Aadhaar Card: আধার কার্ড নিয়ে জরুরি ঘোষণা। আর 2 দিনের মধ্যে বন্ধ হবে পরিষেবা! করতে হবে এই কাজ

দেশবাসীর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো আধার কার্ড (Aadhaar Card)। বর্তমানে সব জায়গায় আধার কার্ড না হলে চলে না। বলাই বাহুল্য আধার কার্ড (Aadhaar Card) ভারতবাসীর অত্যাবশ্যকীয় ডকুমেন্টে পরিণত হয়েছে। আধার কার্ড না থাকলে বিভিন্ন কাজ যেমন থমকে যাবে, বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমনকি বেশ কিছু কাজের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে।

তাই আধার কার্ড নিয়ে সরকারের ঘোষণা অবহেলা করবেন না। আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে আসছে। আপনার হাতে রয়েছে আর মাত্র চার দিন। এর মধ্যে যদি আপনি এই কাজটি না করেন, তাহলে সমস্যা সৃষ্টি হবে, বিপদে পড়বেন। কিন্তু যাকি নির্দেশ? বিস্তারিত জানতে মন দিয়ে পড়ে নিন আমাদের আজকের প্রতিবেদন।

Aadhaar Card

আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে এমন একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়েছে যে তা স্কুল-কলেজের ভর্তি থেকে সরকারি প্রকল্প সুবিধা সব জায়গাতেই প্রয়োজন হয়। তাই আধার কার্ডের তথ্য সঠিক থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে আধার কার্ডের (Aadhaar Card) তথ্যে ভুল থেকে থাকে, তাহলে সেটা পরবর্তী কালে সমস্যা হবে।

তাই আগেভাগেই আধার কার্ডের তথ্য আপডেট করে নেওয়া জরুরী। আমাদের আধার কার্ডে (Aadhaar Card) ব্যক্তিগত তথ্য থেকে ব্যাংক একাউন্ট ডিটেলস সবটাই থাকে। অতএব আধার কার্ডের তথ্য যদি সঠিক না থাকে, তাহলে অতি সত্বর সেটি আপডেট করে নেওয়া দরকার।

তাছাড়া একটি নির্দিষ্ট সময় পর আধার কার্ডের আপডেট সবার জন্যই প্রয়োজন। এখন প্রশ্ন হল, আধার কার্ডের (Aadhaar Card) তথ্য কিভাবে সংশোধন করবেন? আপনি কি জানেন, বাড়িতে বসেই আধার কার্ড আপডেট করে নেওয়া যাবে।ভাবছেন কিভাবে? আসুন সে বিষয়ে জানা যাক।

WB Government Scheme 2024: পশ্চিমবঙ্গ সরকারের সেরা 10 টি স্কিম। ‌পুরুষ-মহিলা সবাই পাবেন সুবিধা। কিভাবে জানাবেন আবেদন? দেখে নিন

Aadhaar Card Update

আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যদি আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে চান, তাহলে আপনার হাতে রয়েছে ১৪ জুন পর্যন্ত সময়। যেহেতু ১২ জুন সময় পেরিয়ে গেছে তাই আপনার হাতে আছে মাত্র আর দুই দিন। এই দুই দিনের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট করেন, তাহলে সেটি ফ্রিতে করতে পারবেন। আর যদি এই দুদিনের মধ্যে আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে বিনামূল্যে সংশোধন করার সুযোগ আপনার হাতছাড়া হবে। কারণ এর পর আর নতুন করে আধার কার্ড আপডেটের জন্য সময় বাড়ানো হবে না।

এর আগে ভারতে আধার কার্ড প্রস্তুতকারক সংস্থা UIDAI-এর তরফে দেশবাসীর সুবিধার্থে ও সমস্ত জটিলতা এড়াতে ১৪ জুন পর্যন্ত আধার সংশোধনের জন্য সময় রাখা হয়। আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদির ভুলগুলি ঠিক করার জন্য আপনার হাতে আর ঠিক দুদিন সময় আছে। এর মধ্যেই আপনাকে সংশোধন সেরে নিতে হবে।

TET 2023: প্রাইমারি টেট পরীক্ষার ফলপ্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

সময়ের মধ্যে আধার আপডেট দরকারি কেন?

UIDAI যে তারিখটি নির্দিষ্ট করেছে অর্থাৎ ১৪ জুনের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করেন, তাহলে এমন নয় যে আপনি এরপর আর আধার কার্ড আপডেট করতে পারবেন না। যদি আপনি ১৪ তারিখের পরে আপডেট করেন তাহলে আপনাকে অতিরিক্ত ৫০ টাকা চার্জ দিতে হবে। আসলে ১৪ জুন পর্যন্ত ফ্রিতে আপডেট করা যাবে। তারপর থেকে টাকার বিনিময়ে আপডেট করতে পারবেন। এই টাকা অনলাইন, অফলাইন উভয় ভাবে জমা দিতে পারেন। কিন্তু ফ্রিতে আপডেট করার সুযোগ কেন ছাড়বেন? তাই দুই দিনের মধ্যে আধার সংস্থার নিয়ম মেনে সংশোধন করে ফেলুন।

Aadhaar Card Update Online

যদি আপনি বাড়িতে বসে অনলাইনে আধার কার্ড আপডেট করতে চান, তাহলে কিভাবে আপডেট করবেন, সেটাই স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হল। আসুন সেদিকে নজর দেওয়া যাক।

  • i) অনলাইনে আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে।
  • ii) অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাকে লগ ইন করতে হবে।
  • iii) লগ ইন করা সম্পন্ন হলে আপনি যে তথ্য আপডেট করতে চান, তাতে এবার ক্লিক করবেন।
  • iv) আপনি যে তথ্য আপডেট করতে চাইছেন, তার স্বপক্ষে আপনাকে একটি ‌ডকুমেন্ট আপলোড করতে হবে‌ অনলাইনে। বৈধ ডকুমেন্ট অবশ্যই আপলোড করবেন।
  • v) তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার তথ্য আপডেট হয়ে গেছে। এভাবেই অত্যন্ত সহজ পদ্ধতিতে বাড়িতে বসে আধার কার্ডের তথ্য আপডেট করে নিন।
  • vi) আধার কার্ডের তথ্য আপডেট হয়ে গেলে, আধার এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে।