আগামী জুলাই মাসে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হতে চলেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনের আবহে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হল ভোটার লিস্ট। ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা জানতে পারলে, আপনি আগামী পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা সম্পর্কেও জানা যাবে। ইতিপূর্বে নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য জানানো হয়েছিল যে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে এবার থেকে বছরে চারবার ভোটার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হবে। অর্থাৎ এবার থেকে বছরে চারবার আপনি ভোটার তালিকার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন। ইতিপূর্বে বছরের শুরুতে একবারই ভোটার কার্ডের জন্য আবেদন জানানো যেত, যার কারণে বহু সংখ্যক নাগরিকই ভোটার কার্ডের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারতেন না। বিশেষত যে সমস্ত নাগরিকদের জন্ম তারিখ বছরের মাঝখানে তাদের ক্ষেত্রে ভোটার কার্ডে নাম নথিভুক্ত করণের ক্ষেত্রে সমস্যা দেখা যেত। আর এই সমস্যা দূর করতেই নির্বাচন কমিশনের তরফে বছরে ৪ বার ভোটার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।
ইতিমধ্যে ২০২৩ সালে জানুয়ারি মাসে এবং ২০২৩ সালের এপ্রিল মাসে ভোটার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। সুতরাং ইতিমধ্যে বহু সংখ্যক নাগরিক ভোটার তালিকার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন। কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্যের সাধারণ জনগণের মধ্যে থেকে মূল যে প্রশ্নটি বারংবার উঠে এসেছে তা হলো, ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর পর ভোটার তালিকায় নাম উঠেছে কিনা তা কিভাবে দেখা যাবে। আর এই প্রশ্নের উত্তরে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, বর্তমানে নির্বাচন কমিশনের তরফে এমন এক বিশেষ পদক্ষেপ কার্যকর করা হয়েছে যার মাধ্যমে নাগরিকরা বাড়িতে বসেই নিজের ওয়ার্ডের ভোটার তালিকা দেখে নিতে পারবেন। সুতরাং আপনিও যদি ইতিপূর্বে ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়ে থাকেন এবং বর্তমানে ভোটার তালিকা দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আপনাকে কতগুলো বিশেষ পদক্ষেপ অনুসরণ করতে হবে। আর এই পদক্ষেপগুলি হল:-
১. নিজের ওয়ার্ডের ভোটার তালিকা দেখার জন্য আপনাকে প্রথমেই CEO WEST BENGAL -এর অফিসিয়াল ওয়েবসাইট https://ceowestbengal.nic.in/ -এ পৌঁছে যেতে হবে।
২. এই ওয়েবসাইটের হোম পেইজের একেবারে নিচের দিকে থাকা LIST ELECTORAL অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার জেলার নামটি সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
৩. জেলার নামটি সঠিকভাবে নির্বাচন করা হলেই আপনার জেলার সমস্ত Assembly Constituency -এর নাম আপনার সামনে চলে আসবে। এর মধ্যে থেকে আপনার Assembly Constituency এর নামটি নির্ভুলভাবে বেছে নিন।
৪. উপরোক্ত অপশনটি সঠিকভাবে নির্বাচন করলেই আপনার সামনে উক্ত এলাকার সমস্ত ভোটকেন্দ্রের নাম চলে আসবে। এর মধ্যে থেকে আপনার ভোটকেন্দ্র বা পোলিং স্টেশনের নামটি খুঁজে নিন। পরবর্তীতে পোলিং স্টেশনের নামের পাশে থাকা DRAFT ROLL অপশনে ক্লিক করুন।
৫. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে। এই ফ্ল্যাশ মেসেজে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে VERIFY অপশনে ক্লিক করুন, তাহলেই আপনার ওয়ার্ডের ভোটার তালিকাটি আপনার ফোনে পিডিএফ রূপে ডাউনলোড হয়ে যাবে। এই ভোটার তালিকাটি আপনি সফট কপির হিসেবে নিজের ফোনেই রাখতে পারেন। এছাড়াও প্রিন্ট করে নিয়ে হার্ড কপিরূপে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:- জুলাই মাসে লম্বা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা। কি কারণে বিশেষ ছুটি?
NVSP পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে ?
ইতিপূর্বে ভারতের নির্বাচন কমিশনের তরফে কার্যকর NVSP পোর্টাল থেকে ভোটার তালিকার PDF ডাউনলোড করা গেলেও বর্তমানে তা আর ডাউনলোড করা যাবে না। বর্তমানে NVSP পোর্টালের সমস্ত রকম সার্ভিস বন্ধ করা হয়েছে এবং এর বদলে VOTER’S SERVICE PORTAL (https://voters.eci.gov.in/) নামক একটি পোর্টাল কার্যকর করা হয়েছে। ভোটার কার্ডের আওতায় আবেদন থেকে শুরু করে ভোটার কার্ডের নাম, ঠিকানা সংশোধন পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত প্রকার ফর্মগুলি VOTER’S SERVICE PORTAL (https://voters.eci.gov.in/) থেকে পাওয়া যাবে এবং এই পোর্টালের মাধ্যমেই অনলাইনের মাধ্যমে উপরোক্ত পরিষেবাগুলি পাওয়া যাবে। তবে এই পোর্টাল থেকে আপনারা ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত প্রকার সুবিধা পেলেও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। আর তাই NVSP পোর্টালের বিকল্প পদ্ধতি রূপে CEO WEST BENGAL -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটার তালিকা ডাউনলোড করার অপশন কার্যকর করা হয়েছে।
পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হতে চলেছে?
রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী জুলাই মাসের ৮ তারিখ অর্থাৎ ৮ ই জুলাই, ২০২৩ তারিখে সমগ্র রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হতে চলেছে। আর তাতেই সমগ্র রাজ্যজুড়ে রীতিমতো সাজো সাজো রব। অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে যে, রাজ্যের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি পোলিং স্টেশন রূপে ব্যবহার হতে চলেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির কর্মীরা ৬ তারিখ থেকে শুরু করে ৮ তারিখ পর্যন্ত টানা ছুটি পেতে চলেছেন। এমনকি সমস্ত সরকারি কর্মীরা যাতে কোন সমস্যা ছাড়াই ভোট প্রদান করতে পারেন তার জন্য ৮ ই জুলাই ২০২৩ তারিখে বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। এমনকি বেসরকারি ক্ষেত্রে কর্মরত কর্মীরাও যাতে কোনোরকম সমস্যা ছাড়াই ভোটদানের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শ্রম দপ্তরের তরফে, এমনটাই জানা গিয়েছে নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।