DICGS Corporation – নিশ্চিন্তে থাকুন! ব্যাংক বন্ধ হলেও ফেরত পাবে এই পরিমাণ টাকা।

DICGS Corporation যার সম্পূর্ণ নাম Deposit Insurance and Credit Guarantee Corporation হল এমন একটি সংস্থা যেটি সরকার স্বশাসিত। যার মাধ্যমে ব্যাংক বন্ধ হয়ে গেলে বা দেউলিয়া হয়ে গেলেও পাবেন বিমা। 2024 সালের শুরুতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একাধিক কো-ওপারেটিভ ব্যাংকের লাইসেন্স বন্ধ করেছে। এর তালিকায় আছে paytm সহ Finance যার লাইসেন্স বন্ধ করেছে RBI. ফেব্রুয়ারি মাসে 29 তারিখের মধ্যে সমস্ত ধরনের লেনদেন এখনে বিচ্ছিন্ন করা হচ্ছে।

Guide to Deposit Insurance DICGS Corporation

বিগত বেশ কিছু বছর ধরেই একাধিক ব্যাংককে দেউলিয়া হতে দেখা যায়। যার মধ্যে 2019 সালের বৃহৎ পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে যায়, এবং এর প্রভাব মানুষের মধ্যে খুব বিপজ্জনক ভাবেই পড়েছিল। নামে কো-অপারেটিভ ব্যাংক হলেও এখানে সার্ভিস হোল্ডারের সংখ্যা ছিল বিপুল পরিমাণে। ভারতে এমন অনেক  বেসরকারি ব্যাংক, সংস্থা আছে যেখানে গ্রাহকের সংখ্যা অনেক।

সুদের হার বাড়লো! কত দিনের জন্য কত টাকা রাখলে পাবেন ভালো রিটার্ন?

রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানলেই বন্ধ হচ্ছে এই সমস্ত আর্থিক সংস্থা। বেসরকারি ব্যাঙ্কের মালিকানার ক্ষেত্রে কোন‌ও ব্যক্তি বা একক সংস্থা সংখ্যাগরিষ্ঠ শেয়ারের অধিকারী হতে পারে না।কোনও ব্যক্তি বা সংস্থা ব্যাঙ্কের আমানত নিজের খেয়ালখুশি মতো যাতে খরচ করতে না পারে। এখানে আমানতকারীদের পড়তে হচ্ছে দুশ্চিন্তার মুখে। তারা তাদের আমানত জমা রাখার ফলে চিন্তায় থাকছেন সেই আনানত তারা আদৌ ফেরত পাবে কিনা।

গ্রাহদের দুশ্চিন্তা দূর করার জন্য আজ আপনাদের সাথে আলোচনা করব এক সংস্থার যার নাম ডিপোসিট ইন্সরেন্স অ্যান্ড গ্যারেন্টি কর্পোরেশন বা DICGS Corporation. দেশের ভবিষ্যৎ ও গ্রাহকদের আমানতের কথা ভেবে RBI নির্দেশিত একাধিক নিয়ম না মানলে বাতিল হবে লাইসেন্স। লাইসেন্স বাতিল হয়ে গেলে তার পক্ষে আমানতকারী অর্থাৎ গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব হয় না।

DICGS Corporation হল এমন একটি সংস্থা যেখানে প্রত্যেক আকাউন্টের প্রত্যেক গ্রাহকের ইন্সরেন্স করা থাকে। যার মারফৎ আপনারা কোনো ব্যাংক বা কন আর্থিক সংস্থা ইন্সল্ভেন্ট হয়ে গেলেও কিছু পরিমাণ টাকা আপনি এখানে পেতে পারেন। ঠিক যেমনটা বিমা কোম্পানিগুলি দিয়ে থাকে। আপনার জমানো বা কারেন্ট বা যেকোনো আকাউন্টি থাকুন না কেন আপনি যদি ভেবে থাকেন সম্পূর্ণ টাকাই আপনি ফেরত পাবেন। তবে আপনার সেই ধারনা আকদন ভুল।

বন্ধন ব্যাংক লোন নিয়ে স্পেশাল অফার! গ্রাম শহরের সবাই পাবে

DICGS Corporation সংস্থার মাধ্যমে আপনি যত টাকাই রাখুন 5 লক্ষ টাকার বিমার সুবিধাই আপনি পাবেন। অর্থাৎ কন ব্যক্তি 5 লক্ষ টাকার অপরে জমা করলে তিনি 5 লাখ টাকাই ফেরত পাবেন মানে তার বাকি টাকা ঝারের খাতায়। আর কোনো ব্যক্তি যদি 5 লাখের কম জমা করে থাকেন তবে সে সম্পূর্ণ টাকাই ফেরত পেয়ে যাবেন। অধিক আমানতের গ্রাহকরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা বিমার অর্থ ফেরত পান। বাকিটা তাঁদের ক্ষতি স্বীকার করতে হয়।

Scroll to Top