বহু পূর্বে দেশ ভাগ হয়ে গেলেও এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে আত্মিক সম্পর্ক হোক কিংবা আন্তর্জাতিক সম্পর্ক সমস্ত ক্ষেত্রেই নিবিড় বন্ধন রয়েছে। আর তাই ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা থেকে শুরু করে ভ্রমণ সহ আরো অন্যান্য কারণে প্রত্যেকদিন বহু সংখ্যক নাগরিক বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করে থাকেন। তবে এবারে দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা সংক্রান্ত নিয়মে এক বিরাট পরিবর্তন আনা হলো।
ভারত বাংলাদেশের মধ্যে যাতাযাতের নিয়মে কি পরিবর্তন আনা হয়েছে?
এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে ভারত থেকে বাংলাদেশে যাতাযাতের ক্ষেত্রেও পাসপোর্টের পাশাপাশি ভিসা একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। আর এবারে, বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের সুবিধার্থে বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে ভিসা পাওয়ার যে নিয়ম-নীতি রয়েছে তাতে এক বিশেষ পরিবর্তন আনা হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ইতিপূর্বে বাংলাদেশ থেকে ভারতে আসার ক্ষেত্রে ভিসা পাওয়ার যে নিয়ম নীতি ছিল বর্তমানে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে সেই সমস্ত নিয়ম নীতিগুলিকে আরো সহজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশের তরফে।
বিগত মঙ্গলবার, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ আইভ্যাক, বাংলাদেশের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ভারতীয় ভিসা পাওয়ার জন্য এখন আর বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট জমা রাখতে হবে না। বাংলাদেশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ১১ ই জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে অর্থাৎ ১১ জুলাই, ২০২৩ এর পর থেকে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে নিজেদের পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা পাবেন। তবে যেকোনো প্রয়োজনে পাসপোর্ট ফেরত পাওয়া গেলেও, ভিসা টোকেন প্রদানের অন্ততপক্ষে ৭ দিন পূর্বে আবেদনকারী ব্যক্তিকে তার পাসপোর্ট পুনরায় জমা করতে হবে।
আরও পড়ুন:- NSOU এর অধীনে ভর্তির প্রক্রিয়া কার্যকর করা হলো, কিভাবে আবেদন করবেন জেনে নিন।
ভারতীয় হাই কমিশনের তরফে প্রকাশিত তথ্যে এ প্রসঙ্গে জানানো হয়েছে যে, ভিসা প্রদান চলাকালীন কোনো বিশেষ কাজের প্রয়োজনে যদি কোনো নাগরিকের পাসপোর্ট প্রয়োজন হয়ে থাকে তবে তিনি তা ফেরত নিতে পারবেন। এর পাশাপাশি ভিসা সংক্রান্ত আরও একটি বিষয়ে সুবিধা পেতে চলেছেন বাংলাদেশী নাগরিকরা। আইভ্যাক, বাংলাদেশের তরফে প্রকাশিত তথ্যে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে ভিসা প্রসেসিং ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সময় আইভ্যাক -এর তরফে নির্ধারিত টাইম স্লট বেছে নেওয়ার সুবিধা পাবেন নাগরিকরা। সুতরাং আগামী দিনে নাগরিকরা ভিসা প্রসেসিং -এর জন্য দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার মতো ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।
তবে এক্ষেত্রে শুধু সে নাগরিকদের সুবিধার রয়েছে তা নয়, একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলে আইভ্যাকের কর্মকর্তাদেরও যথেষ্ট সুবিধা হবে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে। সুতরাং বাংলাদেশের তরফে জারি করার নিয়ম অনুসারে বাংলাদেশের নাগরিকরা যেমনভাবে প্রয়োজনের ভিত্তিতে পাসপোর্ট ফেরত পাবেন ঠিক তেমনভাবে লাইনে দাঁড়িয়ে থাকার মত সমস্যা থেকে মুক্তি পাবেন। আর ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আনায় যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র বাংলাদেশের নাগরিকরা। যেকোনো দেশের নাগরিকের কাছেই পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। আর তাই বহু ক্ষেত্রে বিভিন্ন কাজের খাতিরে পাসপোর্ট প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে ভিসার জন্য দীর্ঘদিন পাসপোর্ট জমা রাখলে নাগরিকদের সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আইভ্যাক, বাংলাদেশের তরফে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে।
ভারত এবং বাংলাদেশ নানাবিধ রাজনৈতিক কারণে ভাগ হয়ে গেলেও মানুষের অন্তরের যোগাযোগ কখনোই নিভে যায়নি। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং আত্মিক সম্পর্ক যেন আরো বেশি নিবিড় হয়েছে। ফলত বইমেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানে হোক কিংবা চিকিৎসার কারণে অথবা বাংলাদেশ কিংবা ভারত ভ্রমণের কারণে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকেন। আর এমতাবস্থায় বাংলাদেশ থেকে ভারতে আসার নিয়মে ভিসা সংক্রান্ত এই বিশেষ পরিবর্তন আনা হলে তা দুই দেশের মানুষের মধ্যেকার আত্মীয়তার সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে, এমনটাই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে।