Cleark Recruitment: উচ্চমাধ্যমিক পাশে সরকারি সংস্থায় ক্লার্ক নিয়োগ! মাসে বেতন 81,100/- টাকা! আবেদন করুন অনলাইনে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা এতদিন চাকরি খুঁজছিলেন তাঁদের জন্য ভালো খবর। সরকারি সংস্থায় নতুন করে প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ হচ্ছে(Cleark Recruitment). আবেদন জানাতে পারবেন রাজ্যের প্রত্যেক চাকরি প্রার্থী তরুণ তরুণী। উচ্চমাধ্যমিক পাশে আবেদন জমা চলছে(Cleark Recruitment).

এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে ‌নতুন নিয়োগের ভ্যাকেন্সি ডিটেলস, মোট শূন্যপদ, চাকরির বেতন, আবেদনের জন্য যোগ্যতার মানদন্ড, কিভাবে আবেদন জানাবেন অনলাইনে নাকি অফলাইনে, আবেদন জমা দেওয়ার পর কিভাবে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে অর্থাৎ এই নিয়োগের সিলেকশন প্রক্রিয়া। সমস্ত তথ্য উল্লেখ করা রইল আজকের এই প্রতিবেদনে। আপনারা যারা আগ্রহী, এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিন।

Cleark Recruitment 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হল। যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখানে প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে। প্রার্থী নিয়োগ করা হবে ১৮০০ এর অধিক শূন্যপদে। যে সকল চাকরি প্রার্থী যুবক যুবতী ক্লার্ক পদে চাকরির জন্য জমা করতে চান নিজেদের আবেদন, তাঁরা আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন। কারণ এখানে উল্লেখ করা হয়েছে যোগ্যতার মানদন্ড এবং বাকি ডিটেলস। আসল শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে আরো ডিটেলসে জানা যাক।

২) শিক্ষাগত যোগ্যতা

সরকারি সংস্থার ক্লার্ক পদে আবেদন জানাতে হলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ যদি আপনি একজন উচ্চ মাধ্যমিক পাস চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিয়োগে আবেদন জমা করতে পারেন। আপনাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।

অষ্টম শ্রেণী পাশে চাকরি দিচ্ছে পোস্ট অফিস! বেতন 19,990 টাকা! আবেদন জানান অফলাইনে

৩) বয়সসীমা

এই নিয়োগের আবেদন জমা করতে হলে প্রার্থীদের বয়স কত হওয়া জরুরী? বিজ্ঞপ্তি থেকে জানা যায় আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। ‌যদিও এসসি, এসটি, প্রার্থীরা পাঁচ বছরের ওবিসি প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন। অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ছাড় থাকছে এই নিয়োগের বয়স সীমায়।

৪) আবেদন জানাবেন কিভাবে

সরকারি সংস্থার ক্লার্ক পদে আবেদন জানাতে হলে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে। তারপর সেখান থেকে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হলে পুনরায় লগইন করবেন। তারপর আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এরপর যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি সাবমিট করবেন। এরপর জমা করুন আবেদন মূল্য। এবার আপনার আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিগুলি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট মারফত সাবমিট করে দিন। তাহলেই আপনার আবেদন জমা হয়ে যাবে। আবেদন জমা করার পর তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন।

রাজ্য পঞ্চায়েতে 6552 পদে নিয়োগ। অষ্টম শ্রেণী পাশে চাকরি! কবে থেকে কিভাবে আবেদন জেনে নিন

৬) আবেদনের সময়সীমা

আপনি যদি এই নিয়োগের আবেদন জমা করতে চান তাহলে কবে পর্যন্ত আবেদন সাবমিট হবে সেটি অফিসিয়াল ওয়েবসাইট মারফত জেনে নিন। বাকি সমস্ত ডিটেলস ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।

৭) নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগের সিলেকশন প্রক্রিয়া চলবে তিনটি ধাপে। প্রথমে প্রার্থীদের নেওয়া হবে কম্পিউটার টেস্ট। তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা। এই দুটি ধাপে যারা নির্বাচিত হবেন, সেই সকল প্রার্থীরা ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। সবশেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট শূন্যপদে।