আর কিছুদিন পরেই দুর্গাপুজো। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আর তার আগেই চলতি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির ঘোষণা সামনে আসছে। এর আগে লোকসভা ভোটের সময় সরকারি কর্মী দের মহার্ঘ ভাতা-সহ একাধিক ভাতা বেড়েছে। নোটিশ দিয়ে জানিয়েছে সরকার (Government Notice).
এর মধ্যে অতি সম্প্রতি সকল সরকারি কর্মীদের কথা মাথায় রেখে আনা হচ্ছে নতুন এক পেনশন স্কিম(Government Pension Scheme). আর সেই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত খুশি সকলে। তবে এর মাঝে এবারে সরকারি কর্মীদের জন্য নতুন নোটিশ জারি হলো(Government Notice). আর সরকারি কর্মীদের জন্য শুরু হলো কড়াকড়ি। যার ফলে সমস্যায় পড়তে চলেছেন রাজ্য সরকারের অধীনে কর্মরত লাখ লাখ কর্মী।
অবশেষে সুখবর! বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার! DA আন্দোলনের মাঝে খুশির জোয়ার সরকারি কর্মীদের
New Government Notice For Employees
বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার নয়া নিয়ম চালু করলো মোদী সরকার। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রত্যেক সরকারি কর্মী (Government Notice). কিন্তু কি জানানো হলো বিজ্ঞপ্তিতে? সরকারি কর্মীদের কি নির্দেশ দেওয়া হয়েছে? সূত্রের খবর, বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাড়ানো হচ্ছে ডিউটির সময়।
এবার থেকে আর সকাল নটা থেকে বিকেল পাঁচটা নয়! বরং কর্মীদের ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত (Government Notice). এবার থেকে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি অফিসেই মানা হবে এই নিয়ম। জিএসটি, ইনকাম ট্যাক্স, কাস্টমস থেকে শুরু করে প্রত্যেকটি অফিসে জারি থাকছে নিয়ম। জানলে অবাক হবেন, এই নিয়ম থাকছে শুধুমাত্র এ রাজ্যের সরকারি কর্মীদের জন্যই।
সরকারি কর্মীদের বেতন বাড়ছে একধাক্কায় 28,800 টাকা! কবে থেকে? বিস্তারিত জেনে নিন
Central Government Notice For Employees
প্রত্যেকটি সরকারি অফিসে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ নাইন টু ফাইভ কাজে অভ্যস্ত থাকেন প্রত্যেক কর্মী। অফিস আওয়ার্সের সাড়ে আটঘণ্টা ডিউটি টাইমের মধ্যে টিফিনের জন্য বরাদ্দ থাকে আধ ঘণ্টা সময়। বাকি আট ঘণ্টা কর্মীদের কাজ করতে হয়।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার এই নিয়মেই আরো কড়াকড়ি করা হচ্ছে। একটা সময় ছিল যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তাহে ছদিন করে ডিউটি করতেন অফিসে। যদিও পরবর্তীতে চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর সপ্তাহে পাঁচ দিন করে তাঁদের ডিউটির নিয়ম কার্যকর হয়। কিন্তু এবার ডিউটি আওয়ার্স নিয়ে কড়াকড়ি শুরু করলো সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, অধিকাংশ সময় সরকারি কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতো যে, তাঁরা ‘আসি যাই মাইনে পাই’ মনোভাব নিয়ে চলছেন। অর্থাৎ অফিসে এসেও তাঁরা অধিকাংশ সময়েই কাজ করছেন না। আবার সরকারি কর্মীরা প্রায় দিনের পর দিন অফিসে অনুপস্থিত থাকতেন বলেও অভিযোগ উঠতো।
আর সেই সমস্যার সমাধানের জন্য বায়োমেট্রিক হাজিরা বসানো হয়েছে প্রত্যেকটি সরকারি কার্যালয়ে ও অফিসে। তবে শুধু অফিসে উপস্থিত হওয়াই নয়, বিকেলের পর অনেককেই আর অফিসে দেখা যেত না। যার কারণে বহু মানুষ সমস্যায় পড়তেন।আমজনতার সুবিধার্থে তাই কড়াকড়ি সিদ্ধান্ত সরকারের। যার কারনে বাড়লো ডিউটির সময়। এবার থেকে আরও বেশিক্ষণ অফিসে থাকতে হবে কর্মীদের।