Aadhaar Voter Link – কেন্দ্রের নির্দেশে এইবার করাতে হবে আধার-ভোটার কার্ড লিংক, দেখে নিন শেষ তারিখ।

আধার কার্ড ও ভোটার আইডি কার্ড দুই নথি ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ভারতবর্ষে Aadhaar Voter Link (আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক) করানোর কাজটি শুরু হয়ে গিয়েছে। আপনি কি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করিয়ে নিয়েছেন? যদি এখনো পর্যন্ত কাজটি না করে থাকেন তবে সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি স্বস্তির বার্তা প্রেরণ করা হয়েছে।

Aadhaar Voter Link

কেন্দ্র সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করার তারিখটি বর্ধিত করা হলো। আগে বলা হয়েছিল আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক (Aadhaar Voter Link) করার শেষ সময় ১লা এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত। তবে এই সময় সীমা বাড়িয়ে কেন্দ্র সরকার ৩১ শে মার্চ ২০২৪ সাল পর্যন্ত করেছে।

তাহলে এখনো যাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক (Aadhaar Voter Link) করা নেই তাদের জন্য আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করার শেষ দিনটি হল ৩১ মার্চ ২০২৪ সাল। আধার কার্ড ও ভোটার কার্ড কেন লিঙ্ক করানো প্রয়োজন সেই সম্পর্কে যথেষ্ট কারণ ব্যাখ্যা করেছিল ইলেকশন কমিশন। ভোটারদের পরিচয় সুনির্দিষ্ট করা এবং ভোটার তালিকার এন্ট্রিগুলিকে প্রমাণিকরণ করার জন্য ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি বন্ধ করবে কেন্দ্র!! দ্রুত লিংক করুন আধার- গ্যাস।

আধার কার্ডের সাথে ভোটার কার্ড কিভাবে লিঙ্ক করবেনঃ

১) আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে গেলে প্রথমে NVSP.in ওয়েবসাইটে যেতে হবেন।
২) আগে থেকে যাদের এই সাইটে রেজিস্টার করানো আছে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে প্রবেশ করতে পারবেন। আজ যাদের রেজিস্টার করা নেই তাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন করার জন্য ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টে’ ক্লিক করলে দুটি অপশন থাকবে – প্রথম ‘আই হ্যাভ এপিক নম্বর’ অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর এবং দ্বিতীয় ‘আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর’। এপিক নম্বর ভোটার আইডি কার্ডের নম্বর, ইমেইল এবং পাসওয়ার্ড (নিজের পছন্দ মতো) দিতে হবে। দ্বিতীয় অপশনে ইমেইল, ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।

৪) রেজিস্ট্রেশন হবার পর ফর্ম বি অপশনে ক্লিক করে আপনার ঠিকানা, এলাকার নাম, বিধানসভা প্রভৃতি সঠিকভাবে ইনপুট করতে হবে। (Aadhaar Voter Link)

৫) এরপর মোবাইল নম্বর, ওটিপি এবং আধার নম্বর দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করে দেখে নেবেন যে আপনার প্রেরিত তথ্যগুলো সঠিক কিনা। এরপর সাবমিট বাটনে ক্লিক করে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক করার কাজটি শেষ করবেন।

জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার জন্য এক ক্লিকেই জানা যাবে।

আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক (Aadhaar Voter Link) করতে গেলে আপনার আধার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর থাকতে হবে। আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে লাইন অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। যদি কোনো সমস্যায় পড়েন সে ক্ষেত্রে UIDAI এর সাইটে গিয়ে সঠিক তথ্য জানতে পারবেন।

Leave a Comment