কম খরচে মোবাইল রিচার্জের কথা মাথায় এলেই চলে আসে বিএসএনএলের(BSNL) নাম। বিগত কয়েক মাস ধরে অন্যান্য টেলিকম সংস্থাগুলি দাম বাড়িয়েছে রিচার্জের। সেখানে সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে বিএসএনএলের (BSNL) একাধিক রিচার্জ প্ল্যান। আনলিমিটেড কল, প্রচুর ডেটা, প্রতিদিন মেসেজ! আর সবকিছুই অত্যন্ত কম দামে পাচ্ছেন গ্রাহক। যথারীতি ভরসা বাড়ছে বিএসএনএল(BSNL)-এর প্রতি। আজকে আমরা আলোচনা করছি বিএসএনএল(BSNL)-এর ১৬০ দিনের সুপার প্ল্যান সম্পর্কে। যেখানে আপনি পেয়ে যাবেন একযোগে প্রচুর সুবিধা!
BSNL Recharge Plan 2024
বিএসএনএল(BSNL) হাজির করেছে ১৬০ দিনের সুপার ধামাকা প্ল্যান। যেখানে আপনি পেয়ে যাবেন প্রতি দিন ২ জিবি করে মোট ৩২০ জিবি ডেটা, প্রতিদিন আনলিমিটেড কল, সঙ্গে ১০০ টি করে এসএমএস বেনিফিট। এর পাশাপাশি থাকতে বেশ কিছু অ্যাপ-এর সাবস্ক্রিপশন। সবমিলিয়ে মোট ১৬০ দিনের এই রিচার্জ প্ল্যান এর দাম রাখা হয়েছে ৯৯৭ টাকা।
বিএসএনএল(BSNL) কর্তৃক চালু হওয়া দুর্ধর্ষ এই রিচার্জ প্ল্যানটির সুবিধা পেতে পারেন আপনিও। আর ঠিক তার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন প্রচুর বেনিফিট। সাধারণত যে সকল ইউজারদের প্রতিদিন আনলিমিটেড কল ও প্রচুর ডেটা প্রয়োজন হয়, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যান টি বেশ ভালো। বলাই বাহুল্য বিএসএনএল(BSNL)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রিচার্জ প্ল্যান এটি।
BSNL 5G Internet In India
গ্রাহকদের ভালো সার্ভিস দিতে কোমর বেঁধেছে ভারত সঞ্চার নিগম(BSNL). গ্রাহকরা যাতে আরো দ্রুত গতির ইন্টারনেট পেতে পারেন, আনলিমিটেড কল ও অন্যান্য পরিষেবা পেতে পারেন তার জন্যই এবার ফাইভজি পরিষেবা আনতে চলেছে BSNL. বর্তমানে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গত কয়েক মাস ধরে সংবাদ শিরোনামে। বহু গ্রাহক তাঁদের মোবাইল নম্বরটি পোর্ট করছেন BSNL-এ। যদি আপনিও আপনার স্মার্টফোনে BSNL সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এটি অবশ্যই বড় খবর। অতি দ্রুত 5G সিম পরিষেবা আনতে চলেছে সংস্থা।
সূত্রের খবর, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে, বিএসএনএল(BSNL) সংস্থার অন্ধ্রপ্রদেশের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার এল শ্রীনু জানান বিএসএনএল আগামী 2025 সাল শেষের মধ্যেই 5G পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। আর প্রতিবেদন অনুসারে বলা যায়, বর্তমানে কোম্পানিটি তার টাওয়ার এবং অন্যান্য সরঞ্জাম আপগ্রেড করার দিকেই বেশি করে মনোনিবেশ করছে। আর তার প্রধান উদ্দেশ্য হলো যাতে দ্রুত 5G পরিষেবা চালু করা সম্ভব হয়।