রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। চলতি বছর পুজোর মরশুমে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির (DA Hike) খবর এল। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবি তুলছিলেন। তাই এবার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। দিন কয়েক আগেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধি হবে। আর তার মাঝেই রাজ্য সরকারের তরফে জানানো হলো, এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদেরও। কতটা বাড়বে ডিএ? আসুন জেনে নেওয়া যাক।
DA Hike For State Government Employees
পুজোর মরশুমে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। অন্তত তেমনটাই জানা যাচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের সরকার তরফে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মীদের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করে। জানা যাচ্ছে আরও তিন থেকে চার শতাংশ ডিএ বাড়বে কর্মীদের। সেক্ষেত্রে মহার্ঘ ভাতার হার পৌছবে ৫৩ থেকে ৫৪ শতাংশে। তবে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরাও মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর পাচ্ছেন।
চাকরি না করেও মাসে মাসে মিলবে পেনশন! সরকারের এই দুর্দান্ত প্রকল্পে নাম লেখাবেন কিভাবে? জানুন
DA Hike In Madhyapradesh Update 2024
সম্প্রতি একটি সম্ভাবনা সামনে আসছে, যেখানে বলা হয়েছে দীপাবলীর আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের সরকার। পুজোর আবহে আরো এক দফায় বৃদ্ধি পাচ্ছে মহার্ঘ ভাতা। মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন ৪৬ শতাংশ হারে। এবার ফের এক বার ডিএ বৃদ্ধি পেলে আরো ৩-৪% ডিএ বাড়ানো হতে পারে বলে খবর।
পুজোর গিফট! একলাফে ৯% ডিএ বৃদ্ধি করলো সরকার! খবর পেতেই তুমুল আনন্দে রাজ্য সরকারি কর্মীরা
শুধু তাই নয়, জানা যাচ্ছে যে আগামী ২০২৫-২৬ অর্থবর্ষর মধ্যে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ধাপে ধাপে ১৮ শতাংশ হারে বাড়ানো হতে পারে। তবে শুধু তাই নয়, ডিএ-র পাশাপাশি ডিআর বাড়বে পেনশন ভোগীদের। একইসঙ্গে ডিএ ও ডিআর বৃদ্ধির সুখবর শুনে রীতিমতো খুশি সেই রাজ্যের সরকারি কর্মীরা। সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, কবে সরকারের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক মহার্ঘভাতা বৃদ্ধির এই খবরটি কেবলমাত্র প্রযোজ্য মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) মামলা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন। বর্তমানে সেই মামলার নিষ্পত্তির অপেক্ষায় আছেন বাংলার হাজার হাজার সরকারি কর্মী। আশা করা যাচ্ছে, শীর্ষ আদালতের রায় আসবে তাঁদের দিকেই। তারই অপেক্ষায় দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা।