আর দিন কয়েকের অপেক্ষা। দোরগোড়ায় কড়া নাড়ছে দূর্গাপুজো। আর দূর্গাপূজা উপলক্ষে নয়া সিদ্ধান্ত রাজ্যে। বাড়ি বাড়ি উপহার (Durga Puja Gift) পাঠাচ্ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দুয়ারে কর্মসূচি সাড়া ফেলেছিল বাংলায়। এবার দুয়ারে উপহার কর্মসূচি নিয়ে হাজির হলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee). তিনি সারা বছর তথা বছরের ছয়টি ঋতুতে শীত-গ্রীষ্ম-বর্ষায় নিজের এলাকায় থাকা মানুষের জন্য সদা উপস্থিত থাকেন। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক এবার নিলেন বড় সিদ্ধান্ত। পুজোর জন্য উপহার পাঠাবেন তিনি। গতবারও অভিষেকের উপহার (Durga Puja gift) কর্মসূচির মাধ্যমে নিজে হতে উপহার তুলে দেন সাংসদ। তবে এবার সেই পক্রিয়ায় আংশিক বদল আনা হয়েছে।
সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগে বড় ঘোষণা
Durga Puja Gift From Abhishek Banerjee
প্রতি বছরের মতো এই বছরেও পুজোর আগে তাঁর এলাকাবাসীর কাছে উপহার (Durga Puja Gift) পৌঁছে দেবেন অভিষেক ব্যানার্জি। তিনি উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেন এলাকা বাসীর হাতে। তবে এবার এই কর্মসূচিতে এসেছে বদল। অভিষেক ব্যানার্জি তাঁর দলের স্থানীয় নেতাদের মারফত ডায়মন্ডহারবারের সাধারণ মানুষদের বাড়িতে বাড়িতে উপহার পৌঁছে দেবেন বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, রবিবার থেকেই পোশাক বিতরণের কাজ শুরু হয়েছে। জোরকদমে এই কাজ করছেন অভিষেকের লোকসভা এলাকার অধীন তৃণমূল নেতারা।
1000 টাকা অতীত! মাসে মাসে 1500 টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! শুরু হলো নতুন স্কিমে আবেদন
Durga Puja Gift For Diamond Harbour
আগামী ২ অক্টোবর মহালয়া। তাই চেষ্টা করা হচ্ছে যাতে মহালয়ার আগেই অভিষেক ব্যানার্জির এই উপহার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। গোটা এই প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার বুথের দায়িত্বে থাকা নেতারা। প্রথমে অভিষেকের দফতর থেকে সাধারণ মানুষের জন্য উপহার গুলো পৌঁছে যাবে বিধানসভা ভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে। তারপর ঐ বুথের দায়িত্বে থাকা নেতারা উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি।
প্রসঙ্গত উল্লেখ্য, আগেরবার মঞ্চে দাঁড়িয়ে সবার হাতে উপহার তুলে দেন অভিষেক ব্যানার্জি। কিন্তু এবার সেই পদ্ধতিতে পার্থক্য আনা হয়েছে। যার কারণ হিসেবে জানা যাচ্ছে, অনেকেই আছেন যারা মঞ্চে উঠে উপহার নেওয়াতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না। অনেক সময় দেখা যায় যে নেতারা উপহার দেওয়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সব মিলিয়ে সেগুলি সকল মানুষের ভালো লাগেনা। তাই এবার সমস্ত দিক বিবেচনা করে বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।