ভারতবর্ষের প্রথম সারির টেলিকম সংস্থা জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যখন প্ল্যানের দাম বাড়াতে তৎপর তখন গ্রাহকদের জন্য সস্তার প্ল্যান এনে রীতিমত চমকে দিচ্ছে বিএসএনএল (BSNL). বলাই বাহুল্য বিএসএনএলের(BSNL) অধিকাংশ প্ল্যান অত্যন্ত সস্তা। অন্তত বর্তমান বাজার মূল্য হিসেব করলে। তাই গত এক মাসের মধ্যে বিএসএনএল(BSNL) গ্রাহক সংখ্যা বেড়েছে।
জিও, এয়ারটেল, থেকে বিএসএনএল(BSNL)-এ শিফট করেছেন অনেকেই। পোর্ট করে নিয়েছেন নিজেদের মোবাইল সিম। আর তাই আবার চমকে দিল ভারতবর্ষের এই টেলিকম সংস্থা। বিএসএন এল(BSNL) এবার দিচ্ছে ৩৩০০ জিবি ডেটা। তাও আবার ১০০ টাকার কম মূল্যের অফারে! নতুন প্যাক সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
ফ্রি ফ্রি ফ্রি! 15 অগাস্টের আগেই জিওর মহাধামাকা অফার! ভুলেও মিস করবেন না
BSNL Recharge Plan 2024
বর্তমানে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে কোমর বেঁধে লেগেছে বিএসএনএল(BSNL). যাতে আরো বেশি সংখ্যক গ্রাহক বিএসএনএল(BSNL) আপন করে নেন, তার জন্য গ্রাহকদের অভিযোগ শুনে নেটওয়ার্ক আরো উন্নত করার লক্ষ্যে এগোচ্ছে এই সংস্থা। যার ফলে ধারণা করাই যাচ্ছে যে, আগামী দিনে আরও ভালো পরিষেবা দেবে বিএসএনএল (BSNL). কিন্তু চলতি বছরের মাঝামাঝিতে এসে এমন চমকে দেওয়া অফার নিয়ে এলো BSNL, তার জন্য মুখে হাসি ফুটবে প্রত্যেক গ্রাহকের। কি সেই অফার?
কতটা সুবিধা পাবেন গ্রাহক? সমস্ত তথ্য উল্লেখ রইল আজকের প্রতিবেদনে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া জুলাই মাসের শুরুতে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তাহলে মধ্যবিত্ত জনসাধারণ খুঁজছেন সাশ্রয়ী প্ল্যান। এরই মাঝে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL). কোম্পানি ধারাবাহিকভাবে বেশ কিছু সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করেছে। যার ফলে গ্রাহক একাধারে উপকৃত হচ্ছেন, আবার অন্যদিকে বেজায় খুশিও হচ্ছেন।
3300GB ডেটা অফার করছে BSNL!
এরই মধ্যে বিএসএনএল(BSNL) এক জনপ্রিয় রিচার্জ প্ল্যান এর দাম কমালো। সংস্থার সবচেয়ে আকর্ষণীয় অফারগুলির মধ্যে এটি একটি। এই সংস্থা বর্তমানে 3300 জিবি ডাটা অফার করছে। আর এই রিচার্জ প্ল্যান এর দাম কমানো হয়েছে। আগে এই প্ল্যানটির রিচার্জ করা যেত ৪৯৯ টাকায়। কিন্তু বর্তমানে এই প্ল্যানে কমল আরও ১০০ টাকা। বর্তমানে ৩৯৯ টাকায় রিচার্জ করতে পারবেন প্রতি গ্রাহক।বিএসএনএল এর এই ব্রডব্যান্ড প্ল্যানটি অন্যান্য প্রতিযোগিতা তুলনায় তুলনামূলক কম টাকায় ফাইবার ব্যবহারকারীদের অফার করে ৩৩০০ জিবি ডেটা।
পরিষেবার উন্নতি ঘটেতে তৎপর BSNL
যেহেতু গ্রাহক সংখ্যা বাড়ছে, ফলে আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে BSNL. প্রশংখ্যান বলছে অন্ধ্রপ্রদেশে জুলাই (২০২৪) মাসে ২.১৭ লক্ষেরও বেশি ব্যবহারকারী অন্য টেলিকম সংস্থা থেকে স্যুইচ করেছেন BSNL-এ। রাজ্যে মোট গ্রাহকের সংখ্যা পৌঁছেছে ৪০ লক্ষেরও বেশিতে। BSNL সংস্থাটি সারা দেশের ১৫,০০০ টি সাইটে ৪G নেটওয়ার্ক ইনস্টল করেছে, এও শোনা যাচ্ছে ১৫ অগাস্ট অন্ধ্রপ্রদেশে ৪G পরিষেবা চালু করতে প্রস্তুত এই সংস্থা।
BSNL সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দিনে আরো সস্তায় পরিষেবা পাবেন এই সংস্থার গ্রাহকরা। আনা হবে তুলনামূলক সস্তার প্ল্যান। তবে কেবলমাত্র সস্তায় পরিষেবা দেওয়া নয়, বর্তমানে BSNL ফোকাস করছে উন্নত ফোরজি ও ফাইভ-জি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও।