আমাদের কাছে একাধিক পরিচয় পত্র থাকলেও এইসব গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Aadhaar Card. এখন আমাদের ব্যাংকে লেনদেন থেকে শুরু করে কলেজের স্কলারশিপ পাওয়া অব্দি সবেতেই আধার কার্ড লাগে। সুতরাং আপনার কাছে আধার কার্ড অ্যাক্টিভ না থাকলে ব্যাংক থেকে আপনি বেশি অ্যামাউন্ট তুলতে পারবেন না। আবার কলেজে ভর্তির সময়ও পরিচয়পত্র হিসাবে আধার কার্ডই লাগে, এমনকি কলেজ থেকে প্রাপ্ত স্কলারশিপ পেতেও ও আধার কার্ড লাগে সুতরাং ছাত্র ছাত্রীদের অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
Aadhaar Card Cancel
হঠাৎ অনেক মানুষদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আর এই আধার কার্ড বাতিল হওয়া নিয়ে চারপাশ সরগরম হয়ে আছে। সপ্তাহখানেক আগে পুর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কয়েক হাজার বাসিন্দার বাড়িতে Aadhaar Card বাতিল হওয়ার চিঠি এসেছে। শোনা যাচ্ছে সাড়া দেশের 32 কোটি মানুষদের কাছে নাকি এইভাবে আধার কার্ড বাতিল এর চিঠি যেতে শুরু করেছে।
রেশন কার্ডের নতুন নিয়ম! না জানলে ভুগতে হতে পারে জনসাধারণকে।
এইগুলি ছাড়াও দৈনন্দিন কাজের ক্ষেত্রে কাজ পেতেও আপনার সমস্যা হতে পারে। যেমন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে 100 দিনের কাজ দেওয়া হয় সেখানে যদি আপনি Aadhaar Card দেখাতে না পারেন তবে আপনার কাজ হবেনা। এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিস ওরিয়েন্টেড কাজ যেমন সিম কার্ড থেকে শুরু করে বাড়িতে wifi ইন্সটনেশনের ক্ষেত্রেও আধার কার্ড লাগে। এখানে যদি আপনার আধার কার্ড বাতিল থাকে তবে এই সার্ভিস গুলি আপনি পাবেন না।
এছাড়াও ডিম্যাট অ্যাকাউন্ট সহ অনলাইন লেনদেনের জন্য যে অ্যাপ গুলো আছে সেইগুলো ওপেন করতে পারবেন না। আর খাদ্যের ক্ষেত্রে রেশন প্রকল্পের মাধ্যমে আমরা অল্প টাকায় মাঝে মাঝে আবার বিনামুল্যেও খাবার দ্রব্য সামগ্রী পেয়ে থাকি। আধার কার্ডে বায়মেট্রিক লিঙ্ক না করানো থাকলে বা আধার ডিঅ্যাক্টিভেট করা থাকলে এই সুবিধা থেকেও আপনি বঞ্চিত থাকবেন।
আধার কার্ডে সমস্যার কারণে এই সুবিধা পাওয়া যাবে না। চরম সমস্যায় আমজনতা।
তবে এই হয়রানির থেকে বাঁচার উপায় আছে। এই হয়রানির থেকে বাঁচতে আপনারা নিয়মিত আধার কার্ডকে আপডেট প্রক্রিয়ার মধ্যে রাখবেন। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রাখবেন। সরকার আগামী 14th মার্চ অব্দি আধার আপডেটের প্রক্রিয়াটি বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া আধার কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে UIDAI এর টোল ফ্রি নম্বরে 1947 এ কল করুন অথবা UIDAI এর ওয়েবসাইট www.uidai.gov.in এ গিয়ে প্রয়োজনীয় সাহায্য নিন।