আজকাল বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে, তার জন্য প্রয়োজন Passport. পড়াশোনার কারণেই হোক, কাজের সূত্রেই হোক কিংবা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যেই হোক অনেকেই এখন বিদেশ যাত্রা করছেন। আর এই বিদেশ যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো পাসপোর্ট। এই পাসপোর্ট ছাড়া কোনো ভাবেই আপনি বিদেশ যাওয়ার অনুমতি পাবেন না। এতদিন পাসপোর্ট বানানো বেশ ঝামেলার ছিল। কেননা আগে শুধুমাত্র ভারতীয় পাসপোর্টের যে সরকারি ওয়েবসাইটটি আছে, সেখান থেকেই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো।
Get your Passport Easily.
তবে স্মার্টফোনের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে গিয়ে বেশ সমস্যায় পড়তো মানুষ। তবে এখন Passport বানানো খুব সহজ হয়ে গিয়েছে। বাড়িতে বসে আপনি আপনার নিজের মোবাইল ফোনের মাধ্যমে mPassport Seva অ্যাপ থেকে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ বিষয় হলো শুধুমাত্র আধার কার্ড দিয়েই এই আবেদনটি করা যাবে।
mPassport Seva অ্যাপের মাধ্যমে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া:
১) আপনার স্মার্টফোন থেকে Google Play Store-এ গিয়ে mPassport Seva অ্যাপটি ডাউনলোড করুন।
২) যদি নতুন ইউজার হন, তাহলে অ্যাপটি ওপেন করে “New User Registration” অপশনে ক্লিক করে রেজিস্টার করে নিন।
৩) রেজিস্ট্রেশন করার সময় পাসপোর্ট অফিস, নাম, জন্ম তারিখ, ইমেইল আইডি লিখতে হবে। তারপর নীচের দিকে লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে ক্যাপচা কোড বসিয়ে Submit করুন।
এভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
RBI এর তালিকা দেখে জেনে নিন কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক।
৪) এরপর আপনার অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য আপনার রেজিস্টার ইমেইলে একটি মেইল পাঠানো হবে। এই মেসেজে একটি লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনার লগইন আইডি বা ইউজার আইডি লিখে Submit করলেই আপনার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।
৫) এবার mPassport Seva অ্যাপ ওপেন করুন। তারপর “Existing User Login” অপশনে ক্লিক করে লগইন আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা কোর্ড বসিয়ে “Login”-এ ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
৬) এখান থেকে “Apply For Fresh Passport” অপশনে ক্লিক করুন। তারপর রাজ্য ও জেলা নির্বাচন করে পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন। তারপর আবেদনকারীর সম্পূর্ণ বিবরণ, পরিবারের বিবরণ ও তারপর ইমারজেন্সি কন্টাক্ট পূরণ করে নথি হিসেবে আধার কার্ড আপলোড করে “Submit Form” এ ক্লিক করে সাবমিট করে দিন।
জন্ম সার্টিফিকেটে ভুল? বাড়িতে বসে সহজেই সংশোধন করে নিন। অবহেলা করলেই বিপদ।
৭) তারপর আপনি পাসপোর্ট ফি বাবদ ১,৫০০ টাকা পেমেন্ট করলে অ্যাপয়েন্টমেন্ট তারিখ পেয়ে যাবেন। এই তারিখে আপনার আঞ্চলিক Passport অফিসে গিয়ে নথি যাচাই করতে হবে। তারপর পুলিশের তরফ থেকে ভেরিফিকেশন করা হবে। পুলিশি ভেরিফিকেশনের এক সপ্তাহ পর আপনি পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেয়ে যাবেন।