Civic Volunteer Recruitment 2024 – রাজ্যে প্রথম সিভিক সম্মেলন, সিভিকদের সাথে ফোনে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer Recruitment) জন্য দারুন সুখবর! সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘ দিন ধরে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer Recruitment) একাধিক দাবি জানিয়ে আসছে। এবার এই দাবি প্রসঙ্গে সিভিকদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কী বললেন তিনি? আসুন জেনে নেওয়া যাক। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ, বোনাস বৃদ্ধি সহ একাধিক সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছে।

Civic Volunteer Recruitment

এই মর্মে গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্বাবধানে লাটবাগানে সিভিকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে কনফারেন্স কল করে সিভিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী লাটবাগানের সম্মেলনে প্রায় ৩০ হাজার সিভিক একত্রিত হয়েছিল। এই সম্মেলনে সিভিকদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, তৃণমূল সরকার ২ লক্ষ সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer Recruitment) নিয়োগ করেছে। এই সমস্ত সিভিক অবসর পাবে ৬০ বছর বয়সের পর। ইতিমধ্যে তাদের বোনাস ৫ হাজার ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় কোনো সিভিকের মৃত্যু হলে, ওই সিভিকের পরিবারের কোনো সদস্যকে চাকরি দেওয়ার পথও তৈরি করেছে রাজ্য সরকার।

রাজ্যে আবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন? জেনে নিন।

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, সিভিকরা দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছে, তার অনেকটাই পূরণ করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর বার্তা শুনে বেশ খুশি রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer Recruitment). কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক কর্মীদের মধ্যে বোনাস নিয়ে যে পার্থক্য ছিল তাও মিটয়ে ফেলা হয়েছে। অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫,৩০০ টাকা করা হয়েছে।

এদিকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই সিভিকদের বেতনও বৃদ্ধি করা হতে পারে। প্রসঙ্গত, এদিনের সিভিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের কমিশনার অলক রাজোরিয়া–সহ আরো অনেক বিশিষ্ট জনেরা। এদিন সিভিকদের উদ্দেশ্যে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‌পুলিশে ইউনিয়ন করা যায় না’।

 শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সপ্তম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুযোগ।

কিন্তু অ্যাসোসিয়েশন করা যায়। ওয়েলফেয়ার কমিটি তৈরি করে সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer Recruitment) অনেক দাবি আদায় করেছেন। খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের পাশে আছে।’‌ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরো জানিয়েছেন যে, সিভিক ভলেন্টিয়াররা অবসরের পর যাতে থোক টাকা পায়, তার ব্যবস্থাও করা হবে। সিভিকদের জন্য আর কী কী সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী, তাই দেখার।

Leave a Comment