রেশনে দুর্নীতি বন্ধ করতে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।

করোনা অতিমারির সময় থেকে সমগ্র দেশজুড়ে বিনামূল্যের রেশন পদ্ধতি কার্যকর করা হয়েছিল। তবে বর্তমানে করোনা মহামারী না থাকলেও ভারতের সাধারণ মানুষকে যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্যই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন পদ্ধতি বহাল রাখা হয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে সমগ্র ভারতের ৮০ কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিনামূল্যের রেশন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। তবে রেশন প্রক্রিয়া নিয়েও দুর্নীতির শেষ নেই। আর তাতেই রেশন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত রকম দুর্নীতির অবসান ঘটাতে কেন্দ্রীয় সরকারের এক নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিনামূল্যের রেশন ব্যবস্থাকে কেন্দ্র করে বেশ কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে শুরু করেছেন। এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা দরিদ্র সহায় সম্বলহীন রেশন গ্রাহকদের বঞ্চিত করে নিজেরা তাদের খাদ্য সামগ্রী গ্রহণ করছেন যার ফলে প্রয়োজনশীল নাগরিকরা বঞ্চনার শিকার হচ্ছেন এবং তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টা রূপায়ণ করা সম্ভব হচ্ছে না। আর এবারে এই সমস্ত সমস্যা দূর করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, যে সমস্ত নাগরিকরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন না পরবর্তীতে তারা বিনামূল্যের রেশনও পাবেন না। এখানেই শেষ নয়, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করা হলে, কেন্দ্রীয় সরকারের তরফে রেশন কার্ড পর্যন্ত বাতিল করা হবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায়।

আরও পড়ুন:- জিওর সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উদ্যোগ এই প্রথম নয়, ইতিপূর্বেও কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করে ৩০শে জুন ২০২৩ তারিখের মধ্যে আধার কার্ড ও রেশন কার্ড লিংক করার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে নতুন নির্দেশিকায় রেশন কার্ড ও আধার কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত করা হয়েছে। যেসকল সাধারণ জনগণ এখনো পর্যন্ত রেশন কার্ড ও আধার কার্ড লিংক করেননি তাদের সুবিধার কথা মাথায় রেখেই আধার কার্ড এবং রেশন কার্ড লিংক করার নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বরের পরও যেসকল নাগরিকরা রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন না তারা বিনামূল্যের রেশন থেকে বঞ্চিত হবেন, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুসারে।