আধার কৌশল স্কলারশিপ (Aadhar Kaushal Scholarship) একাধিক স্কলারশিপ স্কিমের মধ্যে একটি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য সরকারি ও বেসরকারি তরফে একাধিক স্কলারশিপ (Scholarship Scheme) চালু রয়েছে। প্রত্যেকটি বৃত্তি শিক্ষার্থীকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করে। বৃত্তি সাহায্য পাওয়ার পর বহু ছাত্র-ছাত্রী নিজেদের স্বপ্নের পথে অগ্রসর হতে পেরেছেন। উচ্চশিক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে বেশ কিছু বৃত্তির বিষয়ে অনেকেই জানেন না। বিশেষভাবে পরিচিত না হলেও সংশ্লিষ্ট স্কলারশিপগুলির থেকে বঞ্চিত হওয়া মোটেই উচিত নয়। আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো তেমনি একটি স্কলারশিপ-এর বিষয়ে। যার নাম হল আধার কৌশল স্কলারশিপ (Aadhar Kaushal Scholarship)। ছাত্র-ছাত্রীরা আধার কৌশল স্কলারশিপে (Aadhaar Kaushal Scholarship) স্কিমে আবেদন করে তার সাহায্য পেতে পারেন। কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
Aadhar Kaushal Scholarship 2024
আধার কৌশল স্কলারশিপ (Aadhar Kaushal Scholarship) হল এমন একটি বৃত্তি, যা কিনা শিক্ষার্থীদের সমাজের আলোয় নিয়ে আসে। এই স্কলারশিপটি প্রধানত একটি বেসরকারি বৃত্তি। আধার হাউসিং ফাইনান্সের তরফে এই বৃত্তিটি চালু করা হয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত শিক্ষার্থীরা আধার কৌশল স্কলারশিপের জন্য আবেদন জমা করতে পারেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়া মেধাবী ও প্রতিবন্ধী পড়ুয়া দের সাহায্যার্থে সংশ্লিষ্ট স্কলারশিপটি চালু করা হয়েছে। এই স্কলারশিপ একটি বিশেষ বৃত্তি। এই স্কলারশিপটি তাঁদের পড়াশোনার সাহায্য করে। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য পাঠায়। আধার কৌশল স্কলারশিপ (Aadhar Kaushal Scheme) এর বিবরণ সম্পর্কে জানলেন। এবার, স্কলারশিপের আবেদন করার শর্ত এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
Aadhar Kaushal Scholarship Eligibility
প্রত্যেক স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
আধার কৌশল স্কলারশিপের জন্য আবেদনরতদের যোগ্যতা কি হতে হবে, সেটা নিম্নে আলোচনা করা হল।
১) স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী বা প্রার্থীরা।
২) আবেদনকারীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে পাঠরত হতে হবে। তবে তিনি আবেদন জানাতে পারবেন।
৩) আবেদনকারী প্রার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। অর্থাৎ প্রার্থী যেন অবশ্যই মেধাবী ছাত্র-ছাত্রী হন।
৪) আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে। এর চেয়ে বেশি আয় হলে হবে না। প্রধানত এই নিয়মগুলি ‘আধার কৌশল স্কলারশিপে’ আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় হয়। তবে, নিয়মাবলী বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
Money Distribution
কোন স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীরা কত টাকা পেতে পারেন, সেটা জানার আগ্রহ থাকে সবারই। আজকের প্রতিবেদনে আমরা যেহেতু আলোচনা করছি আধার কৌশল স্কলারশিপের বিষয়ে, তাই জেনে নিন, এই স্কলারশিপে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয়। এই বৃত্তিতে টাকার পরিমাণ নির্ধারিত হয় কোর্সের উপর ভিত্তি করে। তবে স্কলারশিপের টাকায় শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: LIC Recruitment 2024: LIC-তে বিপুল কর্মী নিয়োগ, নবম শ্রেণী পাশে বেতন ৭০০০ টাকা
Application Process
‘আধার কৌশল স্কলারশিপের’ বিষয়ে বিস্তারিত জানার পর এবার আসা যাক অ্যাপ্লিকেশন প্রসেসের আলোচনায়। এই স্কলারশিপে যদি আবেদন জানাতে চান তাহলে কিভাবে জানাবেন, সেটাই স্টেপ বাই স্টেপ জেনে নিন।
১) আবেদন জানাতে হলে আগ্রহী প্রার্থীকে ভিজিট করতে হবে ‘Buddy4Study’-এর অফিসিয়াল পোর্টালে। তারপর সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন।
২) ওয়েবসাইটে লগ ইন করার পর সেখানে ক্লিক করতে হবে ‘Aadhar Kaushal Scholarship Program’ এর এপ্লিকেশনের লিংকে। হোমপেজে পেয়ে যেতে পারেন, অথবা সার্চ করে খুঁজে নেবেন।
৩) এরপর অনলাইনে এপ্লিকেশন ফর্মটি যথাযথ তথ্য দিয়ে সঠিকভাবে ফিল আপ করে জমা করে দিতে হবে। কোন তথ্য ভুল দেবেন না। বারবার চেক করে নেবেন। এতে পরবর্তীতে সমস্যা হবে না।
৪) আবেদনপত্র ফিল আপ করার পর নথিপত্র আপলোড করতে হবে। যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেগুলি যথাযথভাবে আপলোড করুন।
৫) এবার গোটা অ্যাপ্লিকেশনটি পুনরায় রিচেক করে জমা দিয়ে দিন। জমা করার পর একটি কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।
Aadhar Kaushal Scholarship Application Date
চলতি বছরের জন্য যে সকল আগ্রহী প্রার্থীরা আধার কৌশল স্কলারশিপের জন্য নিজেদের আবেদন যেন করতে ইচ্ছুক, তাঁরা আগামী ২৩ জুন ২০২৪ তারিখের মধ্যে নিজেদের আবেদন জমা করুন। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন এবং আরো এই ধরনের খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।