বাজেট ২০২৪ (Budget 2024) যার জন্য দিনের পর দিন অপেক্ষায় ছিলেন এদেশের আমজনতা। আর এবার সেই বাজেট (Budget 2024) নিয়ে এলো একের পর এক বিরাট খবর। বিশেষ করে আয়কর (Income Tax) নিয়ে বাজেটে (Budget 2024) গৃহীত হলো নতুন সিদ্ধান্ত। আয়কর স্ল্যাবে বদল এলো চলতি বাজেটে (Budget 2024)। এই নতুন সিদ্ধান্তের ফলে কারা উপকৃত হবেন? আর কাদের জন্য এই পরিবর্তন চিন্তার কারণ? সংশ্লিষ্ট বিষয়ে জানতে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করা হলো। নতুন করে কি পরিবর্তন এলো, সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হলো।
Income Tax Slabs Change 2024
প্রধানত কেন্দ্রীয় বাজেটের দিন চাকুরিজীবীদের একটা দিকে বিশেষ করে নজর থাকে, আর তা হল বাজেটে আয়কর (Income Tax) সম্পর্কে কি বলা হলো সেই দিকে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত মঙ্গলবার অর্থাৎ ২৩ জুলাই চলতি বছরের বাজেট (Budget 2024) ঘোষণা হয়েছে। আর সেই বাজেটে আয়কর নিয়ে অত্যন্ত গুরুত্বপুর্ণ ঘোষণাটি করা হলো। কি বলা হয়েছে আয়কর (Income Tax) প্রসঙ্গে?
বাজেট ২০২৪-এ আয়কর (Income Tax) নিয়ে প্রধানত দুটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে ঘোষণা থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বেড়েছে। নতুন সিদ্ধান্ত বলছে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বেড়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, একেবারেই হাত দেওয়া হয়নি পুরাতন কর ব্যবস্থায় (Tax System)। তবে, যা জানা যাচ্ছে, নতুন কর ব্যবস্থায় সংশোধন করা হয়েছে। নিয়ম বলছে, নতুন কর ব্যবস্থার ট্যাক্স স্ল্যাবগুলির সামান্য এদিক-ওদিক করা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এর ফলে আদৌ কি লাভবান হবেন করদাতারা?
দেশবাসীকে ১ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! আবেদন করুন এই স্কিমে
আয়কর স্ল্যাবে পরিবর্তনের ফলে লাভ কাদের?
জানা যাচ্ছে, পুরোনো কর ব্যবস্থায় হাত দেওয়া হয়নি ঠিকই, কিন্তু নতুন কর ব্যবস্থাতেও ট্যাক্স স্ল্যাবগুলি একটু আধটু বদল হয়েছে। যার দরুন বার্ষিক কর বাঁচাতে পারবেন করদাতারা। একটি হিসেব বলছে, নতুন নিয়মের ফলে বছরে মোট ১৭,৫০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন।
ঠিক এই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন আরও কিছু প্রশ্ন উঠে আসছে। সেগুলি হল, কর ব্যবস্থার এই বিরাট পরিবর্তনের পর আপনাকে কত টাকা কর দিতে হবে? আর ওপর একটি প্রশ্ন হল কারা সবথেকে সুবিধা পাবেন এই পরিবর্তনের ফলে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক নতুন কর স্ল্যাব।
নতুন নিয়ম অনুসারে ৩-৭ লক্ষ টাকার জন্য দিতে হবে ৫%। আগে যেখানে ৩-৬ লক্ষ টাকার জন্য ৫% দিতে হত। এরপর, ৭-১০ লক্ষ টাকার জন্য দিতে হবে ১০% আগে যেখানে ৬-৯ লক্ষ টাকার জন্য ১০% দিতে হত। এরপর, ১০-১২ লক্ষ টাকার জন্য দিতে হবে ১৫%। আগে যেখানে ৯-১২ লক্ষ টাকার জন্য ১৫% দিতে হত। এরপর, ১২-১৫ লক্ষ টাকার জন্য দিতে হবে ২০% এবং ১৫ লক্ষ টাকার উপর দিতে হবে ৩০%।
তাহলে আসল লাভ হবে কাদের?
বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের বার্ষিক আয় ৬ লাখ থেকে ৭ লাখ টাকা ও ৯ লাখ থেকে ১০ লাখ টাকা, তার এই সংশোধনে উপকৃত হবেন সবথেকে বেশি। তাদের করের হার হয়েছে ১০% থেকে ৫% ও ১৫% থেকে ১০%। একইভাবে, যাদের আয় বার্ষিক ১০ লাখ টাকা তাকে এখন থেকে ৭-১০ লাখ টাকার আয়ের স্ল্যাবে কর দিতে হবে ১০ শতাংশ হারে। আগে যা দিতে হত ১৫ শতাংশ। দেশের যে সকল বাসিন্দাদের আয় ১৫ লাখ টাকা বা তারও বেশি, নতুন নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধির ফলে তাদের সঞ্চয় হবে ৭,৫০০ টাকা।