সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে(DA Hike). খুব সম্ভবত, সেপ্টেম্বর মাসে সুখবর পাবেন সবাই। কেন্দ্রীয় সরকারের তরফে মহার্ঘ ভাতা(DA Hike) বৃদ্ধির ঘোষণা হবে। খবর মিলছে, আরো ৪ শতাংশ ডিএ বাড়াবে সরকার। বর্তমানে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ৪ শতাংশ ডিএ বাড়লে(DA Hike) মহার্ঘ ভাতার হার হবে ৫৪ শতাংশতে। সেক্ষেত্রে বেতন কতটা বাড়বে? জানেন সেই হিসেব? আসুন এবার একনজরে জানা যাক।
পুজোর আগে রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি! পকেট ভরতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের
Central Government DA Hike 2024
সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মী দের বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছে খুব শীঘ্রই। সেপ্টেম্বর মাসেই নাকি ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র(DA Hike). ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কাজ করা শুরু করেছে। সকলেই এই ধারণা করে রয়েছেন যে, এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ শতাংশ। সেক্ষেত্রে ডিএ ও ডিআর বৃদ্ধি পেয়ে পৌঁছতে পারে ৫৩ থেকে ৫৪ শতাংশতে(DA Hike). তবে এও শোনা যাচ্ছে শুধু মাত্র ডিএ বৃদ্ধির ঘোষণা নয়, এর পাশাপাশি আরো বেশ কিছু নতুন আপডেট আসতে পারে। সমস্ত আপডেট সরকারি কর্মীদের স্বার্থে পরিচালিত হবে।সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে! সেপ্টেম্বরের ‘এই’ তারিখে আসছে DA বৃদ্ধির ঘোষণা
DA Hike and Salary Hike Update
শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদি সরকার কর্মীরা এবং পেনশনভোগীদের জন্য আরো বেশ কিছু সুবিধা আনতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়(DA Hike), সরকারি কর্মীদের কম্যুটেশন বৃদ্ধি, প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়, এবং নতুন বেতন কমিশন গঠনের সম্ভাবনা দেখা দিচ্ছে। সাধারণত বছরে দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকার। একবার বছরের প্রথম দিকে ও একবার বছরের মাঝামাঝি সময়।
২০২৪ সালের প্রথমেই ৪ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল কেন্দ্র(DA Hike) তবে লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে কর্মীদের। তাই তিন থেকে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির(DA Hike) আশা করে রয়েছেন তাঁরা। স্বাভাবিক ভাবেই ডিএ বাড়লে সরকারি কর্মীদের বেতন বাড়বে। কিন্তু কতটা বৃদ্ধি পাবে বেতন? এবার সেই হিসেবে নজর দেওয়া যাক।
মনে করা যাক, একজন সরকারি কর্মী প্রতিমাসে বেতন পান ১৮ হাজার টাকা। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা যদি বৃদ্ধি পায় অর্থাৎ ৪ শতাংশ ডিএ বাড়লে কর্মী দের বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৭২০ টাকা। ফলে সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি পাবে ৮৬৪০ টাকা। আর যদি একজন সরকারি কর্মীর বেতন ২০ হাজার টাকা হয়, তাহলে চার শতাংশ ডিএ বাড়লে সেই সকল কর্মীদের বার্ষিক বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৯৬০০ টাকা।
পাশাপাশি, সরকারি কর্মীদের মূল বেতন ২৫ হাজার টাকা হলে প্রতিমাসে স্যালারির সঙ্গে যুক্ত হবে ১০০০ টাকা। আর বার্ষিক বেতনের সঙ্গে যুক্ত হবে ১২ হাজার টাকা। ৩০০০০ টাকার বেতন পাওয়া সরকারি কর্মী চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর মাসে অতিরিক্ত বারোশো টাকা পাবেন। বার্ষিক বেতনের সঙ্গে যুক্ত হবে ১৪ হাজার ৪০০ টাকা। একজন ৫০ হাজার টাকা বেতন পাওয়া সরকারি কর্মী মাসিক ২ হাজার টাকা অতিরিক্ত পাবেন। আর বার্ষিক ২৪ হাজার টাকা অতিরিক্ত পেয়ে যাবেন।