Dearness Allowance – DA নিয়ে ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনে নিন DA এর শতাংশ।

লোকসভা ভোটের আগে আবার মমতা ব্যানার্জি একটি দুর্দান্ত সুসংবাদ দিলেন (Dearness Allowance). সুতরাং ভোটের আগের তোরজোড় ব্যপক। এই সংবাদটি ছাড়াও মমতা ব্যানার্জি একের পর এক ধামাকা খবর ঘোষণা করে চলেছে। ভোটে তার পক্ষে জনসংখ্যা বাড়ানোর এক অভিনব পন্থা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি Dearness Allowance নিয়ে বড় ঘোষণা করেন। দৈনন্দিন জীবনে জিনিস পত্রের যে পরিমাণে দাম বাড়ছে সেই কারনে জনসাধারনের DA নিয়ে অভিযোগও বাড়ছে, রোষের মুখে পড়ছে সরকার।

Dearness Allowance Hike for Government Employees

বহু বছর ধরেই DA নিয়ে আন্দোলন চলে আসলেও সম্প্রতি দফায় দফায় একাধিক আন্দোলন করেছে সরকারি কর্মীরা। সেই জন্য দুই দফায় Dearness Allowance বাড়িয়েছেন মমতা ব্যানার্জি। পর পর দুবার ডি-এ বাড়ানোর পরও সন্তুষ্ট হননি কর্মীরা। তাদের দাবি বেশি শতাংশে DA বাড়াতে হবে তাদের। বাজেটের সাথে পাল্লা দিয়ে তারা আর পেরে উঠছেনা। তাছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি অন্য রাজ্যগুলিতে DA এর হার বেশি।

সরকারি কর্মীদের ডিএ-র পরিমান বৃদ্ধি 15 শতাংশ, কারা পাবেন? জেনে নিন।

DA আন্দোলনের সবচেয়ে বড় মুখ্যপাত্র ভাস্কর ঘোষ জানান, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কেন্দ্রীয় হারে DA দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদেরও। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, সেই Dearness Allowance এর হার নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর ক্ষেত্রে যা হয়ে থাকে। তিনি বলেন, “বিগত 12 বছর ধরে এই সরকার আসার পর থেকে 2টো বেতন কমিশন এসেছে।

তাও আবার মমতা ব্যানার্জি 22 th ডিসেম্বর প্রথমবারের মতো DA বৃদ্ধির ঘোষণা করেন যা অত্যন্ত নিম্নতম একটা শতাংশে। তারপরে চলতি বছর 2024 এর 4 শতাংশ করে বাড়িয়েছে আমদের রাজ্য সরকার যা কার্যকর হবে এই বছরই মে মাসের থেকে। 14 শতাংশ হারে ডিয়ারনেস আলাউন্স পাবেন সরকারি চাকুরিজীবীরা। তার পরেও অন্যান্য ষ্টেট গুলির সাথে অনেক শতাংশে ফারাকটা থেকেই যাচ্ছে।

পশ্চিমবঙ্গে আরও একদফায় DA বাড়বে। সরকারি কর্মীরা কত টাকা বেশি বেতন পাবেন?

কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের DA এর ফারাকটা গিয়ে দাঁড়াচ্ছে 36 শতাংশ। কেন এই ব্যবধান? জানতে চাইছেন সাধারন জনগন। তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না এর ফলে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে, জীবনযাত্রার মান পরে যাচ্ছে। কবে ঘুচবে এই ব্যবধান? জানতে চাইছেন তারা। এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের পেজে চোখ রাখুন।

Scroll to Top