Agniveer Recruitment 2024: ‘অগ্নিবীর’ পদে চাকরি করতে চান? চাকরির যোগ্যতা, বেতন, ও সিলেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

গত কয়েক বছরে ভারতবর্ষে ‘অগ্নিবীর’ পদটি ব্যাপক জনপ্রিয় হয় (Agniveer Recruitment)। মানুষের মুখে মুখে শোনা যায় ‘অগ্নিবীর’ পদে যোগদান করার স্বপ্নের কথা। যদিও এই পদটি সম্পর্কে জনসাধারণের মধ্যে ধোঁয়াশা রয়েছে। (Agniveer Recruitment)। অনেকেই এই পদ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানেন না। কিন্তু চাকরি করতে যাওয়ার আগে কিংবা চাকরির আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট পদ সম্পর্কে বিস্তারিত জানতে হবে‌ (Agniveer Recruitment)।

বছর বছর ভারতবর্ষে প্রচুর শূন্যপদে অগ্নিবীর নিয়োগ হয় (Agniveer Recruitment)। কারা এই পদে চাকরি পান? এই পদে চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে? সিলেকশন প্রক্রিয়া কিভাবে চলে? অগ্নিবীর পদের বেতন কত? এবং এই পদ থেকে ভবিষ্যতে প্রমোশন এর সুযোগ রয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।

অতএব আপনিও যদি এই ‘অগ্নিবীর’ (Agniveer Recruitment) পদে অ্যাপ্লিকেশন জমা করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই আপনার জন্য (Agniveer Recruitment) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অগ্নিবীর নিয়োগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য এই প্রতিবেদনে উল্লেখ রইল।

Agniveer Recruitment 2024

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ২০২২ সালে সূচনা করে অগ্নিপথ স্কিমের। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় যুবক যুবতীদের ইন্ডিয়ান আর্মিতে কাজ করার সুযোগ দেওয়া হয় (Agniveer Recruitment)। ভারতের অনেক যুবক যুবতী ছোট থেকেই স্বপ্ন দেখেন তাঁরা ইন্ডিয়ান আর্মিতে কাজ করবেন। তাঁদের জন্য সুযোগের প্রশস্ত পথ উন্মোচন করে কেন্দ্রীয় সরকার (Agniveer Recruitment)। যে সকল ছাত্র-ছাত্রী ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে চান অগ্নিপথ স্কিমের মাধ্যমে তাঁরা চার বছরের জন্য সেনাবাহিনীতে যোগদান করার জন্য সুযোগ পাবেন। সেই সময় থেকে প্রতিবছর অগ্নিবীর পদে নিয়োগ শুরু হয় (Agniveer Recruitment)। যারা যোগ্য এবং উপযুক্ত তাঁদের এই পদের জন্য নিয়োগ করা হয়।

WBSEDCL Job 2024: বিদ্যুৎ দপ্তরে চাকরি! ডাইরেক্টর পদে কর্মী নিয়োগ শুরু! আবেদনের যোগ্যতা ও পদ্ধতি বিস্তারিত জেনে নিন

‘অগ্নিবীর পদের’ জন্য যোগ্যতার মানদণ্ড

১) শিক্ষাগত যোগ্যতা

যারা ভারত সরকারের ‘অগ্নিবীর’ পদে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আগের থেকেই যোগ্যতার মাপকাঠি সম্পর্কে জেনে নিন। আসলে অগ্নিবীর অধীনস্থ একাধিক পদ রয়েছে। সেই সকল পদের আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তিতে সেই যোগ্যতা সম্পর্কে তথ্য উল্লেখ করা থাকে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা যায়, ১) অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ হলেই হয়। ২) অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অথবা অগ্নিবীর স্টোর কিপার পদের জন্য উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা লাগে। ৩) আর অগ্নিবীর (টেক) পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা লাগে এবং ৪) অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা লাগে। তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণী কিংবা বোর্ড পরীক্ষায় নির্দিষ্ট মাপকাঠির নম্বর প্রয়োজন হয়।

২) বয়সসীমা

অগ্নিবীর পদের জন্য যে বয়সসীমা প্রয়োজন তা হল- ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে। সংশ্লিষ্ট বয়সীরা অগ্নিবীর পদের জন্য আবেদন জমা করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ছাড়াও শারীরিক মানদন্ড রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখান থেকেই এই বিষয়ে জানতে পারবেন।

‘অগ্নিবীর’ পদের সিলেকশন প্রক্রিয়া

এই পদের‌ সিলেকশন প্রক্রিয়ার প্রথম ধাপে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট নেওয়া হয়। অনলাইন টেস্টে যারা উত্তীর্ণ হবেন, তাঁদের পরের ধাপে শিফট করানো হবে। দ্বিতীয় ধাপে নেওয়া হয় মাঠ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এই পরীক্ষাগুলি আর্মি রিক্রুটিং অফিসের র‍্যালির মাধ্যমে নেওয়া হয়।

Bank Recruitment: UCO ব্যাংকে চাকরি! ৫৪৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতিমাসে বেতন 15,000 টাকা। বিস্তারিত জানুন

‘অগ্নিবীর’ পদের বেতন এবং অন্যান্য সুবিধা

যারা অগ্নিবীর সিলেকশন প্রক্রিয়ায় নির্বাচিত হবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভাল। নিযুক্ত প্রার্থীদের বেতন ৯৯০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বা তারও বেশি হয়। এর পাশাপাশি অগ্নিবীররা পান ইনসিওরেন্স কভারেজ ও বীমার সুবিধা। শুধু তাই নয়, তাঁরা ছুটির ক্ষেত্রেও সুবিধা পাবেন। সিলেক্টেড ও নিযুক্ত প্রার্থীরা চার বছরের মধ্যে মোট ৩০ দিন ছুটি পাবেন ও শারীরিক অসুস্থতার ছুটি মেলে। এর পাশাপাশি, অগ্নিবীররা ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের সুবিধা পাবেন।

‘অগ্নিবীর’-দের অবসরের পরবর্তী সুবিধা

যারা অগ্নিবীর পদে চার বছর কাজ করে রিটায়ার করবেন, তাঁরা একটি দক্ষতা সার্টিফিকেট এবং মাধ্যমিক পাশে অগ্নিবীর পদের জন্য নিয়োগ পাওয়া প্রার্থীরা পাবেন দ্বাদশ শ্রেণীর সমমানের একটি সার্টিফিকেট। এছাড়া প্রার্থীরা ‘সেবা নিধি প্রকল্পের‘ মাধ্যমে ১০.০৪ লক্ষ টাকার প্যাকেজ পাবেন যার সঙ্গে মিলবে সুদ। এর পাশাপাশি রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবেন ও ভারতীয় কোস্ট গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ দেওয়া হয়।