বর্তমানে সকলেই চান উপার্জন করে নিজেদের ভরণপোষণ নিজেরাই চালাতে। অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন যারা পড়াশোনা করতে করতে কাজ করতে চান। তাঁদের বাড়িতে থেকে অর্থাৎ ওয়ার্ক কম হোম জব(Work From Home Jobs) হলে অনেকটাই সুবিধা হয়। আবার অনেক গৃহবধূ, ও শারীরিকভাবে দুর্বল, প্রতিবন্ধীরা রয়েছেন যারা নিজেদের হাত খরচা নিজেরাই চালাতে চান। তাই তাঁরাও ওয়ার্ক ফ্রম হোম(Work From Home Job) কাজের খোঁজ করতে থাকেন। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এমনই এক কাজের বিষয়, যেটা আপনি বাড়িতে বসে মাত্র দু-তিন ঘন্টা সময় দিয়ে করতে পারেন। ভাবছেন কি কাজ? আসুন তবে এই বিষয়ে বিস্তারিত জানা যাক।
Work From Home Job 2024
আমরা সবাই জানি বর্তমানে যে ওয়ার্ক ফ্রম হোম(Work from home) কাজের কদর বাড়ছে বিভিন্ন প্রান্তে। পড়াশোনা কিংবা সংসার সামলে অনেকেই এই কাজ করছেন। উপার্জনের টাকা দিচ্ছেন সংসারে। আবার অনেক পুরুষ ওয়ার্ক ফ্রম হোম(Work From Home Job) কাজে অংশ নিচ্ছেন পার্ট টাইম ভাবে। বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে মোমবাতি প্যাকিংয়ের কাজ। আপনিও যদি বাড়িতে বসে আয় করার বিকল্প খুঁজছেন এমন হয়ে থাকে, তাহলে মোমবাতি প্যাকিংয়ের কাজ করতেই পারেন। এটি হয়ে উঠতে পারে আপনার জন্য একটি ভালো সুযোগ। এই কাজ করে আপনি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা রোজগার করতে পারেন(Work From Home Job).
বাড়ি বসে সরকারি চাকরি! প্রতিমাসে ইনকাম 60,000 টাকা! এই সুযোগ মিস করবেন না
Work From Home Job Candel Packing
ওয়ার্ক ফ্রম হোম জবের(Work From Home Job)-এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় মোমবাতি প্যাকিংয়ের কাজের কথা। সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনিও এই কাজ করতে পারেন। তবে কাজের প্রক্রিয়া বুঝে তবেই কাজ শুরু করুন। নয়তো পরে গিয়ে সমস্যা হতে পারে। এই কাজ করে আপনি প্রতিমাসে ভাল টাকা উপার্জন করতে পারবেন। তবে কাজ শুরুর আগে থেকেই খেয়াল রেখে করতে হবে। না হলে প্রতারণার ফাঁদে পড়বেন। এই কাজ সম্পর্কে যে যে বিষয়গুলি অবশ্যই জানতে হবে সেগুলি এক নজরে জেনে নিন।
কিভাবে মোমবাতি প্যাকিংয়ের কাজ পাওয়া যায়
আপনি যদি এই কাজ শুরু করতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী মোমবাতি প্রস্তুতকারী কারখানা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। আপনি যোগাযোগ করার পর সেখান থেকে কাজের সুযোগ পাওয়া যাবে। সেই কোম্পানি কিংবা কারখানা আপনাকে মোমবাতি, প্যাকিং সামগ্রী ও কাজ শুরুর জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেবে। আপনাকে যেটা করতে হবে তা হলো মোমবাতিগুলি প্যাক করে কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে। আপনার কাজের মান অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে।
রাজ্যের জেলায় জেলায় 40,000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন! জানুন বিস্তারিত
এই কাজের জন্য কি কি সামগ্রী লাগবে?
মোমবাতি প্যাকিংয়ের কাজের জন্য আপনার খুব বেশি সরঞ্জামের প্রয়োজন নেই। আপনাকে শুধু এই কাজে মোমবাতি প্যাক করতে হবে, সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাছে পৌঁছে দিতে হবে কোম্পানির কাছে। এবার, প্রতিটি কোম্পানি সাধারণ প্রয়োজনীয় প্যাকিং সামগ্রীগুলি সরবরাহ করে থাকে, তাই দিয়ে কাজ শুরু করতে পারবেন। তবে, আপনার পরিচয়পত্র, ঠিকানা প্রমাণ, এবং যোগাযোগের নম্বর কোম্পানি চাইতে পারে। তাই এগুলি প্রস্তুত রাখবেন।
কিভাবে মাসে ৩০,০০০ টাকা রোজগার হবে
মোমবাতি প্যাকিংয়ের কাজে আপনার আয় নির্ভর করবে প্রধানত আপনার কাজের পরিমাণের উপর। এবার মনে করুন, আপনি যদি প্রতিদিন ২০ কেজি মোমবাতি প্যাক করেন, তাহলে আপনার প্রতিদিনের আয় হবে ১০০০ টাকা। সেক্ষেত্রে এক মাসে আপনার আয় হবে ৩০ হাজার টাকা। তবে আগেই বলা হয়েছে এই কাজে জালিয়াতি হাত থেকে সাবধান। তাই নির্ভরযোগ্য কোম্পানি দেখে কাজ শুরু করবেন।