পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের বাসিন্দাদের জন্য গত কয়েক বছরে অগুনতি প্রকল্প চালু করেছে। আর সেই প্রকল্পগুলি বর্তমানে রাজ্যবাসীর কাছে পরিচিত (Duare Sarkar Camp)। এই প্রকল্পগুলি সম্পর্কে জানতে, সরাসরি সুবিধা দিতে, আবেদন জানাতে সরকার চলে আসে আপনার বাড়ির দোরগোড়ায় (Duare Sarkar Camp)। বাংলায় এই বিরাট কর্মসূচির নাম দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)।
রাজ্যজুড়ে আয়োজিত এই ক্যাম্পে সমস্ত প্রকল্পের সুবিধা থাকে (Duare Sarkar Camp)। এই ক্যাম্পের দ্বারা উপকৃত হন বঙ্গবাসী। পশ্চিমবঙ্গের সর্বত্র পালা করে করে এই দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp) আয়োজন করা হয়। চলতি বছরের জন্যেও বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) কর্মসূচি। কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প? এ বছর নতুন করে কোন কোন সুবিধা মিলবে? আসুন সেই বিষয়ে বিস্তারিত জানা যাক।
Duare Sarkar Camp 2024
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে যে প্রকল্প এতদিন ধরে চালু করেছেন, সেই প্রকল্পগুলি সম্পর্কে আরো প্রচার করতে এবং সেই প্রকল্পগুলির সুবিধা জনতার কাজ অবধি পৌঁছে দিতে যে পদক্ষেপ নিয়েছে, তারই অপর নাম দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। বাংলার বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে সেই ক্যাম্পের মাধ্যমে সবার কাছে সাহায্য পৌঁছে দেওয়া ‘দুয়ারে সরকারের’ (Duare Sarkar Camp) প্রধান লক্ষ্য।
আজ থেকে তিন বছর আগে ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ১ ডিসেম্বর ২০২০ নাগাদ ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পরিকল্পনা প্রথম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর বিভিন্ন বছর ধরে দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়ে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।
সাধারণ মানুষ সারা বছর ধরে দুয়ারে সরকার কর্মসূচির অপেক্ষায় থাকেন। কারণ এখানেই এক ছাদের তলায় সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। জানা যাচ্ছে, অন্যান্য বছরের মতো এই বছরেও খুব শীঘ্রই আবার শুরু হতে এই চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। কিন্তু কবে থেকে? এই বছর আলাদা করে কোন কোন নতুন সুবিধা মিলবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা
পশ্চিমবঙ্গ সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য বর্তমানে যে যে প্রকল্পের সূচনা করেছে, সেই সমস্ত প্রকল্পের আবেদন জানানো, অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ, টাকা পাওয়া সংক্রান্ত সমস্যার সমাধান আবেদনের ত্রুটি থাকলে তার সমাধান, করা যায়।
এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি স্কিম যেমন- কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, তপশিলি বন্ধু ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু, ছাড়াও প্রতিবন্ধী সার্টিফিকেট বানানো এবং ইত্যাদির জন্য আবেদন করতে পারেন।কেবলমাত্র স্কিম সংক্রান্ত সুবিধা নয় বরং, এই ক্যাম্পের মাধ্যমে আমজনতা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা, রেশন কার্ড সংশোধন, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলির জন্যেও আবেদন জানাতে পারেন।
‘দুয়ারে সরকার ক্যাম্পে’ প্রয়োজনীয় নথি
আপনি যদি কোন সরকারি প্রকল্পের জন্য নিজের আবেদন জানাতে চান, কিংবা কোন সুযোগ-সুবিধা পেতে চান, তাহলে তার জন্য আপনাকে একাধিক প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। আপনি যখন কোন একটি ফর্ম ফিল আপ করবেন, তখনই সকল নথি উল্লেখ করা থাকবে যেগুলি আপনাকে জমা দিতে হবে। আসুন একটি তালিকার দিকে নজর দেওয়া যাক, এই তালিকার মধ্যে মোটামুটি কিছু প্রয়োজনীয় নথির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রকল্পের আবেদনের জন্য অন্যান্য নথি রাখতে পারে।
- আবেদনকারীর আধার কার্ড,
- আবেদনকারীর ভোটার কার্ড,
- আবেদনকারীর রেশন কার্ড,
- র্নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজন হয় স্বাস্থ্য সাথী কার্ড,
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি,
- কাস্ট সার্টিফিকেট,
- ব্যাংকের পাস বই,
- বৈধ মোবাইল নম্বর,
- ইনকাম সার্টিফিকেট।
Lakshmir Bhandar 2024: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট। জুলাই মাসের এই তারিখে পাবেন ডবল টাকা
‘দুয়ারে সরকার ক্যাম্প’ কবে থেকে শুরু হবে?
ইতোমধ্যে যা খবর মিলছে, জুলাই মাসের মধ্যেই ‘দুয়ারে সরকার ক্যাম্প‘ আরম্ভ হওয়ার কথা আছে। তবে চলতি বছরের আসন্ন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে সে বিষয়ে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। সূত্রের খবর, জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় আরম্ভ হতে পারে ‘দুয়ারে সরকার ক্যাম্প ২০২৪’।
অবশ্যই যে জেলায় বা যে এলাকায় যখন ‘দুয়ারে সরকার ক্যাম্প’ আয়োজিত হবে তার বিবরণ আগেই পেয়ে যাবেন। আপনার বাড়ির কাছে মিলবে সব সুবিধা। আপনারও যদি কোনো সরকারি প্রকল্প বা অন্যান্য বিষয়গুলি নিয়ে যোগাযোগ করার দরকার থাকে, তাহলে অবশ্যই ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভিজিট করুন।