি যদি বিদ্যুতের বিল কমাতে চান, তাহলে প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার বাড়িতে ব্যবহার করা ইলেকট্রনিক সামগ্রীগুলো আদৌ বিদ্যুৎ সাশ্রয়ী কিনা। যদি তা না হয়, তবে আপনাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়িতে এলইডি বাল্ব লাগালে বিদ্যুৎ খরচ কম হয়। সাধারণ বাল্বের তুলনায় এই বাল্বগুলোর জন্য অপেক্ষাকৃত বিদ্যুৎ খরচ অনেক কম, আবার বেশি আলোও দেয়। যদি আপনি বাড়িতে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ব্যবহার করলে বিদ্যুতের বিল অনেকটা কম আসে। প্রয়োজনে ফাইভ স্টার সামগ্রী ব্যবহার করুন। এতে ইলেকট্রিসিটি বিল কম আসবে এবং আপনার পকেট সাশ্রয় হবে।
৩) AC এর ব্যবহারে নিয়ন্ত্রণ
বর্তমানে অধিকাংশ মানুষের বাড়িতেই রয়েছে এয়ারকন্ডিশনের মেশিন। বিশেষ করে গরমের সময় AC-র চাহিদা থাকে তুঙ্গে। তাই সঠিক ভাবে যদি এসি ব্যবহার না করা হয়, তাহলে বিদ্যুতের বিল বেড়ে যেতে বাধ্য। সঠিকভাবে AC মেনটেন করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর এসি-কে পরিষ্কার করতে হবে। সঠিক সময় অন্তর এসিকে সার্ভিসিং করাতে হবে। আর আপনি যদি এগুলি না করেন, তাহলে আপনার বিদ্যুৎ বিল বাড়তে পারে।
৪) যান্ত্রিক ত্রুটির কারণে বাড়বে বিল
আপনার বাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় সকল বৈদ্যুতিক সামগ্রী টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মতো সরঞ্জামগুলির নিয়মিত দেখভাল প্রয়োজন। যদি আপনি নিয়মিত সরঞ্জামগুলির দেখভাল না করেন তবে সেগুলির কারণে বাড়তে পারে বিদ্যুতের বিল। বিশেষ করে সরঞ্জামগুলির যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাড়তে পারে বিদ্যুতের বিল। তাই আপনার বাড়িতে যদি কোনও পুরাতন ও নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার হয়ে থাকে, তবে সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন। বিদ্যুতের বিল এমনিতেই অনেকটা কমবে।
৫) সৌর বিদ্যুতের ব্যবহার
যদি আপনি ইলেক্ট্রিসিটি বিল কমাতে চান, তাহলে বাড়ির ছাদে বসিয়ে নিন সোলার প্যানেল। একবার বসাতে খরচ হবে ঠিকই কিন্তু চলবে ১০ থেকে ১৫ বছর। সোলার প্যানেল বসালে বিপুল লাভ। প্রতি মাসে কমে যায় বিদ্যুতের বিল। বর্তমানে সোলার প্যানেল বসানোর জন্য সরকারের তরফে সাহায্য করা হয়। সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি পাবেন। অতএব আপনার অতিরিক্ত চিন্তা নেই। বিদ্যুতের বিল কমাতে হলে বাড়িতে নিয়ে আসুন সৌর বিদ্যুৎ।
৬) বৈদ্যুতিক সামগ্রীগুলির ব্যবহার
প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার এড়িয়ে চলুন। দিনের বেলা আলো জ্বালানো বন্ধ রাখুন, ঘরে না থাকলে পাখা, লাইট এগুলি অফ করুন। আপনি যত বেশি অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন, তত বেশি আপনার অজান্তে বিদ্যুতের বিল বেশি আসবে। তাই এই ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি চান তাহলে এই সিক্রেটগুলি ফলো করে কমিয়ে ফেলতে পারেন বিদ্যুতের বিল।
তাহলে, আজকের প্রতিবেদনে ইলেকট্রিসিটি বিল কমানোর ছয়টি উপায় সম্পর্কে জানলাম। চলতি মাস থেকেই এই উপায়গুলি ফলো করা শুরু করে দিন। আশা করা যায় আপনার বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।