Aadhaar Card 2024: আধার কার্ড নিয়ে বিরাট ঘোষণা লাখ লাখ মানুষের জন্য! বিপদে পড়ার আগেই নতুন আপডেট জেনে নিন

ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য আধার কার্ড(Aadhaar Card) হল অতি প্রয়োজনীয় ডকুমেন্ট। মাঝে মধ্যেই আধার কার্ড(Aadhaar Card) নিয়ে সরকারি তরফে নানান ধরনের ঘোষণা সামনে আসে। সেই সরকারি নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় সাধারণ মানুষকে(Aadhaar Card). সম্প্রতি আধার কার্ডের আপডেট নিয়ে নতুন আপডেটটি জেনে নেওয়া দরকার সবার। ভারতবর্ষের লাখ লাখ মানুষের জন্য এটি একটি বড় আপডেট। আপনার যদি আধার কার্ড এখনো পর্যন্ত আপডেট করা না হয়ে থাকে, তাহলে অবশ্যই নতুন আপডেটে চোখ বুলিয়ে নিন। আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত খবরটি অতি অবশ্যই জেনে নেওয়া দরকার আপনাদের সবার।

সেপ্টেম্বর মাসে পাচ্ছেন এতগুলো ছুটি! কোন কোন দিন ভ্যাকেশন? জেনে নিন এক নজরে

Aadhaar Card 2024 | আধার কার্ড ২০২৪

এখনো পর্যন্ত যদি কোন ভারতবাসী নিজেদের আধার কার্ড(Aadhaar Card) আপডেট না করে থাকেন, তবে জেনে নিন এখনই আপডেট করার জন্য উপযুক্ত সময়। সেক্ষেত্রে আপনারা নিজেদের আধার কার্ডে (Aadhaar Card) নাম, ঠিকানা, জন্ম তারিখ আপডেট করে নিন। কোথাও ছোটাছুটি না করে খুব সহজে সকলেই বাড়িতে বসেই দ্রুত এই কাজ করে নিতে পারেন। আবার তাও বিনামূল্যে। আধার কার্ড(Aadhaar Card) আপডেট করার লাস্ট ডেট দ্রুত এগিয়ে আসছে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আগেই জানিয়েছিল ২০২৪ সালের ১৪ জুন, আধার কার্ড আপডেটের লাস্ট ডেট। এরপর ফের সময়সীমা বর্ধিত হয় ১৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত। যদি আপনি এই তারিখের পরে, নিজেদের আধার কার্ড(Aadhaar Card) আপডেট করেন তবে আপডেটের জন্য আপনাকে জন্য ফি দিতে হবে। অর্থাৎ আপনি বিনামূল্যে আর আধার কার্ড আপডেট করতে পারবেন না।

সপ্তাহের শুরুতেই সোনার দামে পতন! সোনা কিনবেন বলে ভাবছেন? 10 গ্রামের দাম জেনে নিন

Aadhaar Card Update 2024

এখনো পর্যন্ত যাদের আধার কার্ড(Aadhaar Card) ১০ বছরেরও বেশি আগে হয়েছিল এবং এখনো পর্যন্ত আপডেট হয়নি, তাদের জন্য UIDAI নির্দেশ দিয়েছে জন্ম পরিচয় এবং ঠিকানার নথি জমা দিতে। আর সেটা যত দ্রুত হয় ততই ভালো। ভারতবর্ষের প্রত্যেক বাসিন্দার বায়োমেট্রিকের সঙ্গে যুক্ত একটি অনন্য নম্বর নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এতে ভুয়ো চিহ্নিত করা সম্ভব হবে। আর প্রতারণামূলক ঘটনা কম ঘটবে। সেক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আধার কার্ড (Aadhaar Card) আপডেট করতে পারেন নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো।

Aadhaar Card Update Process 2024

  • প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখান থেকে পছন্দের ভাষা নির্বাচন করুন।
  • এরপর ক্লিক করুন ‘My Aadhaar’ অপশনটিতে এবং আধার কার্ড আপডেটের অপশনটি বেছে নিন।
  • এরপর আপডেট আধার কার্ড পেজে ভিজিট করে যে যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলি জমা দিন।
  • এবার আপনি একটি ওটিপি পাবেন। আর সেই ওটিপিটি দিয়ে লগ ইন করবেন। আপনি যে যে তথ্য আপডেট করতে চাইছেন এগুলি উল্লেখ করুন। নতুন তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় তথ্য গুলি উল্লেখ করা হয়ে গেলে আপনার আপডেট অ্যাপ্লিকেশন সাবমিট করুন।
Scroll to Top