Anganwadi Worker Recruitment – অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ, আবেদন জানানোর সময়সীমিত।

চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর। লোকসভা ভোটের প্রাক্কালে একগুচ্ছ সরকারি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। Anganwadi Worker Recruitment হবে। উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরি হবে নিজের ব্লক এবং পঞ্চায়েত অন্তর্গত স্থানে। কিভাবে আবেদন করতে হবে? প্রার্থীদের বয়স কত হতে হবে? এই সমস্ত বিষয়গুলি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Anganwadi Worker Recruitment 2023

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ির হেল্পার পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। যারা Anganwadi Worker Recruitment পদে চাকরি পাবেন তাদের পোস্টিং হবে নিজের এলাকাতেই। তবে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আবেদনের সময় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি নিচে বিস্তারিত হবে আলোচনা করা হল-

Anganwadi Worker Recruitment পদের যোগ্যতাঃ
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে।
৩) এই চাকরির জন্য কেবল মহিলারাই আবেদন করতে পারবে। কোনো পুরুষ এই চাকরির জন্য আবেদনের যোগ্য নন।
৪) চাকরির জন্য আবেদন করতে গেলে মহিলাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৫) অবিবাহিত, বিবাহিত সকল মহিলারাই এই চাকরিতে আবেদনের যোগ্য প্রার্থী।

দুটি পদে একাধিক কর্মী নিয়োগ, বেতন 25 হাজার টাকা। দ্রুত আবেদন জানান।

Anganwadi Worker Recruitment এর পদে কিভাবে আবেদন করা হবেঃ
এই অঙ্গনারীর হেল্পার পদে আবেদন জমা দেওয়া যাবে অফলাইনের মাধ্যমে। প্রথমে প্রার্থীদের অনলাইনে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে ফর্মটিকে সঠিকভাবে ফিলাপ করতে হবে। এরপর প্রার্থী যে এলাকায় বসবাস করে ওই এলাকার নিকটবর্তী ব্লক ডেভলপমেন্ট অফিসে গিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি সমেত ফর্মটি জমা করতে হবে।।

আবেদনপত্র জমার সময় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি প্রয়োজন হবেঃ
১) আবেদনকারীর আধার কার্ডের কপি।
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
৩) যাবতীয় পরীক্ষার ডকুমেন্টসের কপি।
৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
৫) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে শো

রোজগার মেলায় আরও 51000 জনকে সরকারী চাকরি দেবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কিভাবে এই চাকরি

পরিশেষে বলি অঙ্গনারীর হেলপারের (Anganwadi Worker Recruitment) জন্য যে চাকরির একটি বেরিয়েছে ওখানে দেখা যাচ্ছে যে আবেদনের সময়সীমা খুব একটা বেশি নেই তাই যারা আবেদন করবেন বলে মনস্থির করেছেন তারা খুব তাড়াতাড়ি আবেদন পত্রটি জমা দেবার ব্যবস্থা করুন।

Scroll to Top