BSK Recruitment – নিয়োগ শুরু বাংলা সহায়তা কেন্দ্রে! রয়েছে কোন কোন শূন্যপদ?

রাজ্যের প্রতিটি জেলায় জেলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্র -এ কর্মী নিয়োগ (BSK Recruitment) করা হবে মোট ৩ হাজার শূন্যপদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মী নিয়োগ করতে চলেছে বাংলা সহায়তা কেন্দ্রে। জেনে নিন বিস্তারিত: কোন পদে নিয়োগ করা হয়। বাংলা সহায়তা কেন্দ্রে? যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে, সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। (Bangla Sahayata Kendra)

BSK Recruitment এ কোন কোন পদে নিয়োগ?

1) হেল্প ডেস্ক পার্সোনাল
2) চিফ অপারেটিং অফিসার (COO)
3) রেকনসিলেশন পার্সোনাল
4) চিফ টেকনোলজি অফিসার (CTO)
5) চিফ ফাইন্যান্স অফিসার (CFO)
6) ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
7) সিনিয়র সফটওয়্যার পার্সোনাল

বাংলা সহায়তা কেন্দ্রে (BSK Recruitment) আবেদন করতে হলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?
1) হেল্প ডেস্ক পার্সোনালঃ
যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

2) চিফ অপারেটিং অফিসারঃ
কোনো নামি প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি / এমবিএ প্রার্থীরা আবেদনের যোগ্য।
3) রেকনসিলেশন পার্সোনালঃ
BSK Recruitment এ আবেদন জানাতে হলে কোনো নামি প্রতিষ্ঠান থেকে বিকম অথবা বিবিএ থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কারা করতে পারবেন আবেদন?

4) চিফ টেকনোলজি অফিসারঃ
কোনো নামি প্রতিষ্ঠান থেকে এম.টেক ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। এই পদের ক্ষেত্রেও কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
5) চিফ ফাইন্যান্স অফিসারঃ
সি.এ থাকা আবশ্যক। উক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। (Bangla Sahayata Kendra Recruitment)

6) ডাটা এন্ট্রি অপারেটরঃ
যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
7) সিনিয়র সফটওয়্যার পার্সোনালঃ
এমসিএ/ এমটেক/ বি টেক থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

গরিবের রেশনে কোপ। পরিমানে কম, ফ্রী রেশন নিয়ে বড় খবর।

কিভাবে আবেদন করবেন বাংলা সহায়তা কেন্দ্রে (BSK Recruitment):
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে বাংলা সহায়তা কেন্দ্রের যেকোনো পদে আবেদন করতে হলে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী নিয়োগ করে থাকে Webel Technology দপ্তরের মাধ্যমে। Webel Technology BSK নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা ও বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট টি হল www.bsk.wb.gov.in. বাংলা সহায়তা কেন্দ্র-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

Scroll to Top