Atal Pension Yojana 2024: আধার কার্ড থাকলেই প্রত্যেক মাসে পাবেন ৫০০০ টাকা, এখনই করুন আবেদন

Atal Pension Yojana 2024: দেশের সরকার জনসাধারণের জন্য একগুচ্ছ সমাজ কল্যাণকারী প্রকল্প চালু করেছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সরকারের প্রকল্পগুলি (Government Scheme 2024) প্রশংসনীয়। বহু প্রান্তিক অঞ্চলের মানুষ প্রকল্প গুলির হাত ধরে আলোয় এসেছেন। ভারতবাসীর জীবনযাত্রাকে আরেকটু সচ্ছল করতে কেন্দ্রীয় সরকারের তরফে লাভজনক একটি প্রকল্প চালু করা হয়েছে।

Atal Pension Yojana 2024 apply online

এই প্রকল্পের ভালো দিকটি হল, যদি জনতার আধার কার্ড (Aadhaar Card) থাকে, তাহলেই তিনি প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। ব্যাংকে গিয়ে আবেদন করলেই প্রকল্পের সাহায্য মিলবে। কোন প্রকল্প? কিভাবে আবেদন করবেন? কারা আবেদন জানাতে পারবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল। যদি আপনি সরকারি সাহায্য পেতে চান, তবে অবশ্যই গোটা প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নেবেন।

আধার কার্ড থাকলে সরকারি স্কিমে পাবেন 5000 টাকা (If you have Aadhaar card, you will get 5000 rupees in the government scheme)

বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) ভারতীয় জনসাধারণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ড না থাকলে কোন সরকারি সাহায্য পাওয়াও সম্ভব নয়। সব জায়গাতেই দরকার পরে এই নথির। পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হয় আধার কার্ড (Aadhaar Card)। প্রায় সমস্ত ভারতীয় জনসাধারণের কাছেই আধার কার্ড (Aadhaar Card) রয়েছে।

আপনার কাছেও যদি আধার কার্ড থেকে থাকে, তাহলে আপনি প্রতিমাসে বিশেষ একটি সরকারি স্কিমের সাহায্য পেতে পারেন। সরকার ঠিক করেছে, জনতার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে তিনি প্রতি মাসে পেনশন পাবেন। সরকারি কর্মীদের মতো সমাজের সকল স্তরের মানুষকে পেনশন দেওয়ার জন্য সরকারের এই উদ্যোগ। সেক্ষেত্রে প্রতিমাসে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকার পেনশন মিলবে। সরকারি স্কিমটির নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। কিভাবে এই প্রকল্পে আবেদন জানাবেন, আসুন এবার জেনে নেওয়া যাক।

‘অটল পেনশন যোজনা’ প্রকল্প কী? (Atal Pension Yojana Scheme 2024)

মোদি সরকারের উদ্যোগে চালু হওয়া একটি স্কিম হলো ‘অটল পেনশন যোজনা’ (Atal Pension Yojana)। এই প্রকল্পটির উদ্দেশ্য হল ষাট বছরের পর দেশের সমস্ত নাগরিককে প্রতিমাসে পেনশন প্রদান এবং নিয়ম করে আর্থিক সহায়তা করা। এই প্রকল্পে যারা আবেদন জানাবেন তাঁরা প্রতি মাসে নূন্যতম কিছু টাকা করে জমা করবেন।

আরও পড়ুন: PM Jan Dhan Yojana – ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে লাগবেনা এক টাকাও, প্রধান মন্ত্রীর নতুন প্রকল্প।

তারপর একটি নির্দিষ্ট সময় পর, বয়স এলে বাড়ি বসে দুই থেকে পাঁচ হাজার টাকার মাসিক পেনশন পাবেন। যেহেতু বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের সব সময় পেনশনের সুবিধা থাকেনা, তাই তাঁরা যাতে জীবনে আর্থিক অনটনের সম্মুখীন না হন তার জন্য এই প্রকল্প সহায়তা প্রদান করবে। এছাড়া সাধারণ মানুষকে আরও সুযোগ-সুবিধা দেওয়া প্রকল্পটির অন্তর্নিহিত উদ্দেশ্য। আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন জানানোর শর্তগুলি কি কি, প্রকল্পে আবেদন জানাতে হলে কি করতে হবে।

‘অটল পেনশন যোজনা’ প্রকল্পে আবেদনের শর্ত (Atal Pension Yojana Scheme Application Eligibility Criteria)

ভারতীয় নাগরিক যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান, এই প্রকল্পের আবেদন জানাতে চান তাহলে নির্দিষ্ট শর্তগুলি মানতে হবে। এই শর্তগুলি যদি পূরণ হয়ে থাকে তাহলে আপনিও সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাবেন। আসুন এবার জেনে নেওয়া যাক ‘অটল পেনশন যোজনা’ প্রকল্পের আবেদন শর্ত।

১) এই প্রকল্পে আবেদন জানানোর জন্য বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর। ১৮ বছরের কম বয়সীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন
না।

২) প্রকল্পে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৪২ বছর। ৪২ বছরের ঊর্ধ্বে কোন প্রার্থী আবেদন জানাতে পারবেন না।

৩) এই প্রকল্পে একটি নির্দিষ্ট বয়স থেকে বিনিয়োগ করতে হবে। তারপর বিনিয়োগকারীর ৬০ বছর বয়স হয়ে গেলে তিনি প্রতিমাসে পেনশনের সুবিধা পাবেন।

৪) এই প্রকল্পে আবেদনকারী একজন ভারতীয় নাগরিক প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন তা নির্ভর করবে তিনি কত টাকা করে বিনিয়োগ করছেন তার ওপর।

৫) ৬০ বছর পার হলে সরকারের তরফে ২০০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকার পেনশন পাবেন।

‘অটল পেনশন যোজনা’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া (Atal Pension Yojana Scheme Application Process 2024)

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন জানাতে হলে আবেদনকারীকে নিজের ব্যাংক অথবা তাঁর নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে ‘অটল পেনশন যোজনা’ প্রকল্পের আবেদন জানাতে চাইলে ওনারা একটি ফর্ম আপনাকে দেবে। তবে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়ে যেতে হবে।

যার মধ্যে আধার কার্ড অন্যতম। এছাড়াও অন্যান্য নথি রয়েছে। আপনি বিস্তারিত জানতে পারবেন ব্যাংক অথবা পোস্ট অফিসে। প্রয়োজনীয় নথি-সহ আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে সেখানে জমা দিয়ে দিলে তারপর থেকে আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট কিছু টাকা জমা দিতে হবে। আপনার বয়স ৬০ বছর পার হলে আপনি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Written By Purbasha