Gold Price: সোনা কেনার সবচেয়ে লাভজনক সময়! কদিন পরেই দাম বাড়বে সোনার! আজ 10 গ্রাম দাম কত হলো জানুন

সোনার দামে ওঠাপড়া লেগেই থাকে। কখনো দাম বাড়ছে তো কখনো কমছে(Gold Price). সাধারণ মানুষ অপেক্ষায় থাকেন কখন সোনার দাম(Gold Price) কমছে তার। ‌ তাই সোনার দাম কমলেই একলাফে বেড়ে যায় স্বর্ণ ধাতুর চাহিদা। মধ্যবিত্ত পরিবার থেকে সাধারণ নিম্নবিত্ত পরিবার সকলের কপালে ভাঁজ সোনার ঊর্ধ্বমুখী দাম দেখে। যদিও খবর মিলছে, সোনার দাম(Gold Price) আগামী দিনে আবার বাড়তে পারে। তাই বিশেষজ্ঞ দের মত এখন সোনা কেনার সেরা সময়। আপনিও সোনা কিনে সঞ্চয় করে রেখে দিতে পারেন। এতে সুবিধা হবে আপনারও।

হুড়মুড়িয়ে কমলো সোনার দাম! রূপোর রেট শুনলে চোখ কপালে উঠবে! দুই ধাতুর দাম বর্তমান দাম জেনে নিন

Gold Price 2024 | সোনার দাম ২০২৪

ভারতবর্ষে সোনার দাম(Gold Price) এখন কত হল, সেটি নিত্য বিচার্য বিষয়। আপনিও যদি এই বিষয়ে সঠিকভাবে অবগত না হয়ে থাকেন, তবে অবশ্যই এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নেবেন। কারণ, সোনার দাম(Gold Price) নিয়ে এখানেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম কত হলো, আপনি কত টাকা খরচ করলে তবে ১০ গ্রাম সোনা কিনতে পারবেন, সেই তথ্য এখান থেকে জেনে নিন(Gold Price).

চলতি বছরের বাজেটের পর থেকেই সোনার দাম(Gold Price) তুলনামূলক ভাবে অনেকটাই কম হয়েছে সেটা মানছেন সবাই। এখন সকলের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। সেটি হলো এখন থেকেই কি সোনা কিনে রাখবেন নাকি ফের অপেক্ষা করবেন আগামী দিনে সোনার দাম কম হয় নাকি (Gold Price). আগের ছবি থেকে দেখা যাচ্ছে, গত কয়েক মাসে সোনার দাম(Gold Price) অনেকটাই বেড়েছিল। একটি ধারণা চিত্র থেকে জানা যায়, আগামী দিনে সোনার দাম হয়ে যেতে পারে ৮০ হাজার টাকার কাছাকাছি। সেক্ষেত্রে এখন সোনা কিনে রাখা লাভজনক।

Gold Price Today: সোনার দামে রেকর্ড পতন! অফারে অফারে চমৎকার! আজ 22 ক্যারেট সোনার দাম কত?

সামনেই আসছে দুর্গাপুজো। তারপর দীপাবলি ও ধনতেরাস। আর সেই সময় সোনার চাহিদা বাড়বে। সেই সময় যদি সোনার দাম(Gold Price) বেশি থাকে, সেই আশঙ্কায় অনেকেই এখন থেকে সোনা কিনছেন। গত কয়েকদিন ৬৫ হাজারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল সোনার দাম(Gold Price). একনজরে জেনে নিন বর্তমান সোনার দাম কত হলো।

Gold Price New Update 2024

গতকাল রবিবার ২৫ আগস্টের হিসেব বলছে ১ কেজি রুপোর দাম ছিল ৮৮০০০ টাকা৷ সেখানে আজ সোমবার ২৬ অগাস্ট ১ কেজি রুপোর দাম একলাফে ১০০ টাকা কমে হলো ৮৭৯০০ টাকা।এবার জেনে নেওয়া যাক সোনার দাম। ২২ ক্যারাট সোনার দাম গতকাল রবিবার ২৫ অগাস্ট তারিখে কত ছিল। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৬৯৫০ টাকা ছিল।

সেখানে আজ সোমবার ২৬ অগাস্ট সমপরিমাণ ও সমমানের সোনার দাম দেখা যাচ্ছে অপরিবর্তিত। আবার ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে ছিল ৭৩০৪০ টাকা ৷ সেখানে আজ সোমবার ২৬ অগাস্ট ২০২৪ তারিখ সমপরিমাণের ও সমমানের সোনার দামে কোনও বদল আসেনি। আপনি যদি চান তবে এখন থেকে সোনা কিনে রাখতে পারেন। তবে যেদিন সোনা কিনবেন, সেদিন সোনার দর কত হয়েছে, সেটি দেখে নিয়ে কিনবেন।

Scroll to Top