আপনি কি ব্যবসা করবেন বলে ভাবছেন? কিন্তু কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা নেই। আজ আমরা এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business Plan) নিয়ে এসেছি আপনার জন্য। এই ব্যবসাটি করে মাস শেষে মোটা টাকা রোজগার করা যায়। তাই দেরি না করে এই প্রতিবেদন থেকে ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন। আজ আপনাদের সঙ্গে পেঁয়াজ পেস্টের ব্যবসা সম্পর্কে জানাবো।এটি একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Business Plan) হতে চলেছে। ভারতে প্রচুর পরিমানে পেঁয়াজের ব্যবহার হয়।
Business Plan
যে কোনো আমিষ রান্নায় পেঁয়াজ তো লেগেই। ফলে সারা বছরই বাজারে পেঁয়াজের চাহিদা থাকে। তবে পেয়াজ বাজার থেকে গোটা কিনে খোসা ছাড়িয়ে কেটে ব্যবহার করতে হয়। যাতে অনেকটা সময় চলে যায়। আর বর্তমানে যেভাবে সময়ের মূল্য বাড়ছে, সবাই চায় একটু সময় বাঁচাতে। এ পরিস্থিতিতে যদি আপনি পেঁয়াজের পেস্ট প্যাকেজিং করে বিক্রি শুরু করেন, তাহলে আপনার ব্যবসা রমরমিয়ে চলবে।
কীভাবে পেঁয়াজ পেস্ট প্যাকেজিং ব্যবসা শুরু করবেন?
মাত্র ৪ লক্ষ ১৯ হাজার টাকা দিয়ে পেঁয়াজ পেস্ট প্যাকেজিং বিজনেস শুরু করা যায়। সম্প্রতি এই ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে KVIC. এই প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৪১৯০০০ টাকা খরচ করে এই ব্যবসা শুরু করা যায়। (Business Plan)
অসময়ে বৃষ্টিতে প্রচুর ক্ষতি, মাথায় হাত কৃষকদের!! ক্ষতিপূরণ দিতে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
যার মধ্যে বিল্ডিং শেড তৈরি করতে খরচ হবে ১ লক্ষ টাকা এবং ফ্রাইং প্যান, অটোক্লেভ স্টিম কুকার, ডিজেল ফার্নেস, মগ, কাপ ইত্যাদি কেনার জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ হবে। বাকি ২.৫ লক্ষ টাকা কাঁচা মাল সহ অন্যান্য জিনিসপত্র কিনতে হাতে রাখবেন। তবে আপনার কাছে যদি একসাথে এতগুলো টাকা না থাকে, তাহলে কেন্দ্র সরকারের মুদ্রা যোজনা থেকে ব্যবসার জন্য ঋণ নিতে পারবেন।
কীভাবে পেঁয়াজ পেস্ট বিক্রি করবেন?
পেঁয়াজ পেস্ট বাজারে বিক্রি করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথমত পেঁয়াজ পেস্টের কোয়ালিটি উন্নত মানের রাখতে হবে। একই সাথে প্যাকেজিং-এর প্রতিও বিশেষ নজর দিতে হবে। প্যাকেজিং যত সুন্দর হবে, তত গ্রাহকদের আকৃষ্ট করবে। বিক্রির জন্য আপনি আসে পাশের দোকান ধরতে পারেন। এছাড়া অনলাইনে ওয়েবসাইট তৈরি করেও আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। (Business Plan)
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, সারাজীবন প্রতিমাসে 50000 টাকা আয় করুন।
এই ব্যবসা থেকে কত টাকা উপার্জন করা যাবে?
একটি ইউনিট থেকে এক বছরে ১৯৩ কুইন্টাল পেঁয়াজ পেস্ট তৈরি করতে পারবেন। এই পেঁয়াজ পেস্ট বিক্রি করে ৭.৫ লক্ষ টাকা পাবেন। যার মধ্যে খরচ বাদ দিলে ১.৭৫ লক্ষ টাকা নিট লাভ থাকবে। তাই যদি ব্যবসা শুরু করার কথা ভাবেন, তাহলে অবশ্যই এই ব্যবসাটি শুরু করতে পারেন। (Business Plan)