কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির দ্বারা সাধারণ মানুষ কতটা উপকৃত হন, সেটা আর আলাদা করে বলার নয় (Central Government Scheme)। সমাজের সকল স্তরের মানুষের জন্য সরকার নানান ধরনের জনকল্যাণকারী প্রকল্প (Central Government Scheme) চালু করেছে। কৃষক থেকে ব্যবসায়ী, ছাত্র -ছাত্রী থেকে সিনিয়র সিটিজেন সকলের জন্য সরকারের ভিন্ন ভিন্ন স্কিম (Central Government Scheme)।
কারিগরেরদের জন্যেও নতুন প্রকল্প চালু হয়েছে (Central Government Scheme) গত বছর থেকে। তবে সম্প্রতি এমন একটি প্রকল্প জনসাধারণকে অবহিত করা হচ্ছে, যে প্রকল্প এই সমাজের সচেতনতা বৃদ্ধি করছে তো ঠিকই। তার পাশাপাশি জনতাকে আর্থিক সুবিধা প্রদান করছে সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো এমন একটি সরকারি প্রকল্পের কথা (Central Government Scheme) সংশ্লিষ্ট প্রকল্পটি নরেন্দ্র মোদি সরকার চালু করেছিলেন কয়েক বছর আগেই।
অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না। কিন্তু সকলেরই উচিত এই প্রকল্প নিয়ে অবশ্যই অবহিত হওয়া (Central Government Scheme)। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের নাম কি? কিভাবে এই প্রকল্পে জমা করা যাবে আবেদন? প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন (Central Government Scheme)।
Central Government Scheme 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন উন্নয়নের স্বার্থে বেশ কিছু স্কিম আলাদা করে তৈরি করেছিলেন। সম্প্রতি তিনি আবার দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। লোকসভা ভোট ২০২৪ এর পর প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। আগের দুই বারের মতো এবার একচেটিয়া ভোট পেয়ে ক্ষমতায় আসেনি মোদি সরকার।
তার বদলে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই মসনদ দখল সম্ভব হয়েছে। তবে ক্ষমতায় আসার পর থেকেই দেশের সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদি সরকার বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। প্রকল্প রূপায়ণ (Central Government Scheme) তার মধ্যে অন্যতম। আবার পুরনো প্রকল্পগুলিকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করে তোলাও এক বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে (Central Government Scheme)।
সচেতনতার অভাবে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। বিশেষ করে যেখানে সেখানে শৌচকর্ম করার জন্য নানান ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায়। বহু প্রচারের পরেও ভারতের গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হয়নি। সকলের দাবি শৌচালয় বানানোর জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের স্বচ্ছলতা তাঁদের নেই।
আর সেই কারণেই এখনো ভারতবর্ষের বহু বাড়িতে নেই শৌচালয়। আর সেই কারণেই ভারত সরকার উদ্যোগ নিয়ে আমজনতার হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে। যাতে বাড়ি বাড়িতে তৈরি হতে পারে শৌচালয়। আর সেই কারণেই সরকার নিয়ে এলো নতুন একটি প্রকল্প। মাত্র কয়েক বছর হল এই প্রকল্পের সূচনা হয়েছে।
যারা জানেন না, তারা আজকের এই প্রতিবেদন থেকে প্রকল্প সম্পর্কে জেনে নিন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি ‘স্বচ্ছ ভারত মিশন’ এর অন্তর্গত। এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে আবেদন জমা করবেন? কিভাবেই বা আর্থিক সাহায্য পাবেন? বিস্তারিত তথ্য এখানে আলোচনা করা হলো।
কাদের ১২,০০০ টাকা দিচ্ছে সরকার?
প্রতিটি প্রকল্পের মতো কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত মিশনের’ অন্তর্গত এই ‘শৌচালয় প্রকল্পের’ ক্ষেত্রেও আবেদন যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে। ভারতবর্ষের নাগরিক যে সমস্ত মানুষ এই প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের জেনে নিতে হবে কারা এই প্রকল্পের জন্য উপযুক্ত। এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এমন পরিবারগুলি যারা ভারতের স্থায়ী অধিবাসী। যারা বাস করেন দরিদ্রসীমার নিচে।
যাদের বাড়িতে শৌচালয় নেই, নতুন করে শৌচালয় বানানোর জন্য আর্থিক জোর নেই। তারা সরকারি সাহায্যে শৌচালয় বানাতে পারেন। প্রকল্পে আবেদন জানিয়ে সাহায্য পাবেন। কেন্দ্রীয় সরকার শৌচালয় বানানোর জন্য সর্বমোট ১২,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করে। তবে এবার জেনে নেওয়া যাক প্রকল্পের আবেদন ক্ষেত্রে প্রয়োজনীয় নথি, এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে।
প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আপনিও যদি এই প্রকল্পে আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড থাকতে হবে। এছাড়াও আধার কার্ড, মোবাইল নম্বর, আপনার পরিচয়পত্র, ব্যাংক একাউন্ট, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর কি কি নথি লাগবে সেগুলি আবেদনের সময় জানতে পেরে যাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক আবেদন জানাবেন কিভাবে।
প্রকল্পের আবেদন জমা করবেন কিভাবে?
- প্রকল্পের আবেদন কিভাবে জমা করবেন, সেই বিষয়ে নিচে স্টেট বাই স্টেপ বলা হলো। আপনারা এভাবেই নিজেদের আবেদন জমা করুন।
- স্কিমে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে ‘স্বচ্ছ ভারত মিশন‘ -এর অফিশিয়াল ওয়েবসাইটে।
- এরপর, ওয়েবসাইটের ‘হোম পেজ’ খুললে সেখান থেকে ক্লিক করুন ‘সিটিজেন কর্নার’ অপশনে।
- এখানে আপনাকে ওপেন করতে হবে ‘অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL’ লেখাটি এবং সেখানে ক্লিক করুন।
- এর পরের ধাপে আপনার সামনে ওপেন হবে লগ ইন পেজ।
- এই পেজটি থেকে আপনি ক্লিক করুন ‘সিটিজেন রেজিস্ট্রেশন’ লেখায়।
- তারপর নিজের সমস্ত তথ্য যথাযথ ভাবে উল্লেখ করে রেজিস্ট্রেশন করে নিন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি পেয়ে যাবেন একটি আইডি-পাসওয়ার্ড।
- এবার আপনি আবার ক্লিক করুন সাইন ইন অপশনে।
- এরপর আপনাকে IHHL অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে।
- সবশেষে যাবতীয় নথি আপলোড করে আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে।
- আপনি যদি প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত হন, তাহলে সরকারি প্রকল্পে টাকা চলে আসবে সরাসরি আপনার ব্যাংক একাউন্টে।