১২,৮৬৮ শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বারংবার আশার আলো নিয়ে হাজির হয়েছে ভারতীয় ডাক বিভাগ। আর এবারেও নতুন অর্থবর্ষ শুরুর পরপরই ইন্ডিয়া পোষ্টের তরফে সমগ্র দেশের চাকরিপ্রার্থীদের জন্য আরও একবার এক বিশেষ সুখবর প্রকাশ্যে আনা হলো। ভারতীয় ডাক বিভাগের তরফে জারি করা এক নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, ভারতীয় ডাক বিভাগের তরফে বহু সংখ্যক শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরিপ্রার্থীরা এই সমস্ত শূন্য পদগুলির অধীনে আবেদন জানাতে পারবেন। চলুন তবে উক্ত শূন্যপদের জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পশ্চিমবঙ্গে কত সংখ্যক শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তা সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া যাক:-

শূন্যপদের নাম:- ভারতীয় ডাক বিভাগের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে গ্রামীণ ডাক সেবক পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা BPM এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ABPM এই দুটি পদের জন্য আবেদন জানাতে পারবেন।

শূন্যপদের সংখ্যা:- ইন্ডিয়া পোস্ট -এর তরফে শূন্যপদের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তা অনুসারে, সমগ্র ভারতে ১২,৮৬৮ সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে ১২,৮৬৮ টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে মাত্র ৪৫ টি, এমনটাই জানা গিয়েছে ডাক বিভাগের তরফে প্রকাশিত শূন্যপদের বিবরণ অনুসারে।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা:-

১. পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
২. এই শূন্য পদগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারী চাকরিপ্রার্থীকে ওই রাজ্যের লোকাল ভাষা সম্পর্কে জানতে হবে।
৪. উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর চাকরিপ্রার্থীর কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
৫. এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে সাইকেল চালাতে জানতে হবে।

৬. ইন্ডিয়া পোস্ট -এর তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে হতে হবে। ১১ ই জুন ২০২৩ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়স গণনা করা হবে, এমনটাই জানানো হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে নির্ধারিত নিয়ম অনুসারে তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি সম্প্রদায় ভুক্ত চাকরিপ্রার্থী এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে।

এক্ষেত্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরিভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন। অন্যদিকে জেনারেল ক্যাটাগরিভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন। আবার তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি ওবিসি সম্প্রদায়ভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে।

আরও পড়ুন:- আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপে এবং পেয়ে যান প্রতি বছরে সর্বোচ্চ ৩৮,৪০০ টাকা

বেতন:- ইন্ডিয়া পোস্ট -এর তরফে কার্যকর নির্দেশিকা অনুসারে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ABPM পদে কর্মরত ব্যক্তিদের ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা BPM পদে কর্মরত ব্যক্তিদের ১২,০০০ টাকা – ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া:- ইন্ডিয়া পোস্ট https://indiapostgdsonline.gov.in/ -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া পোস্ট -এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটের হোম পেইজের মেনু বারে থাকা Registration অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, আপনার নাম, জন্ম তারিখ, আপনার পিতার নাম, আপনি কত সালে মাধ্যমিক পাশ করেছেন, আধার নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথি সঠিকভাবে আপলোড করার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে এটি পরবর্তীতে প্রয়োজন হবে, সুতরাং এটি কপি করে রাখুন।

এরপর Continue to Apply অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে আসা পেজটিতে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আপনি কোন সার্কেল থেকে আবেদন করছেন তা সঠিকভাবে নির্বাচন করে Submit অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP টি সঠিকভাবে লিখে Next অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এই ফর্মে আপনাকে আপনার ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তা সংক্রান্ত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে।

পরবর্তীতে ফর্মে উল্লিখিত Select Result Type -এর অধীনে থাকা Marks অপশনটি নির্বাচন করুন এবং নির্ধারিত স্থানে আপনার মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিষয়ের নম্বরগুলি সঠিকভাবে উল্লেখ করুন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে Save and Continue অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনি কোন ডিভিশনের শূন্যপদের জন্য আবেদন জানাতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। তারপর আপনার পছন্দ অনুসারে সর্বোচ্চ ৫ টি শূন্যপদ নির্বাচন করে নিন। সবশেষে ওই পেজের নিচে থাকা Terms and Condition -এর বক্সে ক্লিক করে নিচে থাকা অপশনে Save and Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ফি পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, তাহলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, যারা ২০২৩ সালে জানুয়ারি মাসে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তারা নিজেদের পুরনো রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেই ফর্ম পূরণ করতে পারবেন।

apply-for-gds-recruitment-2023

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. আবেদনকারী স্বাক্ষর।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-

মহিলা, তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তি, ট্রান্স ওমেন এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না। এছাড়া অন্য সমস্ত ব্যক্তিদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের সময়সীমা:-

ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, ২২/৫/২০২৩ তারিখ থেকে শুরু করে ১১/৬/২০২৩ তারিখ পর্যন্ত উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানানো সম্ভব।

Leave a Comment