Google Task Mate এর সাথে ঘরে বসে আয় করার দারুণ সুযোগ, কাজ করার সঙ্গে সঙ্গে নিশ্চিত টাকা পান।

এখন অনেকেই চান বাড়িতে বসে টাকা রোজগার করতে। Google Task Mate এর সাথে আয়ের সুযোগ হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে এই অসম্ভব সম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকেই বাড়িতে বসে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনেক টাকা রোজগার করছেন। আজ এমনই একটি অ্যাপের কথা আপনাদের বলব। বাড়িতে বসে আয়ের কথা শুনলেই অনেকে ভয়ে পিছিয়ে যান। ভাবেন হয়তো ঠকতে হবে। কিন্তু এই অ্যাপটি বাজারে আনতে চলেছে গুগল। গুগল বর্তমানে ভারতের সবথেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আশা করি ভয় পাওয়ার কিছু নেই।

Google Task Mate

আপাতত গুগলের এই অ্যাপটি ডেভেলপের কাজ চলছে। অ্যাপটির নাম Google Task Mate. এই অ্যাপের মাধ্যমে সহজেই বাড়িতে বসে রোজগার করতে পারবেন আপনারা। আর উপার্জিত টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে আয়ের ক্ষেত্রে এটি অনেক বড় সুযোগ হতে চলেছে সাধারণ মানুষের জন্য।

আর বিশ্বস্তকারী প্রতিষ্ঠানের অ্যাপ হওয়ায় ঠকার সম্ভাবনাও প্রায় নেই। এই মুহূর্তে অ্যাপটির বিটা ভার্সন উপলব্ধ রয়েছে। আপনারা চাইলে সেটি ডাউনলোড করে দেখতে পারেন। গুগল পে আর গুগল সার্ভের মত বেশ কিছু অ্যাপ গুগল লঞ্চ করেছে। এগুলির মাধ্যমে আয় করা যায়। এছাড়াও আজকাল ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকের মত অ্যাপগুলি ব্যবহার করেও কিন্তু বাড়িতে বসে অনেকেই রোজগার করছেন।

 ডিসেম্বর থেকে বদলে গেল রান্নার গ্যাস বুকিং এর নিয়ম। না জানলে গ্যাস পাবেন না।

তবে Google Task Mate অ্যাপটি ভিন্ন। এই অ্যাপটি অনেকটা গুগল ওপিনিয়ন অ্যাপের মতো। তবে গুগল ওপিনিয়ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করতে হয়। আর এইভাবেই টাকা আয় করা যায়। তবে সেই টাকা ক্রেডিট হিসেবে যোগ হয়। যা ব্যবহার করে প্লে মুভি আর প্লে বুক কিনতে পারেন ব্যবহারকারী। এক্ষেত্রে বিভিন্ন দর্শনীয় স্থান, রেস্তোরাঁ ইত্যাদি জায়গায় গিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে হয়।

এর মাধ্যমে পাওয়া ক্রেডিট কিন্তু ব্যাংক একাউন্টে যুক্ত হয় না। তবে Google Task Mate -এর টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে। এক্ষেত্রে আপনাদের কোনও সার্ভেতে অংশগ্রহণ করতে হবে না। তাহলে আপনাদের কী করতে হবে ? এই অ্যাপে আপনাদের ট্রানসলেশন, দোকানের তথ্য, দোকানে দেওয়া ছবি, কোন লাইনের ক্লিপ রেকর্ড ইত্যাদির মাধ্যমে টাস্ক কমপ্লিট করতে হবে।

আর তাহলেই পেয়ে যাবেন টাকা। তবে এই টাস্কগুলি কিভাবে পাবেন আর কীভাবে শর্ত মেনে কাজটি সম্পন্ন করতে হবে তা এখনও পর্যন্ত গুগলের তরফ থেকে জানানো হয়নি। এই অ্যাপ অফিশিয়ালি বাজারে লঞ্চ হলে গুগলের তরফ থেকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। অ্যাপটির মাধ্যমে আপনি যেই টাকা আয় করবেন সেটি ওয়ালেটে ঢুকবে।

মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, সারাজীবন প্রতিমাসে 50000 টাকা আয় করুন।

এই ওয়ালেট Google Task Mate অ্যাপেই থাকবে। আপনারা চাইলে এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে বর্তমানে কেবলমাত্র বিটা ভার্সন উপলব্ধ আছে। Google Task Mate অ্যাপ লাইভ হলে সকলেই ডাউনলোড করতে পারবেন।

Leave a Comment