পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য মাঝে মধ্যেই নানা প্রকল্প নিয়ে আসে। আজ এক নতুন প্রকল্প নাম Bangla Shasya Bima Yojana, সম্পর্কে জানাব। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বেশ উপকৃত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যবাসীর কল্যাণে এবার আরো এক দুর্দান্ত স্কিমের ঘোষণা করলেন। এর মাধ্যমে একশো কোটির বেশি টাকা দেওয়া কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কাদের দেওয়া হবে এই টাকা? কেনই বা দেওয়া হচ্ছে? কী জানা যাচ্ছে? চলুন জেনে নিন।
Bangla Shasya Bima Yojana
গত বছর অসময়ে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল রাজ্যের কৃষকরা। বিঘার পর বিঘার ধান জমি জলের তলায় গিয়েছিল। নষ্ট হয়েছিল ফসল। রিপোর্ট অনুযায়ী, ১১০৯ কোটি টাকার ফসল নষ্ট হয়েছিল। এবার এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী। (Bangla Shasya Bima Yojana)
সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে ১০২ কোটি টাকা দেবে রাজ্যের প্রায় ১১ লক্ষ কৃষকদের। এই টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে কৃষকদের ক্ষতিপূরণ বাবদ এই অর্থ ঠিক কবে নাগাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সে বিষয়ে এখনো অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি।
আধার কার্ড থাকলেই কেন্দ্র দেবে 10 লক্ষ টাকা! সাথে 35% ভর্তুকি! কীভাবে আবেদন করবেন? জানুন।
তবে জানা যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই এই টাকা দেওয়া হবে কৃষকদের। অর্থাৎ আগামী মাসেই কৃষকরা ক্ষতিপূরণ বাবদ অর্থ পেতে পারেন। এই খবরে রীতিমতো হাসি ফুটেছে রাজ্যের কৃষকবন্ধুদের মুখে। প্রসঙ্গত, খারিফ শস্য বর্ষাকালীন ফসল। অর্থাৎ এই শস্য বর্ষাকালে রোপন করা হয়। এই ফসল বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয়। (Bangla Shasya Bima Yojana)
কিন্তু গত বছর ফসল রোপনের সময় শুষ্ক আবহাওয়া ছিল রাজ্যের। কিন্ত ফসল তোলার সময় রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। অসময়ে বৃষ্টির কারণে নষ্ট হয় ফসল। ক্ষতির মুখে পড়ে রাজ্যের বহু কৃষক।আর তাই ক্ষতির মুখে পড়া কৃষকদের সুবিধার্থে ক্ষতিপূরণ বাবদ ১০২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। (Bangla Shasya Bima Yojana)
প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে? এইভাবে দেখে নিন লিস্ট।
রাজ্য সরকারের শস্য বীমা প্রকল্পের আওতায় এই টাকা পেতে চলেছে রাজ্যের কৃষকরা। ইতিমধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমস্ত কাজ মিটে গিয়েছে। খুব শীঘ্রই কৃষকরা পেয়ে যাবেন টাকা। এর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। (Bangla Shasya Bima Yojana)