বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের জন্য UIDAI আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাংকে লেনদেন থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি কিংবা কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। আর পরিচয় পত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব সর্বাধিক হওয়ার কারণে, এর নিরাপত্তা রক্ষাতে Unique Identification Authority of India মাঝে মধ্যেই নানা আপডেট নিয়ে আসে।
UIDAI Aadhar Update
এবারে থেকে জন্ম তারিখের প্রমান হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। সম্প্রতি Unique Identification Authority of India আধার কার্ড নিয়ে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছে। আজকের প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
আধার কার্ড নিয়ে নতুন নিয়ম আনলোঃ
আধার কার্ডের মধ্যে আধার নম্বর ছাড়াও ঠিকানা সহ সম্পূর্ণ জন্ম তারিখ অর্থাৎ সাল, মাস এবং তারিখ উল্লেখ থাকে। যে কারনে এতদিন অনেকেই জন্মের প্রমান পত্র হিসাবে আধার কার্ডকেই ব্যবহার করে আসছিল। তবে এবার থেকে জন্মের প্রমাণপত্র হিসাবে বৈধ হবে না আধার কার্ড। এমনই নতুন নিয়ম চালু করলো UIDAI. গত ১লা ডিসেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে Unique Identification Authority of India. আগামী ১লা জানুয়ারি ২০২৪ সাল থেকে আধার কার্ডের ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রযোজ্য হবে।
কেন্দ্রের নির্দেশে এইবার করাতে হবে আধার-ভোটার কার্ড লিংক, দেখে নিন শেষ তারিখ।
জন্মের প্রমানপত্র হিসাবে দেখানো যাবে না আধার কার্ডঃ
Unique Identification Authority of India জানিয়েছে, এতদিন আধার কার্ডকে জন্মের প্রমান পত্র হিসাবে ব্যবহার করে অনেকেই জালিয়াতি করেছে। আধার কার্ডে জন্মের তারিখ, মাস এবং সাল পরিবর্তন করে অনেকেই অসাধু কাজ করে চলেছে। আর এই জালিয়াতি কমাতে বা রোধ করতে আধার কার্ড নিয়ে নয়া নিয়ম আনলো UIDAI. এবারে থেকে জন্মের প্রমানপত্র হিসাবে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে জমা করা যাবে।
UIDAI কেন এই নতুন নিয়ম আনলো?
নতুন নিয়ম প্রসঙ্গে আধার কার্ড প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভর্মা বলেছেন, কিছু মানুষ রয়েছেন যারা আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করে পাসপোর্ট তৈরী, স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন পেনশন স্কিমের সুবিধা নিচ্ছে। এর আগে UIDAI এর পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও, কোনো ফল মেলেনি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে থেকে কেবল মাত্র পরিচয় পত্র হিসাবেই আধার কার্ড জমা করা যাবে। জন্মের প্রমান পত্র হিসাবে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে।
PhonePe, Google Pay, Paytm UPI থেকে লেনদেন করলে এবার GST দিতে হবে। খরচ বাড়লো গ্রাহকদের।
উল্লেখ্য, আধার কার্ড নিয়ে UIDAI এর নতুন নিয়ম চালু হওয়ার ফলে, এবার থেকে আধার কার্ড নতুন করে ডাউনলোড করলে আধার কার্ডে “Aadhaar is Proof of Identity not Citizen or Date of Birth” লেখাটি থাকবে। যার অর্থ আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্ব কিংবা জন্ম তারিখের প্রমানপত্র নয়। তাই এবারে থেকে কোনো ক্ষেত্রে জন্মের প্রমান পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না আধার কার্ড।