কোনো প্রকার ঝঞ্ঝাট ছাড়াই দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করবেন কিভাবে, জেনে নিন।

ভারতের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সাধারণ জনগণ প্রত্যেকদিন নানাবিধ প্রয়োজনের খাতিরে ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারতের প্রায় ৫০ লক্ষ মানুষ প্রতিনিয়ত ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। বর্তমানে ভারতের যেকোনো প্রান্তের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে মূল মাধ্যম হয়ে উঠেছে ট্রেন, তা সে লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন। আর তাতেই ভারতীয় রেলের তরফেও বিভিন্ন সময় সাধারণ জনগণের সুবিধার খাতিরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেও নানান সময়ে বহু মানুষ দূরপাল্লার ট্রেনগুলির কনফার্ম টিকিট পান না, যার কারণে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে কর্মসূত্রে দূরে বসবাসকারী সাধারণ জনগণকে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। আর তাই আজকের এই পোস্টে আমরা কোনরকম সমস্যা ছাড়াই দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।

কিভাবে দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া সম্ভব?

মূলত কর্মসূত্র দূরে বসবাসকারী নাগরিকরা অথবা পরিযায়ী শ্রমিকরা পুজোর সময় বাড়িতে ফিরে থাকেন সুতরাং এই সময় ট্রেনে ভিড় হওয়াটা ভীষণ স্বাভাবিক। অন্যদিকে গ্রীষ্ম মরশুমে কিংবা শীতের মরশুমে প্রচুর মানুষ পাহাড়ে কিংবা সমুদ্রে অথবা সমগ্র দেশের বিভিন্ন প্রান্তের পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে থাকেন, যার কারণে ধুর ট্রেনের টিকিট পাওয়া ভীষণ মুশকিল হয়ে ওঠে। ফলত প্রচুর মানুষ বিভিন্ন প্রয়োজনে এই সমস্ত ট্রেনে টিকিট পাওয়ার চেষ্টা করলেও কনফার্ম টিকিট পান না, যার কারণে এই সমস্ত নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সমস্যা যখন রয়েছে তার সমাধানও রয়েছে।

আরও পড়ুন:- কেন্দ্রের তরফে নতুন আবাস যোজনা কার্যকর করা হলো, মিলবে ৮০ হাজার টাকার অনুদান।

আর এই সমস্যার সমাধানে বলতে হয় যে, আপনি যদি দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে গিয়ে কনফার্ম টিকিট না পান তবে নিজের গন্তব্যের পরের স্টেশনে কিংবা দু-তিনটি স্টেশন পরে যে স্টেশন রয়েছে ওই স্টেশন পর্যন্ত টিকিট বুক করার চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনি A স্টেশন থেকে B স্টেশন পর্যন্ত যেতে চাইছেন কিন্তু কনফার্ম টিকিট পাচ্ছেন না, তাহলে কনফার্ম টিকিট পাওয়ার জন্য আপনি B স্টেশনের পরবর্তী স্টেশন অর্থাৎ C স্টেশন কিংবা তার কয়েকটি স্টেশন পরবর্তী D স্টেশনের জন্য টিকিট বুকিং করার চেষ্টা করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনাকে টিকিটের জন্য খানিকটা বেশি মূল্য দিতে হলেও কনফার্ম টিকিট পেয়ে যাওয়ার একটি আশা রয়েছে।

তবে সব ক্ষেত্রেই যে বেশি মূল্য নিতে হবে তার কোনো মানে নেই। অনেকাংশেই দেখা যায় এইভাবে টিকিট বুকিং করলে নিজের গন্তব্য ষ্টেশনের টিকিটের মূল্যেই নাগরিকরা অন্য স্টেশনের কনফার্ম টিকিট পেয়ে থাকেন এবং স্বচ্ছন্দে যাত্রা করতে পারেন। এমনকি এই পদ্ধতিতে টিকিট বুক করলে তৎকাল টিকিটের ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাওয়া সম্ভব। যদিও এই পদ্ধতিতে টিকিট কাটলে প্রত্যেকবার কনফার্ম টিকিট পাওয়া যাবে এরূপ কোন নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া যায় না। সুতরাং আপনিও যদি দূরপাল্লার ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তবে এই পদ্ধতিতে নিজের ট্রেনের টিকিট বুকিং করার চেষ্টা করে দেখতে পারেন, ভাগ্য সহায় হলে আপনি উক্ত ট্রেনের কনফার্ম টিকিট পেয়ে যাবেন।

Scroll to Top