Puja Leave Cancel 2024: পুজোর ছুটি বাতিল করল নবান্ন! চারদিনই ডিউটি করতে হবে, জারি হল নতুন নির্দেশিকা

দুর্গাপুজো মানেই লম্বা ছুটিতে দেদার আনন্দ করা। সারা বছর ধরে সবাই দুর্গোৎসবের অপেক্ষা করে থাকেন। কিন্তু এবার সেই ছুটি (Puja Leave) সরাসরি বাতিল করে দিল নবান্ন। পুজোর চারদিন টানা ডিউটি করতে হবে। মিলবে না কোনো ছুটি। আসলে পুজোর সময় মানুষের নিরাপত্তা রক্ষা থেকে ট্রাফিক সামলানো এমনকি আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই দিনগুলিতে অতিরিক্ত ডিউটি করতে হয় পুলিশ দের। পুজোর চারদিন ডিউটি করার জনই দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাঁদের ছুটি বাতিল করে দিন নবান্ন। সেই ঘোষণা করা হল নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে (Puja Leave Cancel).

মহালয়ার আগেই বাংলার বাড়ি বাড়ি পৌঁছে যাবে পুজোর উপহার! বিরাট সিদ্ধান্ত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Durga Puja Leave Cancelled 2024

গত মঙ্গলবার নবান্নের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরের পুজোর ছুটি (Puja Leave) বাতিল সংক্রান্ত বিষয়ে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১লা অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত কোনো ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মী থেকে আধিকারিকেরা। শুধুমাত্র কোন এমার্জেন্সি কারণ ব্যতীত ছুটির আর্জি একেবারেই মঞ্জুর করা হবে না। এটাই বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে।

দুর্গাপুজোর চারদিন শহর কলকাতায় মানুষের ঢল নামে। তবে শুধুমাত্র শহরে নয় কলকাতায় পার্শ্ববর্তী এলাকা গুলিতেও দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকেই বাড়ির বাইরে বের হন। তাই পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা আরো জোরদার করতে তৎপর হয়েছে প্রশাসন। এমনিতেই আরজিকর কাণ্ডের পর অশান্ত বাংলা। ঘটনার পর থেকেই চলছে লাগাতার আন্দোলন এবং বিক্ষোভ। পথে নেমেছেন সাধারণ মানুষ। মিছিল, প্রতিবাদে স্বর তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দুর্গোৎসব নিয়ে বাড়তি সতর্ক হয়েছে রাজ্য সরকার। আর তাই সব দিকের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশদের ছুটি একেবারে বাতিল করা হয়েছে।

সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার! পুজোর আগে বড় ঘোষণা

Puja Leave Cancelled By Nabanna

প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কলকাতা বদল হয়েছে কলকাতা পুলিশের কমিশনার। আগের কমিশনার বিনীত গোয়েলের পরিবর্তে দায়িত্বভার পেয়েছেন মনোজ ভার্মা। দুর্গাপুজোর উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য ও সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদানে যাতে কোন প্রকার ফাঁক থাকে, তার জন্য সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর সেই কারণে পুজোর চার দিন ছুটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। ‌ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে নবান্নের এই চিঠি।