UPI 2024: ইউপিআইতে টাকা লেনদেন করেন? Google Pay, Phone Pay, ব্যবহারের আগে ‘এই’ বিষয়ে জানুন! নয়তো বড় বিপদে পড়বেন

বর্তমানে আমরা অনেক বেশি ডিজিটাল হয়েছি। হাতে স্মার্টফোন চলে আসায় নানান দিক থেকে সুবিধা পাচ্ছি। স্মার্ট ফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে বিভিন্ন কাজ অনেক সহজ হয়েছে। আমরা এখন যেকোন জায়গা থেকে খুব সহজেই ইউপিআইতে(UPI) লেনদেন করি। বাইরে বেরিয়ে খরচ করার জন্য এখন আমাদের খুচরো টাকা বহন করতে হয় না(UPI).

ইন্টারনেটের যুগে খুব সহজেই বিভিন্ন অংকের টাকা বিভিন্ন প্রান্তে পাঠানো যায়। তবে ইউপিআই (UPI) ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি সতর্ক না হোন, তাহলে গুরুতর সমস্যা হতে পারে। চারিদিকে এখন জালিয়াতদের ফাঁদ। তাই বুঝে শুনে টাকা লেনদেন করুন। ইউপিআই (UPI) ব্যবহার করলে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। কোন বিষয়? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন থেকে।

বাজার কাঁপাতে মাত্র 4000 টাকায় 5G স্মার্টফোন আনছে জিও! এতে কী কী ফিচার থাকছে? বিস্তারিত জানুন

UPI ব্যবহার করার সময় সতর্ক থাকুন!

বর্তমানে ব্যাংক জালিয়াতি করে টাকা গায়েব করে দেওয়ার ঘটনা নতুন নয়। কখনো সোশ্যাল মিডিয়া লিংক তো কখনো ভুয়ো ফোন, ইমেল। আবার এও জানা যায়, নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকদের ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিচ্ছে এই সব সাইবার জালিয়াতারা।

তাই তাদের হাত থেকে রেহাই পেতে সর্তকতা অবলম্বন করতে হবে প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীকে। ইউপিআই লেনদেন (UPI) বর্তমানে অনেক বেশি সহজতর। আমাদের টাকা বহন করার ঝক্কি কমিয়েছে। টাকা লেনদেন অনেক বেশি সহজ হয়েছে। তবুও ইউপিআইকে (UPI) হাতিয়ার করে সাইবার জালিয়াতি হয়েই চলেছে। তাই আপনাকেই সতর্ক থাকতে হবে। আর এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে।

বর্তমানে ইউপিআই(UPI) অ্যাপ্লিকেশন হিসেবে আমরা গুগল পে, ফোন পে ইত্যাদি ব্যবহার করি। এই অ্যাপ্লিকেশনগুলি সরাসরি আমাদের ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত। আমরা যখন কোনো অর্থ বিনিময় করি, তখন ফোন পে, গুগল পে, একটি মাধ্যম হিসেবে কাজ করে। আমরা স্ক্যান করে কিংবা এক ফোন নাম্বার থেকে অন্য ফোন নম্বরে সরাসরি টাকা পাঠাতে পারি।

বিষয়টি মোটেই সময় সাপেক্ষ নয়। খুব সহজেই চট করে টাকা পাঠানো যায়। আবার একইভাবে টাকা চলে আসে আমাদের ব্যাংক একাউন্টে। বিগত কয়েক বছর ধরে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই অ্যাপ্লিকেশন। মানুষ সুবিধা পাচ্ছে, দেদার ব্যবহার হচ্ছে ইউপিআই-এর।

মাত্র 100 টাকা জমা করে হতে পারেন কোটিপতি! বিনিয়োগের গোপন সূত্র জেনে নিন

UPI ব্যবহার করার সময় যেটি খেয়াল রাখতে হবে

Google pay কিংবা Phone Pay ব্যবহার করার সময় সামান্য ভুলেই অনেক ক্ষতি হতে পারে। তাই টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের দেশে UPI ট্রানজাকশন নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। একদিকে যেমন ট্রান্সফার বাড়ছে, অন্যদিকে তেমন জালিয়াতি বাড়ছে। তাই নিজেকে জালিয়াতির হাত থেকে বাঁচাতে বেশ কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? জেনে নেওয়া যাক।

  • আপনি যখন Google Pay, PhonePe সহ যে কোনও UPI অ্যাপ ব্যবহার করবেন, সেই সময়ে নিজেদের ফোনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে রাখবেন। এর মাধ্যমে UPI অ্যাপের সুরক্ষার অনেকগুণ বেড়ে যায়। হ্যাকারদের জালিয়াতি রোখা তুলনামূলক সহজ হয়।
  • যে কোনও UPI অ্যাপ ব্যবহার করার সময়ে কখনোই পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না। সবসময় সুরক্ষিত ইন্টারনেট ব্যবহার করে টাকা বিনিময় করবেন। পাবলিক ওয়াইফাই সাধারণত খুব একটা সুরক্ষিত হয় না। তাই আপনার তথ্য সাইবার জালিয়াতদের কাছে চলে যেতে পারে।
  • এছাড়া, ইউপিআই অ্যাপ ডাউনলোড করার সময় সুরক্ষিত অফিশিয়াল সাইটে ভিজিট করবেন। যে কোন জায়গা থেকে এই অ্যাপ ডাউনলোড করবেন না।
  • ইউপিআই অ্যাপের সঙ্গে ব্যাংক লিঙ্ক করানোর সময় খেয়াল রাখবেন। এটি খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে।
  • প্রতিদিন নিজের লেনদেন সংক্রান্ত ট্রানজ্যাকশন ট্র্যাক রাখবেন। কখনো কোন কিছু সন্দেহজনক দেখলেই রিপোর্ট করবেন।