সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ শিবির কার্যকর করতে চলেছে রাজ্য সরকার।

করোনা অতিমারি চলাকালীনই সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক এবং তাদের জীবনযুদ্ধের সাথে খানিকটা হলেও পরিচিত হয়েছিলেন। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরছে, এমনকি বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে করোনা মহামারীর ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে পুনরায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আর এমতাবস্থায় আবারো শিরোনামে এলো পরিযায়ী শ্রমিকদের নাম, তবে এবারে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারের তরফে গৃহীত এক বিশেষ সিদ্ধান্ত।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত সেপ্টেম্বর মাসে রাজ্যজুড়ে আবারো দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হবে। পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে আগত সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকারের সপ্তম সংস্করণের আয়োজন করা হবে তাতে সমগ্র রাজ্যের পরিচয় শ্রমিকদের জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, দুয়ারে সরকারের অধীনে কার্যকরী এই বিশেষ শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশে কর্মরত পরিযায়ী শ্রমিকদের একটি বিশেষ ডাটাবেস তৈরি করা হবে। এই প্রসঙ্গে বিগত শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের সাথে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানিয়েছেন যে, দুয়ারে সরকারের এই পর্যায়ে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি মুখ্য সচিবের তরফে ব্লক স্তরের সমস্ত আধিকারিকদের গ্রাম পঞ্চায়েতের সহায়তায় পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারকে চিহ্নিত করতে এবং তাদের বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকারের শিবিরে নিয়ে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের কাছে বিশেষ সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফে এই কর্মসূচি কার্যকর করা হয়েছে বলেই জানা গিয়েছে। সরকারি সূত্র মারফত প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হতে চলেছে তার বিস্তারিত সময়সূচী এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি, তবে কর্মকর্তাদের মতে এগুলি বিগত দিনে যে সমস্ত দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হয়েছে ঠিক তার মতই হতে চলেছে।

আরও পড়ুন:- বিগত ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় ভারতের গৌরব বৃদ্ধি করছে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী।

আগত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হলে তাতে রাজ্য সরকারের কার্যকরী বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা মিলবে। প্রশাসনিক মহলের কর্তা ব্যক্তিদের মতানুসারে, আগত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হলে তা গোটা সেপ্টেম্বর মাস ধরে চলবে। অর্থাৎ টানা ১ মাস ধরে দুয়ারে সরকারের ক্যাম্পের অধীনে নানাবিধ প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন রাজ্যের সাধারণ নাগরিকরা। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা হয়, আর তারপরই রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের কল্যাণের উদ্দেশ্যে দুয়ারে রাজ্য সরকারের মারফত এই বিশেষ পরিষেবা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একটি বিশেষ সূত্র মারফত প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের যথাযথ ডেটাবেসের অভাবে সেই প্রকল্পগুলির বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সমস্ত ডেটাবেস সংগ্রহের জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করা হতে চলেছে, এমনটাই দাবি করা হয়েছে এই বিশেষ সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।