Cooking Oil Price 2024: একলাফে কমলো সর্ষের তেলের দাম। প্রতি লিটারে কত কমছে? নতুন দামে বাড়তি লাভ ক্রেতার

দৈনন্দিন মূল্যবৃদ্ধির বাজারে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে পরবর্তীতে কি অবস্থা হবে তাই নিয়ে চিন্তায় আমজনতা। রান্নার তেল (Cooking Oil Price) প্রত্যেক ঘরে প্রয়োজনীয়। কিন্তু মাসকাবারি বাজার করতে গিয়ে সর্ষের তেলের দাম দেখে চোখ কপালে ওঠার জোগাড় (Cooking Oil Price)।

এমন পরিস্থিতিতে জানা যাচ্ছে, রান্নার তেল অর্থাৎ সরষের তেলের দাম নাকি কমতে চলেছে (Cooking Oil Price)। এক লাফে নাকি অনেকটাই কমছে রান্নার তেলের দাম। (Cooking Oil Price) সেক্ষেত্রে লিটার প্রতি কত হবে নতুন দাম? কত টাকা দামে সর্ষের তেল কিনতে পারবেন সাধারণ মানুষ? (Cooking Oil Price) আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করব।

Cooking Oil Price 2024

বিগত কয়েক মাস ধরে সমস্ত জিনিসেরই দাম অনেকটাই বেড়েছে। রান্নার গ্যাস থেকে বাজারে চাল, চিনি, শাক-সবজি থেকে ফলমূল সবটাই যেন জনতার নাগালের বাইরে (Cooking Oil Price)। এখন দৈনন্দিন জীবনযাপন কিভাবে চলবে তাই নিয়ে মধ্যবিত্ত, থেকে নিম্নবিত্ত সবার কাছেই প্রতিদিনের চিন্তা (Cooking Oil Price)। সকলেই চাইছেন সরকার একটা বন্দোবস্ত করুক। যদিও উপর মহল থেকে দাম কমানোর কোন নামই নেই।

এমতাবস্তায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এখনই যদি দাম এতটা বাড়ে তাহলে আগামী দিনে কি হবে? মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষ লড়াই করে বাঁচবে কিভাবে? যদিও প্রশ্নের কোন সঠিক উত্তর না মিললেও সম্প্রতি রান্নার তেলের দাম কমার খবর সকলকেই খুশি করল। এখন জেনে নিতে হবে রান্নার তেলের দাম কতটা কমেছে, কতটা কম দামে সাধারণ মানুষ এবার সর্ষের তেল কিনতে পারবেন। আর সেই বিষয়ে আলোচনা রইল এই প্রতিবেদনে।

Ration Card 2024: বিরাট ঘোষণা! রেশন কার্ড থাকলেই ৪ টি নতুন সুবিধা দিচ্ছে সরকার। চারিদিকে হুলুস্থুলু পড়ে গেল

বাংলায় কমছে সরষের তেলের দাম?

গরম কমে ইতোমধ্যে সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয়। মৌসুমী বায়ুর আগমনে দেশের বেশ কয়েকটি রাজ্যে জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আর বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে আমাদের শস্য-শ্যামলা দেশে শাকসবজি, ফলমূল খাদ্যশস্য সহ সমস্ত কৃষিজ উৎপাদন ভালো হবে বলেই ধারণা করা হচ্ছে।

আর কৃষিজ উৎপাদন ভালো হলে অবশ্যই সেই সকল জিনিসের দাম কমার সম্ভাবনা ও বাড়ছে। যদি বৃষ্টিপাত আরো ভালো হয়, ভারত ও পশ্চিমবঙ্গের কৃষিজ উৎপাদন আশানুরূপ হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় শুধু সরষের তেল নয় সব কিছুরই দাম কমবে। আর সেই অনুমান করেই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

আমাদের দেশ খুব ধনী দেশ নয়। তাই যদি জিনিস পত্রের দাম কমে তবে নিম্নবিত্ত মানুষদের সুবিধা হয়। প্রত্যেকের পকেটে প্রচুর অর্থের যোগান থাকে না। এই দেশে বসবাসকারী মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ জন সব সময়ই আশা করে থাকে, সরকার মূল্য বৃদ্ধির বাজারে আমজনতার অবস্থা বুঝুক। কিংবা দোকানে জিনিসপত্রের দাম কমুক, যাতে তারা ভালোভাবে জীবন-যাপন করতে পারেন।

সর্ষের তেল-সহ অন্যান্য দরকারী জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে নাভিশ্বাস পরিস্থিতি সবার। একটু দাম কমলে সাধারণ মানুষের পকেটের চাপ কমে, মাসের শুরুতে স্বস্তি আসে। ‌বাংলায় সর্ষের তেলের দাম প্রতিনিয়ত ‌বদল হচ্ছে। যার ওপর প্রভাব পড়ছে কেনাবেচার।

এখন যদি সর্ষের তেলের দাম কমে তাহলে‌ জনতা ভবিষ্যতের জন্য সেটি কিনে রাখতে পারেন। ‌আর সেটি সবার জন্যই অনেক উপকার হবে। বর্তমানে কিছু কিছু জায়গা আছে যেখানে, রান্নার জন্য সরষের তেলের দাম মোটামুটি লিটার প্রতি ১৪০ টাকা। কোথায় কেমন দাম সর্ষের তেলের? আসুন সেই হিসাবটা জেনে নেওয়া যাক।

Ration Card: বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন। রেশনের নিয়মে বড় বদল!

সরষের তেলের কোথায় কি রকম দাম?

পশ্চিমবঙ্গের রান্নার তেল হিসেবে মূলত সরষের তেল ব্যবহার করা হয়। তাই সর্ষের তেলের দামের ওঠানামা প্রভাবিত করে সাধারণ মানুষকে। তাই আগেই জেনে নিতে হবে কোথায় কি রকম দাম সরষের তেলের। পশ্চিমবঙ্গের দাম কত হলো? পশ্চিমবঙ্গের বাইরেই বা কোথায় সর্ষের তেলের দাম কততে পৌঁছালো? সমস্ত হিসেব আপনার সামনে। এক নজরে দেখে নিন কোথায় কি রকম দাম সর্ষের তেলের।

ভারতবর্ষে সরষের তেলের দাম এক নজরে আগ্রায় সরষের তেলের দাম হয়েছে লিটার প্রতি ১৪০ টাকা। আলিগড়ে সরষের তেলের দাম হলো লিটার প্রতি ১৩৮ টাকা। গাজিয়াবাদে সরষের তেলের দাম দেখা যাচ্ছে লিটার প্রতি ১৪২ টাকা। গৌতম বুদ্ধনগরে সর্ষের তেলের দাম বর্তমানে প্রতি লিটারে ১৩৮ টাকা।

এছাড়া খুচরো বাজারে সর্ষের তেলের দাম হলো লিটার প্রতি ১৪০ টাকা, সাহানাপুরে লিটার প্রতি ১৩৮ টাকা দামে বিক্রি হচ্ছে সর্ষের তেল। আর হাপুরে ও সর্ষের তেলের দাম লিটার দাম দেখা যাচ্ছে লিটার প্রতি ১৪০ টাকা। তবে খেয়াল রাখতে হবে, সরষের তেলের দাম কম হলে সেটি কিনে রাখাই ভালো। কারণ পরবর্তীতে দাম আবার পরিবর্তিত হতে পারে।

Scroll to Top