Anganwadi Recruitment – রাজ্যে নতুন করে কর্মী নিয়োগ, উচ্চমাধমিক পাশে করুন আবেদন।

রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর (Anganwadi Recruitment). রাজ্য শিশু ও নারী কল্যান দপ্তরের উদ্যোগে অঙ্গনওয়াড়ি পদে বা Anganwadi Recruitment কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করেছে মমতা ব্যানার্জি র সরকার। রাজ্যে প্রচুর শূন্য পদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে এই পদের জন্য আবেদন জানাতে পারেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। অনেকদিন যাবত এই পদের জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। আসুন এবার দেখে নেওয়া যাক পদের জন্য আবেদন প্রক্রিয়া।

Anganwadi Recruitment Apply Online

পদের নাম
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা
নির্বাচন পদ্ধতি
আবেদন পদ্ধতি
আবেদনের শেষ তারিখ

পদের নাম -অঙ্গনওয়াড়ি সহায়তা কর্মী বা Anganwadi Helpers (AWH).  এখানে মোট শূন্যপদ 35398 টি শূন্যপদে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী – 21492 টি শূন্যপদে নিয়োগ। অঙ্গনওয়াড়ি সহায়িকা – 13906 টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনেকটা বড় অংকের কর্মীই নিয়োগ করা হচ্ছে এবার। একাধিক মহিলা আবেদন জানাতে পারবেন এই পদে।

পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞ্প্তি প্রকাশিত, স্নাতক পাশে আবেদন।

বয়সসীমা – আবেদনের ন্যূনতম বয়স 18 বছর। সর্বোচ্চ 35 বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা – অঙ্গনওয়াড়ি বা সহায়িকা দুটি পদে আবেদনের জন্যই ব্যক্তিকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ মহিলারাই একমাত্র আবেদন যোগ্য চাকরি প্রার্থী বলে বিবেচিত। এছাড়াও তাদের আরও যেকোনো বিষয়েই ধারনা থাকতে পারে।

নির্বাচন পদ্ধতি – যোগ্য ব্যক্তিদের সঠিক পদ্ধতি অবলম্বনে নির্বাচন করা হবে। দুটি পদ্ধতিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। দুটি পদ্ধতি হল এক লিখিত পরীক্ষা দ্বিতীয় টা হল ইন্টারভিউ প্রসেস। লিখিত পরীক্ষাটি 90 নাম্বারের হবে। বাকি 10 নাম্বার ইন্টারভিউ এর নাম্বার। সুতরাং মোট পরীক্ষা হবে 100 তে। দুটি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ফলের ভিত্তিতে Anganwadi Recruitment বা কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি – আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইন মারফৎ। অনলাইনে আবেদনের জন্য আপনাকে https://eapplyicdsalipurduar.in এই ওয়েবসাইট এ যেতে হবে।
ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে ফর্মটি ডাউনলড করে নিতে হবে। সঠিক তথ্য দিয়ে আবেদন করার সাথে সাথে প্রার্থীকে অবশ্যই ফটো দিতে হবে।
এর পর স্ক্যান করে আপলোড করে দিতে হবে নথি পত্র। প্রক্রিয়া সম্পূর্ণ হলে সাবমিট বাটানে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিতে হবে। তারপর সেটিকে ডাউনলড করে নিজের কাছে রাখতে হবে।

 অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ, দ্রুত অফলাইনে আবেদন সারুন।

আবেদনের শেষ তারিখ – 20 ফেব্রুয়ারি 2024 অঙ্গনওয়ারি পদে (Anganwadi Recruitment) আবেদনের শেষ তারিখ। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী শশী প্রজা শুক্রবার বিধানসভায় জানিয়েছেন ৩৫ হাজার এর বেশি কর্মী নিয়োগ করা হবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে। বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

Scroll to Top