LIC Investment Plan – মাত্র 200 টাকা বিনিয়োগ করে এককালীন 28 লক্ষ টাকা ও 15 হাজার টাকা পেনশন পান।

এলআইসি দেশের সবচেয়ে বড় বীমা সংস্থা। এই সংস্থার অধীনে একাধিক পলিসি, LIC Investment Plan রয়েছে, যা গ্রাহকদের ভালো রিটার্ন দেয়। এই সংস্থার অধীনে একাধিক দুর্দান্ত পলিসি রয়েছে। আজ এমনই এক দুর্দান্ত ও জনপ্রিয় পলিসি বা প্ল্যান নিয়ে কথা বলবো। যে পলিসিতে মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে ২৮ লক্ষ টাকা পাওয়া যাবে। শুধু তাই নয় পাওয়া যাবে ১৫ হাজার টাকা করে পেনশনও। চলুন আজকের প্রতিবেদন থেকে এলআইসি-র এই দুর্দান্ত পলিসি, LIC Investment Plan সম্পর্কে জেনে নিন।

LIC Investment Plan

বিনিয়োগের কথা উঠলেই বেশিরভাগ মানুষ নিরাপদ ও উচ্চ রিটার্ন যুক্ত স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। সে দিক থেকে এলআইসিতে বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিহীন হওয়ার পাশাপাশি উচ্চ রিটার্নও দিয়ে থাকে। এছাড়া পাওয়া যায় জীবন বীমা, দুর্ঘটনা বীমা সহ আরো একাধিক সুবিধা। আজ এলআইসি-র যে স্কিমটি সম্পর্কে বলছি, তার নাম এলআইসি জীবন প্রগতি প্ল্যান।

জীবন প্রগতি প্ল্যান LIC Investment Plan 838 no. এটি এলআইসির অন্যতম জনপ্রিয় একটি স্কিম, যেখানে বীমা ও ইনভেস্টমেন্ট রিটার্ন এক সঙ্গে পাওয়া যায়। ২০১৬ সালের ৩রা ফেব্রুয়ারী এই প্ল্যান লঞ্চ করা হয়েছিল।এটি একটি নন-লিঙ্কড এনডাউমেন্ট পলিসি, যেখানে পাঁচ বছর অন্তর অন্তর মৃত্যু বিমাকৃত রাশির পরিমান বৃদ্ধি পায়। নিম্নে মৃত্যু বিমকৃত রাশির পরিমান উল্লেখ করা হলো-

আধার কার্ড থাকলেই কেন্দ্র দেবে 10 লক্ষ টাকা! সাথে 35% ভর্তুকি! কীভাবে আবেদন করবেন? জানুন।

  • প্রথম পাঁচ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে বেসিক সাম অ্যাসুরডের ১০০ শতাংশ ফেরত পাবে।
  • ৬ বছর থেকে ১০ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১২৫ শতাংশ ফেরত পাবে।
  • ১১ থেকে ১৫ বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১৫০ শতাংশ রিটার্ন পাবে।
  • ১৬ থেকে ২০ বছরের মধ্যে মৃত্যু হলে ২০০ শতাংশ বেসিক সাম অ্যাসুরড প্রদান করা হবে।

এছাড়া এই LIC Investment Plan পলিসিতে রিস্ক কভারেজও পাওয়া যাবে। অর্থাৎ দুর্ঘটনা ঘটলে সুবিধা মেলে। একই সাথে মেয়াদ শেষে রিটার্নও পাওয়া যায়। নূন্যতম ১২ বছর থেকে ৪৫ বছর বয়সী যে কেউ এই বীমা কিনতে পারবেন। পলিসির সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। এবার প্রশ্ন হলো কীভাবে জীবন প্রগতি প্ল্যানে ২০০ টাকা বিনিয়োগ করে কীভাবে ২৮ লক্ষ টাকা পাওয়া সম্ভবত।

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

তা নিশ্চয়ই আপনি ভাবছেন? তাহলে বলি, এই স্কিমে যদি প্রতিদিন ২০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে এক মাসে সঞ্চয় হয় ৬ হাজার টাকা। অর্থাৎ এক বছরে বিনিয়োগ হয় ৭২ হাজার টাকা। এভাবে ৩০ বছরের জন্য প্ল্যান কিনলে ২০ বছরে সাম অ্যাসিওর্ড মিলবে ২৮ লক্ষ টাকা। একই সাথে ৪১ বছর বয়সের পর ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন। (LIC Investment Plan)

Leave a Comment