বর্তমানে ব্যাংকে অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে আমাদের সবার। অর্থ জমানোর জন্য, বিনিয়োগের জন্য, অর্থ দ্বিগুণ করা, সুরক্ষার জন্য এবং অন্যান্য প্রয়োজন স্বার্থে ব্যাংক একাউন্টের (Bank Account) গুরুত্ব আলাদা করে বলার নয়। কমবেশি আমাদের সবার ব্যাংকের অ্যাকাউন্ট (Bank Account) সম্পর্কে ধারণা রয়েছে। কোন একাউন্টে (Bank Account) টাকা জমালে কি ধরনের লাভ আসবে, সেটাও আমরা অনেকেই জানি।
ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। কিন্তু সমস্ত অ্যাকাউন্টগুলির (Bank Account) মধ্যে আদতে কি কি পার্থক্য রয়েছে, সেটাও কিন্তু জেনে নেওয়া জরুরী। সমাজের ৯০ শতাংশ মানুষ এই বিষয়গুলি নিয়ে মাথা ঘামান না। কিন্তু যদি এ বিষয়ে না জানা থাকে, তাহলে ক্ষতি আপনারই হবে।
আপনি কি ধরনের ব্যাংকিং পরিষেবা পেতে চাইছেন, এবং তার জন্য আপনার কি করনীয়, সবটাই কিন্তু জানতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টগুলি (Bank Account) সম্পর্কে বিস্তারিত জানলে। যাই হোক চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনি সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
Bank Account 2024
বর্তমানে ভারতবর্ষে অবস্থিত একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংক। সমস্ত ক্ষেত্রে পরিষেবা আলাদা আলাদা। মোটামুটি এক হলেও, সুদ-সহ একাধিক পার্থক্য ব্যাংকগুলির মধ্যে দেখা যায়। ব্যাংকগুলি -র নানা শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণ মানুষ কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলে আগের থেকে বিচার ও বিবেচনা করে নেন।
তিনি কি ধরনের অ্যাকাউন্ট খুলবেন, সেটাও কিন্তু বিচার বিবেচনার মধ্যেই পড়ে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। প্রত্যেকটি অ্যাকাউন্টের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও আলাদা আলাদা সুযোগ সুবিধা।
টাকা জমানানোর জন্য সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট, শিশুদের জন্য অ্যাকাউন্ট, ইত্যাদির নানান ধরনের অ্যাকাউন্টের সুবিধা মেলে। যেহেতু এর মধ্যে মূলত সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি, তাই এই দুটি অ্যাকাউন্ট আজ আমাদের বিচার্য বিষয়। দুটি অ্যাকাউন্টের বৈশিষ্ট্য, সুযোগ সুবিধা, পার্থক্য ইত্যাদি সবিস্তারে জেনে নেওয়া যাক।
সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের উদ্দেশ্য
প্রথমেই আমরা জেনে নেব সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্টের মধ্যে উদ্দেশ্যগুলি কি কি। ঠিক কোন কারণে মানুষ কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন।
i) সেভিংস অ্যাকাউন্ট
সমাজে যারা নিয়মিত বেতনভোগী, তাঁরা নির্দিষ্ট চাকরি করেন প্রতিমাসে তাদের একাউন্টে বেতন আসে, তাদের জন্য উপযুক্ত সেভিংস একাউন্ট। এই অ্যাকাউন্টের সুবিধাভোগীরা সন্তান দের উচ্চ শিক্ষা, ভবিষ্যতে বাড়ি, সম্পত্তি ক্রয়, ইত্যাদির জন্য আগের থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারেন। ভবিষ্যতে সেই টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট থেকে সুবিধামতো টাকা তোলা যায়, নির্দিষ্ট হারে বার্ষিক সুদ মেলে।
ii) কারেন্ট অ্যাকাউন্ট
ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে স্বাধীনতা থাকে লেনদেনের সংখ্যার উপর। সাধারণত বিভিন্ন ব্যবসায়িক সংস্থা ও কোম্পানিগুলি ব্যাঙ্কে কারেন্ট একাউন্ট থেকে নিয়মিত লেনদেন করেন, কারেন্ট একাউন্ট নিয়মিত ব্যবহার করেন, সেই কারণে ব্যাংকের তরফে লেনদেনের কোন সীমা থাকে না।
সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের সুদের হার
সেভিংস ও কারেন্ট একাউন্ট সুদের হার ব্যাংকে টাকা রাখার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সুদের হার। যে ব্যাংকে সুদের হার যত বেশি সেই ব্যাংকে টাকা রাখার আগ্রহ গ্রাহকদের অনেক বেশি থাকে। কিন্তু সেভিংস ও কারেন্ট একাউন্ট এর মধ্যে কোন একাউন্ট এর ক্ষেত্রে বেশি সুদ মেলে? এবার সেটাই জেনে নিতে হবে।
i) সেভিংস অ্যাকাউন্ট
সেভিংস অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সীমা থাকে টাকা লেনদেনের। তাই টাকা জমানো অপেক্ষাকৃত অনেক বেশি সহজ এই অ্যাকাউন্টে। প্রত্যেক বছর একাউন্টে জমাকৃত টাকার উপর ব্যাংকের তরফে সুদ দেওয়া হয়। ফলে গ্রাহক জমানো টাকা ও সুদ ঘরে বসেই পেতে পারেন। সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ থেকে ৬ শতাংশ সুদ মেলে।
ii) কারেন্ট অ্যাকাউন্ট
ব্যাংকের কারেন্ট একাউন্টে নিয়মিত টাকার লেনদেন হয়। টাকা তোলার নির্দিষ্ট কোন সীমা থাকে না। তাই কারেন্ট একাউন্টে কোন সুদ মেলে না। ব্যাংকের তরফে কারেন্ট একাউন্টে কোন প্রকার সুদ দেওয়া হয় না।
সেভিংস ও কারেন্ট একাউন্ট নূন্যতম ব্যালেন্স
ব্যাংকের একাউন্টে একটি ন্যূনতম ব্যালেন্স রাখা জরুরী। দীর্ঘদিন ধরে যদি একাউন্টে লেনদেন না হয়, ব্যাংক একাউন্টে অন্যতম ব্যালেন্স না থাকে তাহলে ব্যাংক সেই অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়।
i) সেভিংস একাউন্ট
সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্সের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। অনেক সময় জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টেরও সুবিধা মেলে।
ii) কারেন্ট একাউন্ট
কারেন্ট একাউন্টে লেনদেনের পরিমাণ বেশি হয়। সেভিংস অ্যাকাউন্টের চাইতে কারেন্ট একাউন্টে নূন্যতম জমাকৃত টাকার পরিমান বেশি। কারেন্ট একাউন্ট গ্রাহকদের তুলনামূলক বেশি টাকা সেই একাউন্টে জমা রাখতে হবে।
সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট মূল পার্থক্য
সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা জমার পরিমাণ, সুদের হার, দুই প্রকার একাউন্টের উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনে নিয়েছি। এবার মূল পার্থক্যের বিষয় আলোচনা করা হবে।
- সেভিংস অ্যাকাউন্টের প্রধান উদ্দেশ্য হল টাকা সঞ্চয় করা। আর কারেন্ট অ্যাকাউন্ট খোলার অর্থ হলো নিয়মিত আর্থিক লেনদেন করা।
- সেভিংস অ্যাকাউন্ট একজন ব্যক্তিও খুলতে পারেন, আবার যৌথভাবেও খোলা যায়। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন প্রধানত বিভিন্ন ফার্ম, কোম্পানি, পাবলিক এন্টারপ্রাইজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি।
- সেভিংস অ্যাকাউন্ট টাকা জমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপর সুদ মেলে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা লেনদেনটাই প্রধান উদ্দেশ্য। এখানে কোনো সুদ পাওয়া যায় না।
- সেভিংস অ্যাকাউন্টে লেনদেন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত করা যায়। কিন্তু কারেন্ট একাউন্টে লেনদেনের নির্দিষ্ট সীমা নেই।
- অনেক ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে একটি নূন্যতম ব্যালেন্স রাখা জরুরী নয়। কারেন্ট অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখতে হবে।