DA Hike 2024: পুজোর গিফট! একলাফে ৯% ডিএ বৃদ্ধি করলো সরকার! খবর পেতেই তুমুল আনন্দে রাজ্য সরকারি কর্মীরা

উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের মুখে ফুটল হাসি। অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধি পেল কর্মীদের (DA Hike). আর ২ শতাংশ, ৩ শতাংশ নয়, একলাফে ৯ শতাংশ ডিএ বাড়লো তাঁদের। ভাবতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি! এই দুর্গাপুজোর আবহে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর পেতে আনন্দে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা। অনেকেই বলছেন অবশেষে এত দিনের অপেক্ষা সকল হল। অক্টোবরের শুরুতে ডিএ বৃদ্ধির (DA Hike) সুখবর নিঃসন্দেহে সরকারি কর্মীদের জন্য আনন্দের কারণ হলো।

সরকারি কর্মীদের ডিএ-র পরিমান বৃদ্ধি 15 শতাংশ, কারা পাবেন? জেনে নিন।

DA Hike In October 2024

চলতি বছরের গত ১৭ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, সরকারি কর্মীদের ডিএ ৯% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। অন্তত সেই সম্পর্কিত একটি ধারণাচিত্র‌ দেখেছিলেন কর্মীরা।এর ফলে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ২৩০% হারে। এরপর ফের একবার বৃদ্ধি করা হলো তাদের ডিএ। এক লাফে মহার্ঘ ভাতা বাড়ল ৯% হারে। ফলে বর্তমানে সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াল ২৩৯%। ইতোমধ্যে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত হারে ডিএ।

পুজোর মরশুমে সুখবর! বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। নতুন নোটিশ জারি করল সরকার

সম্প্রতি যে খবর মিলেছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সরকারি তরফে অনুমোদন দেওয়া হয়েছে। আর ডিএ বাড়লে রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা! সূত্রের খবর, কিছুদিন আগেই সিকিম সরকারের (Government of Sikkim) তরফ থেকে ‘অল ইন্ডিয়া সার্ভিসেস’এর অন্তর্গত যে সকল কর্মীরা ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পান, সেই সকল কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

DA Hike New Update 2024

প্রসঙ্গত উল্লেখ্য, সিকিম রাজ্যে কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন। সেখানকার রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে মাইনে এবং মহার্ঘ ভাতা পাচ্ছেন। নতুন ঘোষণা অনুসারে সিকিমের যে সকল সরকারি কর্মী সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছিলেন, তাঁদের ডিএ বাড়ানো হয়েছে। আর সেটাই সকলের জন্য খুশির খবর।‌ ইতোমধ্যে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। তবে কবে ডিএ বৃদ্ধি হবে সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি। সরকারি কর্মীরা অপেক্ষায় আছেন মোদি সরকারের সিদ্ধান্ত শোনার জন্য।