Government Scholarship – রাজ্যের 3 টি বড় সরকারি স্কলারশিপ মোটা অঙ্কের টাকা পেতে দ্রুত আবেদন করুন।

রাজ্য সরকারের জনপ্রিয় তিনটি Government Scholarship হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship), ঐক্যশ্রী স্কলরশিপ (Aikyashree Scholarship) এবং ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship). প্রত্যেকটি স্কলারশিপ রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি হিসাবে প্রদান করা হয়। এতে করে অনেক উপকৃত হয় রাজের বহু গরিব মেধাবী ছাত্র-ছাত্রী। প্রতি বছরই এই স্কলারশিপেরে আবেদন করা যায়। অনেক দিন আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উপরিউক্ত স্কলারশিপ গুলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Government Scholarship

তবে এখনো বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা এই স্কলারশিপ গুলিতে আবেদন করে উঠতে পারেনি। সেই সমস্ত পড়ুয়াদের মনে একটাই প্রশ্ন এই স্কলারশিপগুলিতে শেষ তারিখ কবে? আজকের প্রতিবেদনে আপনাদের উপরিউক্ত তিনটি Government Scholarship এ আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানাবো। এই তিনটি স্কলারশিপে আবেদনের শেষ সীমা সম্পর্কে নতুন আপডেট জেনে নিন।

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship):
পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ১২ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ২০২৩ সালের জুলাই মাসের ১২ তারিখ থেকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। ফ্রেস ও রিনিউয়াল উভয় ভাবেই আবেদন প্রক্রিয়া চলছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) বা বিকাশ ভবন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.svmcm.wbhed.gov.in এ এই স্কলারশিপের শেষ তারিখ সম্পর্কে কিছু আপডেট দেওয়া হয়নি। অর্থাৎ এখনো স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেকেই এই স্কলারশিপের মাধ্যমে টাকা পেয়ে গেছে। তবে এখনো যে সমস্ত ছাত্র-ছাত্রী আবেদন করেননি, তারা শীঘ্রই আবেদন সেরে ফেলুন।

মাধ্যমিকে শুধুমাত্র এই বই গুলি পড়লেই পাবেন ঝুড়ি ঝুড়ি নম্বর, সময় নষ্ট করবেন না।

২) ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship):
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। প্রি-ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক ভাবে এই স্কলরশিপ দেওয়া হয় পড়ুয়াদের। প্রতি বছরই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য অনেক আগেই আবেদন শুরু হয়ে গিয়েছিল।

গত ৩১ শে ডিসেম্বর ২০২৩-এ ওয়েসিস প্রি-ম্যাট্রিক স্কলারশিপেরে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে ঐক্যশ্রীর অধীনে পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মেন্স, সংখ্যালঘুদের জন্য এসভিএমসিএমএস এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপে আবেদনের শেষ তারিখ আগামী ১৫ই জানুয়ারি ‘২৪। অফিসিয়াল ওয়েবসাইট www.wbmdfc.org থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।

৩) ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship):
অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগের তরফ থেকে রাজ্যের SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। প্রতি বছর এই স্কলারশিপের আবেদন করা যায় অনলাইন মোডে।

কেন্দ্রের সবচেয়ে বড় স্কলারশিপ! আবেদন করলেই পাবে 70 হাজার থেকে 2 লাখ টাকা।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্যও প্রি-ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিকে অনলাইনে আবেদন চলছে। তবে কবে পর্যন্ত আবেদন করা যাবে বাআবেদনের শেষ তারিখ এখনো জানানো হয়নি। মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারী-মার্চ মাস পর্যন্ত আবেদন করা যাবে। https://oasis.gov.in/ ওয়েবসাইট থেকে এ বিষয়ে নতুন আপডেট পেয়ে যাবেন।

Scroll to Top