কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটলেও গরম কিন্তু এখনও পর্যন্ত কমেনি। বাংলা নববর্ষের শুরুতেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রেকর্ড হারে গরম পড়েছিল, আর এই গরমের দোসর হয়েছিল তাপপ্রবাহ, যার ফলে সমগ্র বাংলার মানুষ বর্ষার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু বর্ষা আসলেও পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। আর এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে চলেছে।
চলুন তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশিত ওয়েদার রিপোর্ট সম্পর্কে জেনে নেওয়া যাক:-
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশিত ওয়েদার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার আকাশ মেঘলা থাকতে চলেছে, তবে আকাশ মেঘলা থাকলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে আকাশ মেঘলা থাকার কারণে সমগ্র কলকাতা জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত হবে এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। তবে শুধু কলকাতা নয় কলকাতার আশেপাশের অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন:- আবেদন করুন লেটার বক্স স্কলারশিপে এবং পেয়ে যান ১৫,০০০ টাকার অনুদান।
এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, এই চলতি সপ্তাহে সমগ্র কলকাতায় বাতাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ থেকে ৭৪ শতাংশের মধ্যে থাকবে৷ রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, বিগত বুধবার সমগ্র কলকাতা জুড়ে ১৮ মিলির কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে। মনে করা হচ্ছে, এই চলতি সপ্তাহে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার ন্যায় কলকাতার নিকটবর্তী জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, চলতি সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। হঠাৎ করে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে সাধারণ মানুষকে যাতে কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কার কারণে হলুদ এলার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর।
যদিও বর্তমানে আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের চিন্তা বাড়াচ্ছে নতুন একটি নিম্নচাপ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আজ অর্থাৎ ২৮ শে জুলাই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। আর এই নিম্নচাপের কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলেই মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের তরফে। বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে। অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে, এমনটাই আশা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের তরফে। তবে এই নিম্নচাপটির কারণে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকা প্রভাবিত হতে পারে তার সম্পর্কে কোন প্রকার তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।