প্রত্যেকের বাড়িতেই বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া সকাল থেকে রাত কোন কাজই সম্ভব নয়। আবার বিদ্যুতের ব্যবহারের সঙ্গে জড়িয়ে রয়েছে ইলেকট্রিক বিল (Electric Bill). মাসের শুরুতে হাতে বিল এলেই আপনি চিন্তায় পড়ছেন? কারণ অত্যাধিক হারে বিদ্যুতের বিল আসছে প্রতি মাসে! খুঁজছেন প্রতিকার, কিন্তু বুঝতে পারছেন না কেন এত বেশি করে বিল আসছে মাসে মাসে। আর তাই আপনার জন্য রইল ইলেকট্রিক বিল (Electric Bill) কম করার মোক্ষম চারটি উপায়। কোন কোন উপায় মানতে হবে? আসুন এবার সেদিকে নজর দেওয়া যাক।
Electric Bill Reduced Tips 2024
বর্তমানে আমাদের জীবন যাপন অনেক বেশি ব্যয় বহুল হয়েছে। একজন সাধারণ মানুষ একাধিক খাতে খরচ করছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে জীবন ধারণের ন্যূনতম স্বাচ্ছন্দ্য জোগাড়, অতিরিক্ত খরচের ফলে সমস্যায় আমজনতা। এর মাঝে চড়া ইলেকট্রিক বিল (Electric Bill) বেশ চিন্তার কারণ হয়েছে। কিভাবে বিদ্যুত বিল কমানো যায়, সেটাই এখন প্রধান বিচার্য বিষয়।
আপনিও যদি এই বিষয়টি নিয়ে চিন্তায় থেকে থাকেন, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি, বিদ্যুতের বিল কমানোর সেরা কিছু উপায় সম্পর্কে। আপনি বোধহয় জানেন না বাড়িতে এই উপায়গুলি মেনে চললে অথবা এই কাজগুলি করলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে। তবে আর দেরি না করে চটপট জেনে নেওয়া যাক কিভাবে আপনি বিদ্যুতের বিল কমাতে পারেন।
এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর! এবার টাকা দিলেও মিলবে না সিলিন্ডার সমস্যায় পড়ার আগে জানুন
Electric Bill Reduced Top 4 Tips
১) AC-এর ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন
সাধারণত গরম পড়লে এসির ব্যবহার বেড়ে যায়। কিন্তু ইদানিং বৃষ্টি পড়ায় আবহাওয়া ঠান্ডা রয়েছে। এসির ব্যবহার যত বাড়বে ততই আপনার বিদ্যুতের বিল বাড়বে। একথা জানা রয়েছে আপনারও। তাই চেষ্টা করুন খুব প্রয়োজন না হলে এসির ব্যবহার না করার। ঠান্ডা ওয়েদারে এসির ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। এতে আপনার বিল স্বাভাবিক ভাবেই কম আসবে।
২) ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ
আপনি যখন কোন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করছেন, এবং তারপর সেটি চার্জ দিচ্ছেন আবার ব্যবহারের জন্য চার্জ খুলে নিচ্ছেন, তখন খেয়াল রাখতে হবে সেই ইলেকট্রিক ডিভাইসটি সুইচ বোর্ড থেকে খুলে নেওয়ার পর আপনি চার্জের সুইচ বন্ধ করছেন নাকি। তাছাড়া যথেচ্ছভাবে এই বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করলে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। তাই ডিভাইসগুলির ব্যবহার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
৩) সোলার প্যানেলের ব্যবহার বৃদ্ধি
অনেকেই এখন বাড়িতে সোলার প্যানেল বসিয়ে নিচ্ছেন। সরকারের তরফে ভর্তুকিও দেওয়া হচ্ছে। বাড়িতে সোলার প্যানেল বসালে আপনার খরচ অনেকটাই কমে যাবে। সোলার প্যানেল বসানোর সময় খরচ হবে ঠিকই। কিন্তু তারপর মাসে মাসে আপনার খরচ অনেকটা কমছে। উল্লেখযোগ্য ভাবে খরচ কমায় বিদ্যুতের বিলের ওপর প্রভাব পড়ে। মাসের শেষে আপনার পকেটে টাকা বাঁচে।
সোনার দামে রেকর্ড পতন! অফারে অফারে চমৎকার! আজ 22 ক্যারেট সোনার দাম কত?
৪) বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার নির্দিষ্ট করা
আমাদের বাড়িতে এমন অনেক বৈদ্যুতিক সামগ্রী আছে যেগুলো অতিরিক্ত ইলেকট্রিক খরচ করে। উদাহরণ স্বরূপ বলা যায়, বাড়িতে এসি থাকলে যে পরিমাণ বিদ্যুতের খরচ হয় সেই জায়গায় যদি পাখা চালানো হয় তাহলে খরচ অনেকটাই কমে। অত্যাধিক গরমে এসি চালানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে। কিন্তু, এখন আবহাওয়া ভালো থাকায় এসির বদলে পাখার ব্যবহার করতেই পারেন।
এর পাশাপাশি, ওয়াটার হিটারের ব্যবহার কমানো ও আরো অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি যেগুলি বেশি বিদ্যুৎ টানে সেগুলির ব্যবহার কমিয়ে দিন। বদলে শুধুমাত্র যে যে খাতে বিদ্যুৎ খরচ প্রয়োজন সে সে খাতে বিদ্যুৎ খরচ করুন। আর এভাবেই আপনার বাড়িতে ইলেকট্রিক খরচ অনেকটাই কমে যাবে। ফলস্বরূপ আপনার বিদ্যুতের বিল তুলনামূলকভাবে কম আসবে।