যেকোনো অফিসিয়াল, EPFO এর কাজে জন্ম তারিখের প্রমাণপত্র জমা করতে হয়। অনেকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা করে থাকেন। কিন্তু এবার এই নিয়মে এসেছে নতুন পরিবর্তন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়ে দিয়েছে এখন থেকে আর আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে গৃহীত হবে না। জেনে নিন বিস্তারিত। আধার কার্ড পরিচয় পত্র ও আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা হয়। এতে ১২ সংখ্যার অনন্য পরিচয় রয়েছে।
Employees’ Provident Fun Organisation (EPFO)
ভারত সরকার দ্বারা জারি করা নাগরিক পরিচয় ও স্থায়ী বসবাসের প্রমাণ হল আধার কার্ড। এই আধার কার্ড কখনওই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে গণ্য হতে পারে না। অনেকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা করে থাকেন। তবে এখন থেকে আর তা হবে না। এই বিষয় নিয়ে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা দিয়েছে।
আর ঠিক তারপরে EPFO এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তার নতুন নির্দেশিকায় কী বলেছে? তাঁরা জানিয়েছেন, আধার কার্ড কে অনেকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করে থাকেন। আধার কার্ড একজন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে বিবেচনা করা হয়।
এখন Google pay দিচ্ছে বাড়িতে বসে প্রতিদিন 2000 টাকা আয় করার সুযোগ।
তবে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে কখনওই ব্যবহার করা যায় না। ২০১৬ সালে এই মর্মে আইন প্রণয়ন হয়েছিল। এবার থেকে EPF অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা করা যাবে না। তাহলে কোন্ কোন্ নথি জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বৈধ বলে গণ্য হবে?
EPFO তে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে জমা করা যাবে- ১. প্যান কার্ড, ২. ব্যক্তির স্কুল লিভিং সার্টিফিকেট অথবা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট, ৩. বার্থ সার্টিফিকেট, ৪. স্বীকৃত কোনো সরকারি বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট, ৫. সরকার কর্তৃক জারি হওয়া ডোমিসাইল সার্টিফিকেট।
অনেকেই মনে করতে পারেন আধার কার্ড কি তাহলে আর বৈধ নয়? আধার কার্ড ১০০ শতাংশ বৈধ নথি। কিন্তু তা জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহৃত হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। জন্ম শংসাপত্রের মাধ্যমে জন্ম তারিখ প্রমাণ করা যাবে। এছাড়া সিভিল সার্জনের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, সরকারি পেনশন, মেডিক্লেম সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।
ব্যাংক একাউন্ট খুলতে গেলে আধার কার্ড ব্যবহার করা যাবে। পাসপোর্টের জন্য আবেদন করতে গেলেও আধার কার্ড ব্যবহার করা যাবে। বেশ কিছু প্রকল্পে আবেদন করার জন্যেও আধার কার্ড ব্যবহার করা যাবে। কিন্তু জন্ম শংসাপত্র হিসেবে আধার কার্ড কোনভাবেই ব্যবহার করা যাবে না।