Blue Adhaar Card – আধার কার্ডের নতুন সংযোজন! দেখুন আসলে কী এই নীল আধার কার্ড।

বাজারে আসল নতুন আধার কার্ড Blue Adhaar Card. বিভিন্ন সরকারি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি হল আধার কার্ড। একাধিক সরকারি পরিষেবা পেতে হলেও আধার কার্ডই সর্বক্ষেত্রে এবং সর্বপ্রথম চাওয়া হয়। আপনারা যদি প্যান কার্ড এছাড়া অন্যান্য ডকুমেন্টস বানাতে চান সেক্ষেত্রেও আধার কার্ড লাগবে। আধার কার্ডের মাধ্যমে আপনি কোন ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, যোগাযোগের মাধ্যম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যই বার করে নিতে পারবেন। কার্ডে 12 টি সংখ্যা থাকে। জন্ম তারিখ সহ সকল তথ্যই এই ইউনিক 12 সংখ্যার আইডির সাথে যুক্ত থাকে।

Apply Blue Adhaar Card for Child

বড় দের আধার কার্ড বিষয়ে তো আমরা সকলেই জানি কিন্তু এতদিন ধরে নবজাতকদের আধার কার্ডের কোন সুবিধা ছিলনা। পাঁচ বছর বয়স না হলে করা যাবেনা এই কার্ড। 2018 সালে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) শিশুদের জন্যও আধার কার্ড চালু করেছে। আর ছোটদের জন্য চালু এই আধারের রং নীল, নাম আধার কার্ড, যা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত (Blue Adhaar Card).

মাধ্যমিক পরীক্ষার সময় বদল নিয়ে বড় নির্দেশ দিল আদালত।

শিশুদের জন্য তৈরি এই বিশেষ আধার কার্ডে যে unique Identification Numbar তৈরি হয় সেটি বাচ্চার বাবা মায়ের আধার কার্ডের ডেমগ্রাফিক তথ্য ও মুখের ছবির ওপর ভিত্তি করে তৈরি হয়। এই আধারে থাকেনা কোন বায়মেট্রিক। বাচ্চার পাঁচ বছর পূর্ণ হয়ে গেলে দশ আঙ্গুলের ছাপ সহ মুখের ছবি, চোখের মনির ছবি দিয়ে বায়মেট্রিক পদ্ধতিটি সম্পূর্ণ করতে হবে। তখন এই আধার কার্ডটিতে বাচ্চার বাবা মার কোন ভূমিকা থাকবেনা সেটি তখন সম্পূর্ণ বাচ্চার বলে নিরধারিত হবে।

পাঁচ বছরের নীচে যে শিশুগুলি আছে তাদের বাবা মা এই Blue Adhaar Card বা চাইল্ড আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। শিশুদের আধার কার্ডের জন্য আবেদন করতে হলে অভিভাবকদের কিছু নথিপত্র নির্দিষ্ট তালিকাভুক্তি কেন্দ্রে নিয়ে যেতে হবে। তাছাড়া বাবা মাকে তো অবশ্যই লাগবে। ডকুমেন্টস হিসাবে আপনি বাচ্চার জন্মের শংসাপত্র সহ হাসপাতালের ডিসচার্জ স্লিপ লাগে।

Blue Adhaar Card এর আবেদন অনলাইনে করা যাবেনা অফলাইনেই করতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হল uidai.gov.in. সেখানে গিয়ে আপনাকে নিকটতম কেন্দ্র দেখে নিতে হবে এবং কার্ডের জন্য আবেদন করতে হবে। এর জন্য তারা প্রয়োজনীয় নথির তালিকা করতে পারেন।

এবার রেশন কার্ড গ্রাহকদের মাসে 1000 টাকা ভাতা ও বিনা সুদে 1 লাখ টাকা লোন দেওয়ার ঘোষণা। কারা ও কিভাবে পাবেন জেনে নিন।

নিয়ম মেনে কাজ শেষ করার পর স্ট্যাটাস ট্র্যাক করার জন্য একটি acknowledgement  নম্বর পেয়ে যাবেন। এই নাম্বারের দ্বারা আপনি আধার কার্ডের কাজ কতদূর অব্দি পৌছালো তা দেখতে পাবেন। যেকোনো দিন আপনাকে নিকটবর্তী সেন্টারে ডাকতে পারে ভেরিফিকেশান এবং বাকি কাজ সম্পন্ন করার জন্য। তার মানে প্রয়োজনীয় তথ্য গুলি আপনাকে হাতের সামনেই রাখতে হবে।

Scroll to Top