Anganwadi Recruitment – মাত্র উচ্চমাধ্যমিক পাশে হবে কর্মী নিয়োগ, আজই করুন এই পোস্টের জন্য আবেদন।

আবার বছরের শুরুতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে একাধিক জেলায় Anganwadi Recruitment. অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা এতদিন অপেক্ষায় ছিলেন তারা এখন এই পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক সংখ্যক মহিলা এই পদে আবেদন করতে পারবেন কারন শূন্য পদের সংখ্যা প্রায় অনেকটাই। প্রায় 3500 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সুতরাং 3500 হাজার মহিলা স্বনির্ভর হতে চলেছেন।

Anganwadi Recruitment Apply Online

রাজ্য সরকার অধিনস্ত Anganwadi Recruitment পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্য পদ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এখানে মোট শূন্য পদের সংখ্যা 3500 হাজার। এখানে বয়সসীমা 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে নিম্নতম উচ্চমাধ্যমি্কে উত্তীর্ণ হতে হবে।

 রাজ্যে নতুন করে কর্মী নিয়োগ, উচ্চমাধমিক পাশে করুন আবেদন।

এই বিশেষ পদটির জন্য আপনি মাসিক বেতন পাবেন 10000 টাকা সর্বনিম্ন। এর পরে আপনার বেতন আরও বাড়তে পারে। নির্বাচন প্রক্রিয়া বলতে এখানে 90 মার্কসের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ইন্টারভিউয়ে প্রার্থীদের 1.5 অনুপাতে যোগ্যতার ভিত্তিতে সিলেক্ট করা হবে। সুতরাং সম্পূর্ণ প্রসেসটি এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতেই সম্পূর্ণ হচ্ছে।

আবেদন প্রক্রিয়া
১) আবেদনটি হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদনের জন্য প্রথম এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখান থেকে অনলাইনে আবেদনের লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে।
৩) এরপর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) সেখানে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে বলা হবে নির্দেশ মতো সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে অবশ্যই এক কপি ফটো দেবেন।
৫) আবেদনের সব কাজ সঠিকভাবে সম্পন্ন হলে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।

রাজ্যে আবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা।

লোকসভা ভোটে আগে রাজ্য সরকারের তরফ থেকে আবার একটি মাইল্ড স্ট্রোক হল Anganwadi Recruitment। সাধারন জনগনের কাছে থাকছে কর্মসংস্থানের সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা আজই আবেদন করুন। গতকাল থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024, আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2024। এই বিষয়ে আরও ডিটেলসে জানতে অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন।

 

Leave a Comment